বুধবার, ২৯ জুন, ২০২২

অঙ্গীকারনামা লেখার নিয়ম

ব্যাংক লোন, সরকারী অফিস, সম্পত্তি হস্তান্তর, চুক্তিনামা, দলিল সম্পাদন, পারিবারিক দায়িত্ব বন্টন, সভা সমিতি, সংগঠনের পদ অলংকরণ, চলতি দায়িত্ব গ্রহন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ ইত্যাদি কাজে অঙ্গীকারনামা প্রদান করতে হয়। অঙ্গীকারনামকে শপথ এবং এক প্রকার চুক্তিও বলা যায়। লিখিত অঙ্গীকারনামা তিনশত টাকার দামের স্টাম্পে লিখতে হয়। নিম্বে অঙ্গীকারনামার একটি নমুনা ফরম্যাট দেয়া হলো।

 অঙ্গীকারনামা

(ইহা যাহার জন্য এবং যে ক্ষেত্রে প্রযোজ্য হউক তাহাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য)

আমি, কে এম সালামত উল্লাহ, পিতা-মরহুম হাকিম মোহাম্মদ , গ্রামঃ সৈয়দপুর, ডাকঘরঃ জাফরনগর, থানাঃ সীতাকুন্ড, জিলাঃ চট্টগ্রাম, অদ্য (১৮/৬/২০২২) এই মর্মে নিঃশর্তে অঙ্গীকারনামা প্রদান করিতেছি যে, আমার ০৫ (পাঁচ) কাঠা জায়গা, যার মৌজা- আগ্রাবাদ, থানা-জাফরাবাদ, জিলা-চট্টগ্রাম সমেত তথায় নির্মিত অবস্থিত দ্বি-তল বাড়িটি ১৬/০৬/২০০5ইং তারিখে সদর সাব রেজিষ্টার চট্টগ্রাম অফিসে রেজিষ্ট্রি করত: চট্টগ্রাম জেলার চন্দনাইস থানাস্থ ডাকঘর গ্রাম- সাতবাড়িয়া এর প্রকৌশলী কাবিল হোসেন, পিতা- আবুল মনসুর মোহাম্মদ হোসাইন এর বরাবরে নির্দ্দায় সাফ কবলামূলে বিক্রয় হস্তান্তর করি এবং তৎমূলে প্রকৌশলী কাবিল হোসেন উক্ত বাড়ির নিরঙ্কুশ মালিক ভোগ দকলদার হন

তৎপ্রেক্ষিতে প্রকৌশলী কাবিল হোসেন উক্ত বাড়ী সম্পত্তির নিরঙ্কুশ মালিক ভোগ দখলদার হইয়া তাহার নামে সরকারী ভূমি অফিসে নামজারী করেন এবং উক্ত মতে নিয়মিত খাজনাদি পরিশোধ করিতেছেন বর্তমানে জনাব প্রকৌশলী কাবিল হোসেন উক্ত বাসাতে আপনাদের (অর্থাৎ চট্টগ্রাম ওয়াসা, দামপাড়া, চট্টগ্রাম, মিটার নং: ১০০৩০০.....)  প্রদত্ত পানির সংযোগটি (গ্রাহক সংকেত নং:  একাউন্ট নং ২৬১.... এর সংযোগ) আমার নামের পরিবর্তে তাঁহার নিজের নামে পরিবর্তন/সংশোধন/নিয়মিত করিতে ইচ্ছুক বিধায় তাহা করিতে আপনাদের বরাবরে এতদ্বারা আমার অনাপত্তি সম্মতি প্রদান করিলাম; এবং তাহা করিবার জন্য আপনাদের অধিকার প্রদান করিলাম এই মর্মে আরো নিঃশর্তে অঙ্গীকারনামা প্রদান করিতেছি যে, ইহাতে আমার কোন দাবী বা শর্ত বা স্বত্ব বা স্বার্থ রইল না

 

অতএব, উক্ত বাড়ীস্থ আমার গ্রাহক নামটি পরিবর্তন করে তাহার নামে জারি করিয়া বিষয়টি (সংযোগটি) নিয়মিত করিতে আজ্ঞা হোক এবং উক্ত বাড়ীর কবলা গ্রহীতা হিসাবে ইহার (সংযোগের) সকল দায়-দায়িত্ব তাহার উপর পূর্ণ অর্পন করা হোক

 

অঙ্গীকারদাতা

স্বাক্ষরঃ------------------------------

নামঃ কে এম সালামত উল্লাহ

পিতাঃ মরহুম হাকিম মোহাম্মদ ইসহাক,

গ্রামঃ সৈয়দপুর, ডাকঘরঃ জাফরনগর

থানাঃ সীতাকুন্ড, জিলাঃ চট্টগ্রাম


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited