বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ফায়ার এক্সটিংগুইশার পুনঃভর্তি বা পরিবর্তনের নিয়মাবলি- সত্যের ছায়া

ফায়ার এক্সটিংগুইশার একটি নির্দিষ্ট সময় পরপর পরিবর্তণ করতে হয়। তাছাড়া সিলিন্ডারে মরিচা, নজল ও হোজ পাইপে ত্রুটি এবং কার্টিজের ওজন ১০%  এর অধিক কমে গেলে নিয়ম অনুসারে ফায়ার এক্সটিংগুইশার পুনঃভতি বা পরিবর্তন করতে হয়। নিম্নে ফায়ার এক্সটিংগুইশার পুনঃভর্তি/পরিবর্তনের নিয়মাবলি ”অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন বিধিমালা-২০১৪” (পাশকৃত) এবং ২০২০ (প্রস্তাবিত) ত্রয়োদশ তফসিলের আলোকে আলোচনা করা হলেঃ 
১।  ড্রাই কেমিক্যাল পাউডার (ডিসিপি) ফায়ার ফায়ার এক্সটিংগুইশার প্রতি বছর অথবা স্বীকৃত ম্যানুফ্যাকচার কোম্পানির নির্দেশনা মতো পুনঃভর্তি করিতে হইবে। তবে প্রতি ০৩ (তিন) মাসে একবার পরীক্ষা করিয়া নিম্বন র্ণিত ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনঃভর্তি/পরিবর্তন করিতে হইবে;

(ক) সিলিন্ডারে মরিচা বা অন্য কোন ত্রুটি দেখা দিলে;

(খ) গ্যাস কার্টিজ টাইপ ফায়ার এক্সটিংগুইশারে কার্টিজের ওজন ১০%- এর অধিক কমিয়া গেলে; (এটি নিশ্চিত করিতে প্রথম স্থাপনের সময় সিলিন্ডারের ওজন রেজিষ্টারে লিখিয়া রাখিতে হইবে।)

(গ) স্টোরড প্রেশার টাইপে প্রেশারাইজড গ্যাস বের হয়ে গেলে অথবা মনোমিটারে ত্রুটি দেখা দিলে বা মনোমিটারের কাঁটা সবুজ সংকেট না থাকিলে;

(ঘ) নজল ও হোজ পাইপে ত্রুটি দেখা দিলে;

(ঙ) সিলিন্ডারের ভিতরে পাউডার জমাট বাঁধিয়া গেলে।

২। সিওটু ফায়াার এক্সটিংগুইশার প্রতি ৩ (তিন) বছর অন্তর অথবা স্বীকৃত ম্যানুফ্যাকচার কোম্পানির নির্দেশনা মতো পুনঃভতি করিতে হইবে। তবে ত্রৈমাসিক ভিত্তিতে অন্তত একবার পরীক্ষা করিয়া নিম্ন বর্ণিত ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনঃভর্তি/পরিবর্তন করিতে হইবে:

(ক) সিলিন্ডারের ওজন মোট ওজনের ১০%- এর অধিক কমিয়া গেলে; (এটি নিশ্চিত করিতে প্রথম স্থাপনের সময় সিলিন্ডারের ওজন রেজিষ্টারে লিখিয়া রাখিতে হইবে।)

(খ) হর্ন ও হোজ পাইপে ত্রুটি দেখা দিলে।

৩। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার প্রত বছর পুনঃভর্তি/পরিবর্তন করিতে হইবে। তবে প্রতি মাসে অন্তত একবার পরীক্ষা করিয়া নিম্নে বর্ণিত ত্রুটি-বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনঃভর্তি/পরিবর্তন করিতে হইবে;-

(ক) সিলিন্ডারে মরিচা পড়িলে বা অন্য কোন ত্রুটি দেখা দিলে;
(খ) গ্যাস কার্টিজ টাইপ ফায়ার এক্সটিংগুইশারে কার্টিজের ওজন ১০% এর বেশি কমিয়া গেলে;
(গ) স্টোরড প্রেশার টাইপে প্রেশারাইজড গ্যাস বাহির হইয়া গেলে অথবা মনোমিটার ত্রুটি দেখা দিলে অথবা মনোমিটারের কাঁটা সবুজ সংকেতের বামে অবস্থান করিলে;

৪। ফায়াার এক্সটিংগুইশার  বোতলের মেয়াদ উত্তীর্ণ হলে।
৫। এক্সটিংগুইশার উৎপাদনে কোম্পানীর প্রডাকশন ফলস পরিলক্ষিত হলে।

***
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited