রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

জেনে নিন চিঠির খাম বা ইনভেলাপ ডিজাইন করার পদ্ধতি- ইলাস্ট্রেটর পর্ব-১

আমরা চিঠিপত্র প্রেরণ, দাপ্তরিক কাজে, প্রয়োজনীয় ডকুমেন্ট/পার্সেল স্থানান্তরে এবং উপহার সামগ্রী পাঠাতে খাম বা ইনভেলপ ব্যবহার করি। যারা গ্রাফিক্স ডিজাইন টুকটাক জানেনা তাদের পক্ষে খুব সহজেই খাম ডিজাইন করা সহজ। আজকে আমি দেখাব কিভাবে এডোবি ইলাসট্ররাটরের মাধ্যমে খুব সহজেই খাম ডিজাইন করা করা যায়। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে।


প্রথমত এডোবি ইলাসট্ররাটর ওপেন করি। নতুন একটি পেইজ খুলি বা Ctrl+N চাপি। আমি এখানে এডোবি ইলাস্ট্রেটর সিএস নিয়েজি। আপনারা চাইলে অন্যান্য ভার্সণ ওপেন করতে পারেন।
তারপর টুল বক্স এ গিয়ে Rectangle Toll(M) এ গিয়ে একটি চারকোণা বক্স আঁকি বা সিলেক্ট করি (নিচের চিত্র দেখুন)। 

চিত্রঃ 01

চিত্র: 1.1
আপনার চাইলে আপনাদের পছন্দমত কালার দিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এখানে কালার ছাড়া এবং কালার দেয়া দুটি বক্স এর বডি সংযোজন করলাম। এখানে আমি বাংলাদেশে বহুল ব্যবহৃত  কালারটি ব্যবহার করেছি।

চিত্রঃ 1.2 (কালার সহ)

এখন এর নির্দিষ্ট সাইজ বা মাপ নেই। আমি এখানে 10×4.5 inc নিয়েছি (চিত্র: 1.1 এ দেখুন)। আপনারা চাইলে নিজেদের ইচ্ছামত ও প্রয়োজনীয় সাইজ নিতে পারেন।

এখন 4.5 ইঞ্চি মাপের একটি হ্যাডার (মাথা বা উপরের অংশ বা মুখ বন্ধকরণ) আঁকি (নিচের চিত্র  দেখুন।

চিত্রঃ 2

 অতঃপর 4.5 ইঞ্চ মাপের একটি ফুটার নেই ( নিচের অংশ) চিত্র দেখুন।

চিত্রঃ 3
এখন মূল বক্সের সমান মাঝ বরাবর একটি লক গাইডেস (lock Guides)রাখি। 
(এই অংশ না বুঝলে বাদ দেন। এটা ছাড়াও করতে পারবেন)

আরেকটি Rectangle Toll(M) এ গিয়ে দুটি বক্স আঁকি যার পরিমাপ হবে- 10inc×2.5inc(চিত্রে দেখুন)
চিত্রঃ 4

এখন মূল বক্সের উপর ছোট দুটি বক্স লক গাইডেস বরাবর স্থাপন করি (চিত্রে দেখুন) যাতে পরস্পর মিলে যায়। তারপর ইচ্ছেমত কালার করুন।
চিত্রঃ 5

 বাংলাদেশে খামে বা ইনভেলাপে ব্যবহৃত এবং বহুল পরিচিত কালারের মান নিচে দেখুন
চিত্রঃ6
এখন বিভিন্ন অংশ সংযোজন করুন। অথবা নিচের চিত্র অনুসরণ করুন।

চিত্রঃ 7, ডিজাইনকৃত খাম বা ইনভেলাপ 7

বিভিন্ন এঙ্গেলে দেখুন
এঙ্গেল-1
 এঙ্গেল-2 (ব্যাক সাইড)
কালারের ক্ষেত্রে আপনার রুচি এবং প্রয়োজন অনুযায়ী নিতে পারেন।
সাইজ বা মাপের ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী নিবেন।


আমি এখানে একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করেছি। ইহা যারা নতুন শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা এডোবি ইলাস্ট্রেটরে অভিজ্ঞ তারা বিভিন্ন ইউনিক পদ্ধতি ব্যবহার করে সুন্দর এবং মনোরম ডিজাইনের খাম ডিজাইন করতে পারেন। 

বুঝতে কোন ধরণের সমস্যা হলে মন্তব্য করুণ। ইন-শা-আল্লাহ যথাযথ উত্তর দেয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya