বুধবার, ২৪ আগস্ট, ২০২২

সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি গার্ডদের (কর্মকর্তা, প্রধান ফটক, ফ্যাক্টরি) দায়িত্ব ও কর্তৃব্য।

(ক) নিরাপত্তা কর্মকর্তা: নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব ও দায়িত্ব নিচে সংযোজন করা হয়েছে:

১। নিরাপত্তারক্ষীদের দায়িত্ব বণ্টন করা, তাদের দায়িত্ব তত্ত্বাবধান করা এবং তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অনুশীলন করা।

২। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সংগঠনের ব্যবস্থাপনার সাথে সমন্বয় করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা।

৩। সীমানায় নির্ধারিত সম্পত্তি যেমন, বাড়ি, বিল্ডিং, অস্থায়ী বা স্থায়ী অবকাঠমো, প্রতিষ্ঠান এবং জমিকে দখলদারিত্ব থেকে রক্ষা করা এবং বিরোধীপক্ষ বা যেকোন  কোনো ধরণের দখলের প্রচেষ্টার ক্ষেত্রে দখল বিরোধী অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং উচ্চ কর্তৃপক্ষকে রিপোর্ট করে।

৪। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সীমানা প্রতিটি ইঞ্জি নিরাপদ রাখা, এবং নিশ্চিত করা যে সমস্ত সংস্থার সম্পদগুলি সুশৃঙ্খল এবং অক্ষত রাখা হয়েছে৷

৫।  নিশ্চিত করা যে "সংগঠন" সংস্থার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দ্বিতীয় কোন পক্ষ যাতে সংস্থার তৈরি কোনো নির্মাণ ভেঙে ফেলা/পুনঃগঠন/সংস্কার করতে না পারে।

৬। নিয়ম পরিপন্থী কোন ঘটনা দেখলে দেরি না করে যেকোনো অস্বাভাবিক/অস্বাভাবিক কার্যকলাপের জন্য সিনিয়র সিকিউরিটি অফিসার/ডেপুটি হেড অফ সিকিউরিটি/ হেড অফ সিকিউরিটিকে রিপোর্ট করুন।

৭। নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের জন্য উর্ধ্বতন কমকর্তাদের সাথে লিয়াজো রক্ষা করা।

৮। নিরাপত্তারক্ষীদের দায়িত্ব ও কর্তৃব্য সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা তদারকি করা।

৯। নিরাপত্তা বিষয়ক প্রতিদিনের রিপোর্ট আপডেট করা।

১০। নিরাপত্তারক্ষীদের ব্যক্তিগত নথি সংরক্ষণ করা।

১১। নিরাপত্তারক্ষীদের হাজিরা বহি নিশ্চিত করা।

(খ) প্রধান ফটকের নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব ও কর্তৃব্য:

১।  দায়িত্ব পালনরত অবস্থায় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পোষাক পরধান করা, আইডি কার্ড সাথে রাখ এবং প্রয়োজনীয় গ্যাজেট বহন করা।

২। শারীরিক উপস্থিতি দ্বারা প্রধান ফটকে চলাচলরত মানুষ এবং যেকোন যান বাহন নিয়ন্ত্রন করা এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করা।

৩। "ভিজিটর বুক" বজায় রাখুন এবং ভিজিটর বইতে প্রতিষ্ঠানের কর্মচারী ব্যতীত দর্শক বা অতিথিদের বিবরণ লিখে রাখা। এতে ইন/আউট সময়, পরিদর্শনের উদ্দেশ্য, পরিদর্শনকারী ব্যক্তি, সেল নম্বর ইত্যাদি থাকতে হবে।

৪। সংস্থার রক্ষীদের সাথে সমন্বয় করে তাদের ইলেকট্রনিক ফিঙ্গার প্রিন্ট গ্যাজেটে সমস্ত সংস্থার কর্মীদের অ্যাক্সেস (ইন এবং আউট) নিশ্চিত করা৷

৫। 'দায়িত্ব পালনকারী সময়ে সর্বদা চারপাশ পর্যবেক্ষণ করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা।

৬। ব্যক্তি বা সংস্থার সমস্ত সম্পদ রক্ষা করা।

৭। কোনো অস্বাভাবিক কার্যকলাপ/অসঙ্গতির জন্য নিরাপত্তা অফিসারকে রিপোর্ট করা।

৮। জরুরী টেলিফোন নিরাপত্তা পোষ্টে রাখা নিশ্চিত করা।

৯। পাহারাকালীন সময়ে কাউকে সন্দেহ হলে বা অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হলে তাকে অনুসরণ করা প্রয়োজনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া।

১০। তালাচাবি নিয়ন্ত্রণ করা এবং চাবি রেজিস্টার বই নিয়মিত অনুশীলন করা।

১১। চিঠি/মেইল, পার্শ্বেল গ্রহণে সহযোগিতা করা। মেইল পার্শ্বেল রেজিস্টার পরিচালনা করা, প্রয়োজনে প্রাপকে সাথে সাথে বুঝয়ে দেয়া।

১২। শিফটিং বা রোস্টার ডিউটি থাকলে তার পালন করা এবং রেজিস্টারে লিপিবদ্ধ করা।

(গ) ফ্যাক্টরির জন্য সিকিউরিটি গার্ডদের দায়িত্ব:

১। ফ্যাক্টরির পিছনের দিকটি তদারকি ও পর্যবেক্ষণ করা এবং যেকোন কোন সন্দেহযুক্ত ও বেআইনি অনুপ্রবেশ রোধ করা।

২। জমি দখলের যে কোনো প্রচেষ্টা রোধ করা। যদি এ ধরণের কোন ঘটনা ঘটে থাকে তাহলে হস্তক্ষেপ করুন এবং সিকিউরিটি অফিসার/হেড অব সিকিউরিটি অফিসার কে বিলম্ব না করে রিপোর্ট করা।

৩। নিশ্চিত করুন যে সংস্থার কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সংস্থার অবকাঠামো পরিবর্তন/পরিবর্তন /স্থান থেকে সরানো হয় না।

৪। যেকোনো ধরনের চুরি প্রতিরোধ/চেক করf।

৫। কারখানার সীমানা প্রাচীর সব সময় চারদিকে নিরাপত্তা রক্ষা করা।

৬। কারখানা খোলা ও বন্ধের সময় দরজার, জানালা, গেইট ভালোভাবে চেক করা। নিরাপত্তা চাবি সংরক্ষণ করা। ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে পাসওয়ার্ড নিরাপদ রাখা।

৭। কারখানায় প্রবেশের সময় সকল কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড আছে কিনা তা চেক করা। আইডি কার্ড ব্যতীত কাউকে প্রবেশ করতে না দেয়া।

৮। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোন কর্মকান্ড নজরে আসলে তা সঙ্গে সঙ্গে প্রতিরোধ করা প্রয়োজনে উধ্র্বতন কর্মকর্তাকে অবহিত করা ।

৯। প্রশাসনিক অফিসারের নির্দেশনা অনুসরণ করা এবং তার সাথে সব সময় যোগাযোগ রক্ষা করা।

১০। ডিউটি চলাকালীন সময়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ যাতে বাহিরে যেতে না পারে তা নিশ্চিত করা।

১১। গেটপাস বই ব্যবহারের অনুশীলন করা। যেকোন ধরণের সম্পদ  বা মালামাল গেট পাস ব্যতীত  বাহিরে যেতে না পারে তা নিশ্চিত করা।

১২। ফ্যাক্টরীর অভ্যন্তরীণ সম্পদের নিরাপত্তা রক্ষা করা।

১৩। নিরাপত্তা রক্ষায় ডিজিটাল ডিভাইসের ব্যবহার নিশ্চিত করা। লেজার, ডিটেনেটর, স্ক্যানার  ব্যবহার নিশ্চিত করা।  

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited