about us

ব্লগ সর্ম্পকিতঃ সত্যের ছায়া একটি শিক্ষা, বিনোদন, ইতিহাস, সাংস্কৃতিক মূলক গুগল এডসেন্স প্রাপ্ত ব্লগ। ব্লগটি ২০১৫ সালে যাত্রা শুরু করে এবং ২০১৭ সালে প্রথম আর্টিকেলটি প্রকাশিত হয়। বর্তমানে ব্লগটি  ব্যাপক জনপ্রিয়তা অর্জণ করছে। অর্গানিক ভিজিটরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাঠকের চাহিদার কথা সামনে রেখে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের উপর আর্টিকেল যোগ করা হচ্ছে। আশা করা যায় অচিরেই সত্যের ছায়া ব্লগ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এই ব্লগের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানুষের তথ্য প্রাপ্তি সহজ করা এবং বাংলা ভাষায় লিখিত কন্টেট সমৃদ্ধ করা। মানুষের প্রয়োজনীয় জিঙ্গাসিত বিষয়কে প্রাধ্যান্য দিয়ে এই ব্লগে লেখা প্রকাশিত হয়। অদূর ভবিষ্যৎে সত্যের ছায়া পাড়ি দিতে চায় অনেক পথ। সেজন্য সবার দোয়া প্রত্যাশি।

ব্লগ পরিচালনাঃ এই ব্লগটি 'সত্যের ছায়া মিডিয়া হাউজ' কর্তৃক পরিচালিত। ব্লগ ও লেখার স্বত্ত্ব সত্যের ছায়া মিডিয়া হাউজ কর্তৃক সংরক্ষিত।
সবাইকে ধন্যবাদ।

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited