দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। 2017 সাল কে বিদায় জানোনোর প্রস্তুতি আমরা এক প্রকার সেড়ে ফেলেছি। এখন কেবল ঘড়ির কাটা রাত বারোটা অতিক্রম করার অপেক্ষা। 2017 সাল ছিল মানুষের আশা-বেদনার বছর। সিরিয়া সংকট, আইএসএস এর পরাজয়, মিয়ানমার কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন, লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে গমন এবং ভূমধ্য সাগরের মাঝে তাদের সলিল সমাধি, তুরস্কে ব্যর্থ অভুত্থানের চেষ্টা, বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি প্রক্সি রণকৌশল, অস্ট্রোলিয়ায় ছন্নছাড়া নির্বাচন, ইউরোপীয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ বা ব্রেক্সিট, ট্রাম্প কর্তৃক পূর্ব জেরুজালেম কে অন্যায়ভাবে ইস্রারাইলের রাজধানী ঘোষণা ইত্যাদি ছিল বিশ্বব্যাপী আলোচিত ঘটনার সার-সংক্ষেপ ।
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
Format of Undertaking
UNDERTAKING
(I) We, (X Ltd.. (address) represented by its
Managing Director/Chief Executive Officer} duly authorized by the Board of
Directors to execute this Undertaking,
(2) 1, [full name],
S/o or D/o [father’s name] / W/o [husband’s name], of [permanent address, at
present — present address], aged about years, by faith — ____________, by
profession — businessman, by nationality — Bangladeshi (by birth),
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
বদলে যাচ্ছে গ্রামীন জীবন যাত্রা, অবকাঠামোতে এসেছে ব্যাপক পরিবর্তণ।
বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোতে
ব্যাপক পরিবর্তন ঘটেছে; সাথে মানুষের জীবন যাত্রার ধরণ পাল্টিয়েছে। গ্রামীণ জনগণ এখন
শহরের সাথে তাল মিলানোর চেষ্টা করেছে। কিন্তু এই তাল মিলানোটা অর্থনৈতিক রেখার সাথে
সমানুপাতিক হারে না হওয়ার কারণে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শহুরে জীবন ধারণের
অনুসঙ্গ এখন গ্রামের নাগলের চলে এসেছে। গ্রামের মানুষ এখন আর কেউ ছাই, কয়লা বা
গাছের বাঁকল-পাতা দিয়ে দাঁত মাজে না। প্রতিটি অবস্থাপন্ন পরিবারে ফ্রিজ, এলইডি
টিভি, সিল্ডিন্ডার গ্যাসের চুলা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি হাতের নাগালে রয়েছে।
মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর
মার্কেটিং টার্গেট গ্রামীন জনগণ। আগেরকার দিনে গ্রামের মেয়েদের নানা সীমাবদ্ধতার মাঝে
জীবন কাটাতে হত এবং লেখা পড়া জানা মেয়েদের সংখ্যা ছিল নগন্য। সেখানে এখন প্রতিটি ঘরে
ঘরে মেয়েদের লেখা পড়া চলে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
টোরাজা উপজাতি- বছরের পর বছর মৃত দেহের সাথে বসবাস!
মৃত্যুর
পরে আত্মা নিয়ে রহস্যের শেষ নেই। প্রধান প্রধান ধর্মের মূল কনসেপ্ট (বিশ্বাস) হলো মৃত্যুর
পর আত্মা কৃতকর্ম অনুযায়ী স্বর্গে অথবা নরকে যায়| সেজন্য মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দেহেকে সমাধিস্থ
করে। প্রধান কয়েকটি ধর্ম ব্যতিত অন্য সব ধর্মের আত্মার প্রস্থানের মতবাদে কিছুটা ভিন্নতা
আছে; বিশেষ করে উপজাতীয়দের ধর্মীয় মতবাদে আত্মা সম্পর্কে ভিন্নতা দেখা যায়। কোন কোন
উপজাতী বিশ্বাস করে মৃত্যুর পর আত্মা পুনরায় আগমণ করে। আবার অনেক উপজাতী কিংবা আদিবাসী
বিশ্বাস করে মৃত্যুর সাথে সাথে আত্মা ইতি ঘটে। উপজাতী কিংবা আদবাসীদের বিশ্বাস অনুযায়ী
মৃত্যুর পর দেহ থেকে আত্মার বিদায় নিয়ে পরপারে চলে যায় কিংবা পুনরায় বিভিন্নরুপে পৃথিবীতে ফিরে আসতে পারে। এই বিশ্বাসগত কারণে তারা জাকজমকপূর্ণভাবে মৃতদেহের কুলখানি
করে আত্মার বিদায় দিয়ে থাকে। ইসলাম ধর্মেও মৃত দেহের জানাযা পড়ে যত তাড়াতাড়ি সম্ভব দেহকে কবরাস্থ করা হয়।
তবে আত্মার প্রস্থান বিশ্বাসে একটি উপজাতীদের মধ্যে ব্যতিক্রম আছে। তারা হলো দ্বীপ রাষ্ট্র ইন্দোনোশিয়ার সুলাওয়েসি দ্বীপের টোরাজা
উপজাতি। টোরাজা উপজাতিরা মৃত দেহের সাথে বসবাস করে মাসের পর মাস বছরের পর বছর। তাদের
বিশ্বাস অনুযায়ী, মৃত ব্যক্তিরা তাদের জীবনের একটি অংশ। মৃতরা তাদের ইহ জগৎের মায়া ত্যাগ
করতে সময় লাগে, তাই মৃত দেহ তাদের কাছে থাকা অধিক মঙ্গলজনক। অন্য দিকে মৃত ব্যক্তিদের কাছের আত্মীয় যারা আছেন তাদের মোহ বা মায়া ত্যাগ করতেও কিছুটা সময় লাগে। তাই উভয়ে পাশাপাশি থাকতে পারলে এই কষ্ট কিছুটা লাগব হয়। নিম্নে টোরাজা উপজাতিদের মৃতদেহের সাথে বসবাস সম্পর্কে আলোচনা করা হলোঃ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
কোদালপুর ইউনিয়ন পরিচিতি
নামকরণঃ কোদালপুর ইউনিয়নের নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। ধারণা করা হয়, প্রাচীনকালে নদীর বুকের চর জাগার কারণে এক শ্রেণির মানুষজন মাটিকাটা ও বালুকাটার সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। তাছাড়া অত্র এলাকার একটি সম্প্রদায় আদি কালে খাল কাটা ও রাস্তা নির্মাণ কাজে শ্রমিক হিসেবে জড়িয়ে পড়েন। এই সম্প্রদায়ের লোকজন যখন কাজ শেষে ঘরে ফিরত তখন তাদের হাতে ও কাঁধে কোদাল থাকত। এই কোদাল মেরামত ও বিপণী করার জন্য একটি বাজার ভিত্তিক ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল। সেই থেকে অত্র এলাকার নাম হয় কোদালপুর। পরবর্তীতে নদী ভাঙ্গার আগ পর্যন্ত এই সম্প্রদায় এখানে টিকে ছিল। কিন্তু নদী ভাঙ্গা শুরু হলে তারা অন্যত্র বিশেষ করে পার্শ্ববর্তী চাঁদপুর, হাইমচর, মুলাদী ও বরিশালে চলে যায়। নদী ভাঙ্গার কয়েক যুগ পর পুনরায় চর জাগলে আগের নাম (কোদালপুর) বহাল থাকে।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন কিভাবে লিখতে হয় সমিতির নীতিমালা
বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রামে সমবায় সমিতির আধিক্য লক্ষণীয়। এই সমিতি পরিচালনা করার জন্য নিয়মনীতি জানা এবং তৈরী করা আবশ্যক। যাতে সমিতি সুষ্ঠভাবে পরিচালনা করা যায়। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সমিতির নিয়ম/সংবিধান/ধারা লিখতে গিয়ে প্রয়োজনীয় অনেক কিছু বাদ পড়ে যায়। আজকে সমবায় সমিতির নিয়ম/ধারা/সংবিধান লেখার সম্পর্কে আলোচনা করব।
চিত্রঃ সমবায় সমিতির নমুনা লোগো
প্রস্তাবনাঃ “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” একটি আর্থ সামাজিক
অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত
অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য,
