বুধবার, ২ নভেম্বর, ২০২২

গে এবং গে Gay কারা?

গে (Gay) একটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ সমকামী পুরুষ, সমলিঙ্গের প্রতি আকর্ষিত ব্যক্তি বিশেষ করে পুরুষ বা পুরুষ লিঙ্গের এক ব্যক্তি অপর পুরুষ লিঙ্গের ব্যক্তির প্রতি আকর্ষণ কে বুঝায়। সুতরাং পারিভাষিক অর্থে গে বলতে ঐ ব্যক্তিকে বুঝায় যে সম-লিঙ্গের বা সমগোত্র পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করে এবং তার সাথে মনস্তাত্ত্বিক মিলের পুরুষের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে।

গে শব্দটি উনিশ শতকে ব্যবহর শুরু হলেও বিংশ শতকে এসে ব্যাপক প্রচারণা লাভ করে। গে শব্দের শাব্দিক অর্থ উজ্জল, শুভ্র, চকচকে ইত্যাদি। গে শব্দটি বাংলা ভাষায় আরেকটি পরিভাষা রয়েছে তাহলো পায়ূকামিতা। পায়ূকামিতা শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে যখন বাংলাদেশের হেফজ ও কওমি মাদ্রাসায় এতিম ও শিশু শিক্ষার্থীদেরকে তাদের ওস্তাদ কর্তৃক বলৎকার খবর প্রায় মিডিয়ায় আসছিলো। পায়ূকামিতা আর বলৎকার একে অপরের পরিপূরক। তবে পার্থক্য হলো পায়ূকামিতা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ করে থাকে কিন্তু বলৎকার একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ একজন শিশুর সাথে জোর করে করে থাকে। 

কিছু কিছু ক্ষেত্রে  গে  শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয় অর্থেই ব্যবহৃত হয়। গে সম্প্রদায়ের নির্দিষ্ট পতাকা রয়েছে। পতাকার রং রামধনু বা রংধনুর মতো। গে সম্প্রাদায়ের নির্দিষ্ট শব্দ ভান্ডার রয়েছে, এই শব্দ দ্বারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য ব্যবহার করে থাকে। তারা মূলত এই শব্দ ব্যবহার করে নিজেদের পরিচয় আড়াল করে রাখার জন্য, কেননা পৃথিবীর অধিংকাংশ মানুষ গে সম্প্রদায়কে ঘৃণা অথবা অবহেলার চোখে দেখে। তবে র্বতমানে অনেক দেশে গে সম্প্রদায়ের অধিকার রক্ষায় আইন পাশ হয়েছে। তার মধ্যে ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র, ইস্রায়েল ইত্যাদি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited