অনলাইন থেকে প্রাপ্ত তথ্যমতে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মার্কিন ডলার যা বাংলাদেশী ঢাকায় প্রায় ৪৫,০০০,০০.০০ (পঁয়তাল্লিশ লক্ষ টাকা)।
চিত্রঃ অন্ডকোষ (অনলাইন থেকে সংগ্রহীত)
অন্ডকোষের মূল্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার এই কথাটি কিভাবে আসলো?
আসলে এর কোন সুনির্দিষ্ট তথ্য নেই। সাধারণত ১৯৬০ দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মানব দেহের অঙ্গ প্রতিস্থাপন সিষ্টেম ব্যাপকভাবে চালু হলে উক্ত গুজবটি তখন দ্রুত ছড়িয়ে পরে। যদিও প্রতিটি মানব দেহের মূল্য সবার কাছে অমূল্য। এর দাম নির্ভর করে দাতার ইচ্ছা-অনিচ্ছার উপর। আপনার কাছে কাড়িকাড়ি টাকা আছে কিন্তু দাতা ম্যানেজ করতে পারছেন না তাহলে আপনার চাহিত মানব অঙ্গটির দাম হবে এক কথায় অমূল্য।
কোথায় মানব অন্ডকোষ বিক্রি করা যায়?
এর সুনির্দিষ্ট কোন তথ্য আমাদের কাছে নেই। আর আপনি কেন আপনার এই অমূল্য অঙ্গটি বিক্রি করতে চাচ্ছেন! যেখানে বিশ্বব্যাপী কিডনি বিক্রি করা অনেক সহজ। বাংলাদেশে অন্ডকোষ বিক্রি বা প্রতিস্থাপনের খবর এখন পর্যন্ত কোন মিডিয়ায় পাওয়া যায়নি। আর বাংলাদেশে সে ধরণের বিশেষজ্ঞ ডাক্তার এবং যন্ত্রপাতি নেই।
আপনার অন্ডকোষের মূল্য পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশে এই কথাটি কিভাবে আসলো?
এই গুজবটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় ২০২১ সালের দিকে। এখানো অনেক ফেসবুকে কমিউনিটি গ্রুপ উক্ত পোস্টটি দিয়ে ব্যাপক ট্রুল বা ফান করে। পোস্ট মোটামুটি এই রকম "একজন ছেলে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার সম-মূল্যের দুটি বিচি (অন্ডকোষ) নিয়ে ঘুরে বেরায়। যাদের হাতে টাকা পঁয়সা নেই তারা এখন অন্ডকোষকে হালকা চাপ দিয়ে ভাবতে থাকুন আমি পঞ্চাশ হাজার ডলারের মালিক।"
এই পোস্ট দেয়ার কারণ?
২০২১ সালের দিকে বিশ্বব্যাপী কোভিট মহামারী ও অর্থনৈতিক দুরাবস্থা ছিলো। এই ধরণের ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়ে সাধারণত হাস্যরসের আড়ালে মানব দেহের গুরুত্ব এবং বেঁচে থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
তবে ইতিহাসে প্রথম মানবদেহে অন্ডকোষ প্রতিস্থাপন করা হয় ২০১৮ সালে। আফগানিস্তান যুদ্ধে আহত একজন সৈনিকের পুরুষাঙ্গ ও অন্তকোষ প্রতিস্থাপন করেন মেরিল্যান্ড রাজ্যের জন হপসকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল শল্য চিকিৎসক। এই অপারেশনটি করতে তাদের ১৪ ঘন্ট সময় লাগে।
চিত্রঃ ডা. এ্যান্ড্রু লী (বাঁ থেকে দ্বিতীয়) সহ জন হপসকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল শল্য চিকিৎসক।
চিকিৎসকরা একজন মৃত দাতার পুরুষাঙ্গ, 'মুষ্ক' বা অন্ডকোষের থলি এবং তলপেটের কিছুটা অংশ প্রতিস্থাপন করেন ওই মার্কিন সৈন্যের দেহে। ছবি ও তথ্য বিবিসি
আমি CHR কিনতে চাই টাকা নাই তাই অন্ডকোষ বেচতে চায়।
উত্তরমুছুনকেউ নিতে চাই যোগাযোগ করুন ধন্যবাদ
আমি দুটি বিচি বিক্রি করব বাংলাদেশ থেকে01300210924
মুছুনএকটা বিচি ৫০ লক্ষ টাকা হলে আমি বিক্রি করব আমার ফোন নামবার 01777059777
উত্তরমুছুনভাই ৫০০০০০ লাখ টাকা 💸 বিক্রি করবেন
মুছুনVi ami bicri korbo
উত্তরমুছুনএকজনে বিচি বিক্রি করবে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন এই নাম্বারে
উত্তরমুছুন01995064441
বিচি বিক্রি করব
মুছুন০১৮১৮১৩৭০৩২
আমিও কাদের এ দইটা বিক্রি করতে চাই01731734091
উত্তরমুছুনআমি কাদের এর ২ টা বিচি বিক্রি করতে চাই
উত্তরমুছুনভাই আমি বিচি বিক্রি করব
উত্তরমুছুন২৬
উত্তরমুছুনamei 2ta bikri korbo 01757216489
উত্তরমুছুনআমি বিচি বিক্রি করবো কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 01326518777
উত্তরমুছুন