অর্থ সঞ্চয় ও পরিচালা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ
এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। স্থানীয় এলাকার তরুন ও যুব
সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা
পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে
আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য
আলাপ আলোচনার মাধ্যমে “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” নামে একটি সমবায়
সমিতি গঠন করে।
সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ
চলার জন্য এর একটি
সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন
হয়ে পড়ে, সে লক্ষে
সমিতির সকল সদস্যগণ নিমোক্ত
ধারা/নিয়ম/সংবিধান প্রনয়ণ
করেন।
সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন কিভাবে লিখতে হয় বাড়ী ভাড়া চুক্তিনামা
বিস্মিল্লাহির রাহমানির রাহিম
বাড়ী ভাড়ার চুক্তিপত্র
নিয়ম:01তারিখঃ
১ম পক্ষঃ
মোঃআজিজুল ইসলাম (বাড়ীওয়ালা)
বাইপাইল, আশুলিয়া, ঢাকা।
(স্থায়ী ঠিকানাঃ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
২য় পক্ষঃ
মোঃ আহসান হাবীব (ভাড়াটিয়া)
ম্যানেজিং ডিরেক্টর
দেশ বিদেশ গার্মেন্টস লিঃ
আশুলিয়া, ঢাকা।
রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন ইন্ডিয়ান ভিসার ছবির সাইজ
বর্তমান বিশ্বে
ইন্ডিয়া বা ভারত একটি উদয়ীমান অর্থনীতির দেশ। দেশটি অর্থনীতিতে দিন দিন সমৃদ্ধি অর্জণ
করছে। ইন্ডিয়া তথা ভারত একটি বৃহৎ রাষ্ট্র যার প্রতিটি প্রদেশে রয়েছে আলাদা আলাদা ভাষাভাষি
মানুষ এবং আলাদা আলাদা সাংস্কৃতি। ইন্ডিয়াতে রয়েছে অনেকগুলো প্রত্মতাত্বিক নির্দেশন
ও ঐতিহাসিক স্থান, এ স্থানগুলোর মধ্যে অন্যতম হলো- আগ্রার তাজমহল, ভূস্বর্গ কাশ্মির,
কুতুব মিনার, অজান্তা গুহা সমূহ ইত্যাদি। তাছাড়া বিশ্ব বাণিজ্যে ভারত একটি উল্লেখযোগ্য
স্থান দখল করে আছে। তাই প্রতি বছর লাখো-কোটি মানুষ ভারতে গমন করে থাকেন। তবে চাইলেই ভারত যাওয়া যায়না, তার জন্য কতগুলো আনুষ্ঠানিকতা সাড়তে হয়, এই আনুষ্ঠানিকতার অন্যতম অনুষঙ্গ হলো অনলাইনে এপ্লিকেশন ফরমে সঠিক সাইজের ছবি আপ্লোড করা। আবেদন ফর্মে আবশ্যি ছবি সংযোজন করা লাগে। কিন্তু
আমারা অনেকে ছবির সঠিক সাইজ না জানার কারণে বিভিন্ন ঝামেলার সন্মুখীন হই। নিম্নে ভারত
বা ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের ছবির সাইজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কর্মীদের প্রায়ই নানা কারণে অগ্রিম লোন/ধার বা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে।
-
বর্তমান বিশ্বে যারা বাড়িওয়ালা তারা চাকুরী, বাসস্থান পরিবর্তন, ব্যবসায়ের কাজে কোন না কোন ভাবে
-
রেজুলেশন কাকে বলে এবং রেজুলেশন কত প্রকার ও কি কি এবং ধারণ (Ordinary), বিশেষ ( special) এবং অ-সাধারণ রেজোলিউশন
-
যোগাযোগঃ মানুষ পৃথিবীতে আর্বিভাবের পর থেকে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছে নিজেদের প্রয়োজনের কারণে। প্রথম অবস্থায় মানুষ ইশারায় বা সাংকৃ...
-
বন্ধকী ঋণ বা মর্টগেজঃ নিজের স্থায়ী সম্পত্তি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বন্ধক
-
A letter must be written to the bank to issue a pay order. The letter is usually written
-
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে আলোচ্য সূচি তৈরি করে তা লিখিত নথির মাধ্যমে কোম্পানী পরিচালনা পর্যদ এবং
-
মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী আজকে আলোচনা করব।
-
টেলিভিশন, ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। বিগত দিনে এই মিথ্যা সংবাদ আসলে তা ‘গুজব’