বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

কোম্পানি থেকে অগ্রিম লোন/ধার উত্তোলনের আবেদনপত্রের নমুনা- সত্যের ছায়া

কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কর্মীদের প্রায়ই নানা কারণে অগ্রিম লোন/ধার বা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে।

নিম্নে কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে বেতনের অগ্রিম লোন/ধার বা পারিশ্রমিক নেওয়ার আবেদনপত্রের নমুনা দেয়া হলোঃ

নমুনাঃ ১

তারিখঃ ১৪/০২/২০২৩

 বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা লোন/অগ্রিম উত্তোলনের জন্য আবেদন।

 মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি আক্তার হোসেন, অফিস সহকারী হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি একজন স্বল্প বেতনভুক্ত কর্মচারী। বর্তমানে আমার পারিবারিক বিভিন্ন সমস্যা যেমন ঘর নির্মাণ ও চিকিৎসা খরচ বাবদ প্রায় দের লক্ষ টাকা খরচ করে ফেলছি যার মধ্যে এক লক্ষ টাকা ঋণ নিয়ে করা। এই ঋণের টাকার উপর প্রতিমাসে পাঁচ হাজার টাকা  (৫০০০/-) করে টাকা সুদ দিতে হয়। যার ফলে বেতনের একটি অংশ সুদের টাকায় চলে যায়। এমতাবস্থায়, কোম্পানী থেকে আমার বেতনের বিপরীতে ১,০০,০০০/- টাকা অগ্রিম ধার/ লোন  নিতে  আগ্রহী, যা দিয়ে আমি আমার ঋণের মূল টাকা পরিশোধ করতে চাই। এই ১,০০,০০০/- টাকা থেকে কোম্পানি @৩০০০/- টাকা করে কর্তণ করবে।

 অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন, আমার সমস্যাটির মানবিক দিক বিবেচনা করে আবেদনকৃত লোন/ধার অনুমোদন করলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব

  

বিনীত নিবেদক

(মোঃ আক্তার হোসেন)

অফিস সহকারী

মার্টিন এস কোম্পানি লিটিটেড

 নমুনাঃ ২

তারিখঃ ২৪/১০/২০২১

 

বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা লোন/অগ্রিম উত্তোলনের জন্য আবেদন।

 

মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ মিলন হাওলাদার, অফিস সহকারী হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি একজন কম বেতনভুক্ত কর্মচারী। বর্তমানে আমার স্ত্রী জরায়ু ক্যান্সার/টিউমারে ভুগছেন। ইতিমধ্যে ডাক্তার দেখানো হয়ছে। ডাক্তারের পরামর্শে অপারেশন করা দরকার। কিন্তু অপারেশনের জন্য অনেক টাকা দরকার। এমতাবস্থায় কোম্পানী থেকে আমার বেতনের বিপরীতে ১,০০,০০০/- টাকা অগ্রিম ধার/ লোন  নিতে  আগ্রহী। 

অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন, আমার সমস্যাটির মানবিক দিক বিবেচনা করে আবেদনকৃত লোন/ধার অনুমোদন করলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব

   

বিনীত নিবেদক

 (মোঃ মিলন হাওলাদার)

অফিস সহকারী

মার্টিন এস সিকিউরিটিজ লিটিটেড

 

নমুনা: ৩

তারিখঃ ২২/১১/২০২০

 

বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ  মাসিক ,০০০/- টাকার পরিবর্তে ,০০০/- টাকা কর্তণ করার জন্য আবেদন

 মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ আক্তার হোসেন, অফিস পিওন হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি বিগত দিনে ৮০,০০০/- হাজার টাকা আপনার প্রতিষ্ঠান থেকে মাসিক ৪,০০০/- টাকা পরিশোধের ভিত্তিতে অগ্রিম লোন/ধার হিসেবে নিয়েছি। বর্তমানে সেই লোনের ১২ কিস্তি বা ৪৮,০০০/হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং আরো ০৮ কিস্তি বা  ৩২,০০০/- টাকা পরিশোধের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমানে আমার পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে নতুন করে ১০০০০০/- (এক লক্ষ) টাকা লোন/ধার উত্তোলন করা প্রয়োজন। লোন/ধারের টাকা মোট টাকার (পূর্বের ৩২,০০০.০০ + বর্তমানে অনুমোদিত টাকা) উপর মাসিক @ ৪,০০০/ টাকা করে পারিশ্রমিকের বিপরীতে কোম্পানী কর্তণ করবে।

অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন আমার পারিবারিক আর্থিক সমস্যা বিবেচনায় লোন অনুমোদন করতে আপনার একান্ত মর্জি হয়

 

 বিনীত নিবেদক

 

(মোঃ আকতার হোসেন)

অফিস পিওন।

 

নমুনাঃ ৪


তারিখঃ ০৬/০১/২০২১

বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ লোনের জন্য আবেদন।

 

মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ ইমন, অফিস পিওন হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি বিগত দিনে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আপনার প্রতিষ্ঠান থেকে লোন/ধার হিসেবে নিয়েছি। বর্তমানে সেই লোনের ৩৮,০০০/হাজার টাকাপরিশোধের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমানে আমার পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে নতুন করে ৬২,০০০/- (বাষট্টি হাজার) টাকা লোন/ধার উত্তোলন করা প্রয়োজন। লোন/ধারের টাকা মোট টাকার (পূর্বের ৩৮,০০০ + বর্তমানে অনুমোদিত টাকা) উপর মাসিক @ ২,০০০/ টাকা করে পারিশ্রমিকের বিপরীতে কোম্পানী কর্তণ করবে।

 

অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন আমার পারিবারিক ও আর্থিক সমস্যা বিবেচনায় লোন অনুমোদন করতে আপনার একান্ত মর্জি হয়।

  

বিনীত নিবেদক

  

(মোঃ ইমন)

অফিস পিওন, মার্টিন এস কোম্পানী লিমিটেড

 

 

নমুনাঃ ৫ 

তারিখঃ ২৯/০৫/২০২১

 বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ মাসিক ৪,০০০/- টাকার পরিবর্তে ২,০০০/- টাকা কর্তণ করার জন্য আবেদন।

 

মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ আক্তার হোসেন, অফিস পিওন হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি বিগত দিনে আপনার প্রতিষ্ঠান থেকে দুই ধাপে মোট ...................... টাকা লোন/ধার উত্তোলন করি। উক্ত দুই ধাপের মোট টাকা থেকে মাসিক @ ৪,০০০/ টাকা  কোম্পানী কর্তৃক নিয়মিত কর্তণ করিতেছে। কিন্তু বর্তমানে আমার পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে @ ৪,০০০/- টাকার পরিবর্তে @২,০০০/- টাকা কর্তণ করলে আমার পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হয়।

 

অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন আমার পারিবারিক ও আর্থিক সমস্যা বিবেচনায় মাসিক @৪,০০০ টাকার পরিবর্তে ২,০০০/- (দুই হাজার) টাকা কর্তণ করার ব্যবস্থা করিবেন।

 

 

বিনীত নিবেদক

 

 (মোঃ আকতার হোসেন)

অফিস পিওন

নমুনাঃ ৬

তারিখঃ ১৫/০৯/২০২১

 

বরাবর

প্রধান নির্বাহী কর্মকর্তা

মার্টিন এস কোম্পানী লিমিটেড

১৬২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

 

বিষয়ঃ ২০,০০০ (বিশ হাজার টাকা) লোনের জন্য আবেদন।

 

মহোদয়,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি মোঃ আক্তার হোসেন, অফিস পিওন হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি বিগত দিনে আপনার প্রতিষ্ঠান থেকে দুই ধাপে লোন/ধার উত্তোলন করি। উক্ত দুই ধাপের টাকা কোম্পানী কর্তৃক সমন্বয় করে নিয়মিত কর্তণ করিতেছে। কিন্তু বর্তমানে আমার বাবার গলব্লাডার অপারেশনের জন্য আরো অনেক টাকা দরকার। এমতাবস্থায় কোম্পানী থেকে আমার বেতনের বিপরীতে ২০,০০০/- টাকা লোন/ধার নেওয়া প্রয়োজন। 

 

অতএব, মহোদয়ে নিকট আকুল আবেদন আমার পারিবারিক এবং আর্থিক সমস্যা ও মানবিক বিবেচনায় লোন অনুমোদন করতে আপনার একান্ত মর্জি হয়।

 

 বিনীত নিবেদক

  

(মোঃ আকতার হোসেন)

অফিস পিওন

 

 

২টি মন্তব্য:

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya