সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পাত্রী দেখার সময় কি কি প্রশ্ন করা উচিত আর কি কি প্রশ্ন করা অনুচিত।

পাত্রী দেখার সময় কি প্রশ্ন করা উচিৎঃ বাঙ্গালি মসুলিম সমাজ ও  সনাতন হিন্দু সমাজে পাত্রী দেখতে গেলে অভিভাবক ও পাত্রের বন্ধু বান্ধবরা পাত্রীকে অনেক সময় নানা ধরণের প্রশ্ন করেন


এই প্রশ্নগুলো প্রথম পর্যায়ে ধর্মীয় জ্ঞান সম্পর্কে কর হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক রীতিনীতি, সাংস্কৃতিক কর্মকান্ড এবং কৃষ্টিকালচার এবং ব্যক্তগত বিষয়ে করা হয়ে থাকে। প্রশ্ন যারা করবেন তাদের ভিতর যথেষ্ট সৃষ্টিশীলতা থাকতে হবে এবং প্রশ্ন করার সময় ব্যক্তি মর্যাদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আদাব কেতাব রক্ষা করা উচিত। পাত্রী দেখতে গেলে পাত্রপক্ষ কর্তৃক যে সব প্রশ্ন করা উচিত তা নিম্নে হলো-

প্রথম পর্যায়ঃ নাম, পিতার নাম, মাতার নাম, পরিবারের অন্যান্য ব্যক্তিরা কে কি করেন এবং নানা- নানী, মামাদের সম্পর্কে প্রশ্ন করা যায়।

দ্বিতীয় পর্যায়ঃ কুরআন পড়তে পাড় কিনা (মুসলিম). গীতা পড়তে পারো কিনা (হিন্দু). পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া হয় কিনা, নামাজ কয় রাকাত, আয়াতুল কুরসি পাঠ করতে জানো কিনা। সূরা ফাতিহা পাঠ করার জন্য বলা যেতে পারল। তাছাড়া আত্তাহিয়্যাতু কখন পাঠ করতে হয় এই ধরণের প্রশ্নও করা যায়।

তৃতীয় পর্যায়ঃ কোন ক্লাস পর্যন্ত লেখা পড়া করেছেন, বর্তমানে কোন স্কুল, কলেজ বা ভার্সিটিতে পড়ছেন। কোন বিষয়ে পড়ছেন? পড়া লেখা করে কি হতে চান? ভবিষ্যৎ চিন্তা কি? বিয়ের পর পড়া লেখা চালিয়ে যাবেন কিনা, চাকুরী করার ইচ্ছা আছে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে পারেন। আপনি যেই ধরণের প্রশ্ন করবেন তা হতে হবে প্রাসঙ্গিক, এবং উক্ত প্রশ্নদ্বারা পাত্রী সম্পর্কে আপনার একটি ধারণা জম্নে। অহেতুক হয়রানি কিংবা পান্ডিত্য দেখানোর জন্য প্রশ্ন করা যাবেনা। এমনভাবে প্রশ্ন করা যাবে না যাতে পাত্রী মনে করেন তিনি রিমান্ডে আছেন। পাত্রীকে ফ্রেন্ডলি প্রশ্ন করুণ এবং তাকে বুঝান সঠিক উত্তর দিতে না পারলে কোন সমস্যা নেই। তাছাড়া একটি মানুষ সব প্রশ্নের উত্তর পারবে এমন কোন কথাও নেই। পাত্রীকে অভয় দিন। এতে পাত্রী খোলাখুলিভাবে অনেক কিছু বলতে পারবেন।

পাত্রী দেখার সময় যে প্রশ্ন করা অনুচিতঃ পাত্রী দেখতে গিয়ে নিম্নের প্রশ্নগুলো কখনো করা উচিত হবেনা। কেননা এই ধরণের প্রশ্ন অনেক সময় ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে চরম হীনমান্যতার পরিচয় বহন করে। প্রশ্নের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং আপনার ব্যক্তিগত ও পারিবারিক শিক্ষা সম্পর্কে ধারণা জন্ম দিবে। তাই পাত্রী দেখতে গিয়ে নিম্নের প্রশ্ন করা থেকে বিরত থাকুন-

 ১। বয়ফ্রেন্ড কয়টা আছে?

২। তুমি কি ইডেন কলেজের ছাত্রী?

৩। তুমি কি তোমার শ্বশুড় শ্বাশুড়িকে মা হিসেবে মেনে নিতে পারবে?

৪। আপনি কি রান্না করতে পারেন? কিকি রান্না করতে জানেন?

৫। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেয়া যাবে?

৬। স্বামীর ইনকামে পুষাবে?

৭। আগে কোন ছেলে কান্টি লক খুলেছে? 

৮। এক্স কয়টা ছিলো, বর্তমান কন্ডিশন কি?

৯। স্বামীকে কি বাবু বলে ডাকবে?

১০। তোমার কি লাইকি, টিকটক আইডি আছে?

১১। ভবিষ্যৎ বলতে কি বুঝ?

১২। পাত্রের বংশ, পরিবার ও পেশা সম্পর্কে কোন ধারণা আছে?

১৩। জনি সিং নামে কাউকে চিনো ?

১৪। তুমি পলিটিক্যাল কোন দল সার্পোট কর?

১৫। তোমার কি আগে বিয়ে হয়েছে?

১৬। বিয়ের পর নামাজ, পর্দা করবে?

১৭। এই বিয়েতে তোমার মত আছে?

১৮। তুমি কি বিয়ের পর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখবে?

১৯। তোমার কি কি শখ ?

২০। জগড়া করার অভ্যাস আছে ?

২১। হুটহাট বাসা থেকে বের হয়ে যাওয়ার অভ্যাস আছে?

২২। তুমি কি বিয়ের পরেও কথিত ভাইদের সাথে সম্পর্ক রাখবে?

২৩। প্রথম প্রেমের অভিজ্ঞতা কেমন ছিলা?

২৪। তুমি কি বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছ?

২৫। পরিবারের কর্তা কে, মা নাকি বাবা?

২৬। দেশে নারী নির্যাতন আইন সম্পর্কে ধারণা আছে ?

২৭। জাস্ট ফ্রেন্ড নামে কেউ ছিলো?

২৮। কেমন ছেলে পছন্দ?

২৯। ভার্জিন ছেলে বলতে কি বুঝ?

৩০। লিটনের ফ্ল্যাট সম্পর্কে কি জানো?

৩১। আগেরটা আছে নাকি গেছে?

৩২। বিয়ের কয় বছর পর সন্তান নিতে চাও?

৩৩। বাচ্ছা কাচ্ছা পছন্দ কিনা?

৩৪। তুকি কি এখনো ভার্জিন?

৩৫। তুমি কি বিটিএস ভক্ত?


পাত্রপক্ষের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রশ্ন করতে গিয়ে যেন পাত্রীর পরিবার ও নিজেকে ছোট করা না হয়। আর উপরে উল্লেখিত প্রশ্নগুলো যেন ভুলেও না করা হয়। এতে ব্যক্তিগতভাবে অপমানিত হতে হবে এবং বড় ধরণের সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। তাই এই ধরণের অবান্তর প্রশ্ন করা থেকে বিরত থাকুন। 


এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন

৩টি মন্তব্য:

  1. আরেকটি কথা বলার দরকার মেয়ে যেমনি হোক মোটা শুকনা অসুন্দর সুন্দর কালো সাদা ইত্যাদি... আপনাদের মেয়ে পছন্দ হয় নাই বাসায় এসে বলবেন যে পছন্দ হয় নাই অপমান না করে সবাইকে সৃষ্টিকর্তা বানিয়েছে...

    উত্তরমুছুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited