বুধবার, ২ অক্টোবর, ২০১৯

বাস্তবায়নের পথে এ কে খান অর্থনৈতিক অঞ্চল। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে লক্ষাধিক মানুষের।

এ কে খান ইকোনমিক জোন

চিত্র:  এ কে খান অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের সাইট অফিস

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৮-০২-২০১৬ তারিখে উদ্বোধনকৃত এ কে খান এন্ড কোং লিঃ কর্তৃক নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে কম/বেশী ২০০ একর ব্যক্তি  মালিকানাধীন জমিতে এ কে খান অর্থনৈতিক অঞ্চল প্রকল্প (এ কে খান কন্টেইনার টার্মিনাল সহ) বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

বাড়ি/অফিস ভাড়ার চুক্তিপত্র- নমুনা।

বিস্মিল্লাহির রাহমানির রাহিম
বাড়ী ভাড়ার চুক্তিপত্র
লিখিতং (ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম যেমনঃ হলিচাইল্ড কলেজ/ মাওলানা মো: বদিউর রহমান) পিতা-হাফিজ উল্লাহ আদনান, সাং-বাড়ী # 10, রোড # ১9, সেক্টর # 15, উত্তরা, মডেল টাউন, পো: উত্তরা, থানা-উত্তরা পূর্ব, জেলা-ঢাকা-১২৩০।                                                  ................মালিক (১ম পক্ষ)


লিখিতং (ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম) -এর পক্ষে অধক্ষ জনাব মো: রিয়াজুল হক কবির, পিতা-মো: মোজাহারুল হক পোষ্ট মাস্টার, সাং- নারুলী, পো: বগুড়া সদর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমান ঠিাকানা সাং-বাড়ী # ৪কি, রোড # 10বি, সেক্টর #10, উত্তরা মডেল টাউন, পো: - উত্তরা, থানা-উত্তরা পশ্চিম, জেলা-ঢাকা-১২৩০
                                                                                                                      .............. ভাড়াটিয়া (২য় পক্

জেনে নিন বিদায় অনুষ্ঠান ভাষণের/শ্রদ্ধাঞ্জলির নমুণা



বিসমিল্লাহির রাহমানীর রাহীম
---------- (স্কুল এবং কলেজের নাম) - এর
----- সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে

শ্রদ্ধাঞ্জলি

হে বিদায়ী ভাই/বোনেরা,
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
 

প্রকৃতিতে এখন নব উন্মাদনা, নব সজ্জা কোকিলের সুমধুর সুর-মূর্ছনায় কার প্রাণ না শীতল হয়ে ওঠে? আকাশে শঙ্খচিলের অবিরাম উড়ে চলা- এক অপূর্ব দৃশ্য ! প্রকৃতি ভরে ওঠে অনির্বচনীয় কলহাস্যে মানুষ আর প্রকৃতির মাঝে

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

জেনে নিন কিভাবে লিখতে হয় বন্টননামা

বন্টননামা

অদ্য ----------- আমরা নিম্ন  স্বাক্ষরকারীদ্বয়, যথাক্রমে প্লটের মালিক এবং ডেভেলপার, চুক্তিনামার আলোকে বিল্ডিং নির্মাণের পর নিম্নমতে বন্টননামা স্বাক্ষর করিলাম এবং উক্তমতে বর্ণিত ফ্ল্যাট সমূহ হস্তান্তর/গ্রহণ করিলামঃ 

১। জমির বর্ণনাঃ রাজউক উত্তরা প্লট নং ১০, রোড নং ১৮বি, সেক্টর ১৩ (বার), উত্তরা, ঢাকা-১২৩০।
উত্তরে প্লট- ক
দক্ষিণে প্লট-খ
পূর্বে প্লট- গ
পশ্চিমে- ১৭ সি রাস্তা।

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya