পৃষ্ঠাসমূহ

বুধবার, ১১ মার্চ, ২০২০

দাঁত ব্যথার ঘরোয়া সমাধান।

বর্তমানে বাংলাদেশে দাঁত ব্যথার প্রকোপ বেশি। শীতকালে দাঁত ব্যাথা রোগির পরিমাণ বেড়ে যায়। দাঁত ব্যথা হলে প্রচন্ড যন্ত্রণা এবং মানুষিখ সমস্যা দেখা দেয়। দাঁত ব্যথার সাথে অনেকের দাঁত শিরশির করে, মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে। শীতকালে ঠান্ডা পানি মুখে লাগাতে পারেন না। দাঁতে সমস্যা শুরু হয় ক্ষয় রোগ থেকে। ক্ষয় রোগ হলে প্রথমত আমরা তেমন কোন পাত্তা দেই না।কিন্তু দাঁত ক্ষয় হতে হতে যখন পাল্প বা দন্তটিস্যু পর্যন্ত পৌঁছায় তখন বুঝা যায় যে এর মজা। শেষ পর্যন্ত দন্ত চিকিৎসকের কাছে গিয়ে নিজেকে সঁপে দেওয়া লাগে। এই সঁপে মানে হলে আর্থিক বিষয়টি।তবে ক্ষয় রোগ ছাড়াও দাঁত ব্যথা হতে পারে। সেক্ষেত্রে দাঁতে আঘাত, জীবানুর সংক্রমণ, মাড়ি দুর্বল ইত্যাদি অন্যতম। এবার আসুন দাঁত ব্যথার কিছু ঘরোয়া টিপ জেনে নেইঃ

 
লং বা লবঙ্গঃ লবঙ্গতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা চিবিয়ে খেলে দাঁতের যন্ত্রণা কমাতে সাহায্য করে।