পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৪ জুন, ২০২২

পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরগামী গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জ রুটে বাস সার্ভিসের খবর।

২৬ শে জুন, ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুর রুটে বিআরটিসি বাস চলাচল করবে। বাস সার্ভিস আপাতত দুটি লাইনে সার্ভিস দিবে । 

১। ঢাকা টু শরীয়তপুর ডামুড্যা (তিন খাম্বা) - গোসাইরহাট।
২। ঢাকা টু ভেদরগঞ্জ মোল্লারহাট 

বর্তমান সূচি অনুযায়ী ঢাকাতে সর্বশেষ স্টোপেজ হবে গুলিস্তান ফুলবাড়িয়া। 

 বিআরটিসি এসি বাস সার্ভিসঃ
যাত্রা শুরু-  
১। গুলিস্তান (ফুলবাড়িয়া) বাস স্টান্ড
🚌 যাত্রাবাড়ী ধোলাইপাড়
🚑পোস্তগোলা ব্রীজ
🚑শরীয়তপুর সদর 
🚎মনোরা মোড় 
🚎বুড়িরহাট
🚎ভেদরগঞ্জ
🚎মোল্লারহাট। 

২। গুলিস্তান ফুলবাড়িয়া 
🚌ধোলাইপাড়
🚎পোস্তগোলা ব্রীজ
🚌শরীয়তপুর
🚌মনোরা মোড় 
🚌বুড়িরহাট 
🚌ডামুড্যা (তিন খাম্বা)
🚌গোসাইরহাট ।

গোসাইরহাট বাসস্টপ থেকে তিনখাম্বা(ডামুড্যা) বাইপাস হয়ে রাজধানী ঢাকার উদ্দ্যেশে বিআরটিসির(BRTC) এসি বাস সার্ভিস চলবে।

#গাড়ী_ছাড়ার_সময়:
১) সকাল- ৬:৩০ মিনিট।
২) সকাল- ৮.৩০ মিনিট।
৩) দুপুর- ১২.৩০ মিনিট।

#গাড়ী_চলাচলের_রুট: কালিখোলা-বাংলাবাজার-তিনখাম্বা(ডামুড্যা)-বুড়িরহাট-মনোহরবাজার-প্রেমতলা-জাজিরা টিএন্ডটি মোড়-কাজীরহাট বাজার ব্রীজ-বিকে নগর দৈনিকবাজার-নাওডোবা গোল চত্বর-পদ্মাসেতু-পোস্তগোলা ব্রিজ।

#গোসাইরহাট_কাউন্টার: ✆01326-202225
✆ 01326-202226
✆ 01326-202227

#ঢাকা(গুলিস্তান, ফুলবাড়ীয়া) কাউন্টার
✆ 01608-770962     
✆ 01720-233218

#ভাড়া: ৩৫০/=(কথায়: তিনশত পঞ্চাশ টাকা)


ভাড়াঃ শরীয়তপুর ৩০০ টাকা এবং গোসাইরহাট ৩৫০ টাকা।

মোবাইলঃ 01915961032
01316639297

#প্রিয়_ডামুড্যা বাসী আপনারা তিনখাম্বা _কাউন্টার থেকে ফোনে/কল করে এবং সরাসরি টিকেট টিকেট সংগ্রহ করতে পারবেন।

 #তিনখাম্বা_কাউন্টার( ডামুড্যা বাসীর জন্য ) : 
✆ 01925-916718 
✆ 01988-944438 
✆ 01922-751693 

#গাড়ী_ছাড়ার_সময়:(গোসাইরহাট কাউন্টার থেকে)
১) সকাল- ৬:৩০ মিনিট।
২) সকাল- ৮.৩০ মিনিট।
৩) দুপুর- ১২.৩০ মিনিট।

#গাড়ী_চলাচলের_রুট: কালিখোলা-বাংলাবাজার-তিনখাম্বা(ডামুড্যা)-বুড়িরহাট-মনোহরবাজার-প্রেমতলা-জাজিরা টিএন্ডটি মোড়-কাজীরহাট বাজার ব্রীজ-বিকে নগর দৈনিকবাজার-নাওডোবা গোল চত্বর-পদ্মাসেতু-পোস্তগোলা ব্রিজ।

#ঢাকা(গুলিস্তান, ফুলবাড়ীয়া) কাউন্টার
✆ 01608-770962      
✆ 01720-233218

আপাতত এই পর্যন্ত জানা গেছে। নতুন কোন বাস সার্ভিস আসলে অবশ্যই পোস্টে আপডেট করা হবে।
.......….......…...........

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

1 টি মন্তব্য: