মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

জেনে নিন সিঙ্গাপুর ভিসার জন্য যে সাইজের ছবির প্রয়োজন

বর্তমানে বিশ্বের মধ্যে সিঙ্গাপুর একটি আলোচিত দেশ এদেশে অনেকে আসে ব্যবসা-বাণিজ্যের জন্য কেউ আসে সামাজিক দায়িত্ববোধ পালন করতে অথবা কেউ ভ্রমণে তবে,

আমরা সিঙ্গাপুরের ভিসা ফরম পূরণ করতে গিয়ে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হই। এর অন্যতম কারণ হলো সংশ্লিষ্ট দেশের এ্যাম্বাসি কর্তৃক ছবি বা ফটোর জন্য যে সাইজ বা নিয়ম নীতি প্রদান করেন তা না জানা। আজকে আমরা সিঙ্গাপুর ভিসা ফরমে যে ছবি আপলোড/সংযোজন করা হয় তার মাপ/সাইজ সম্পর্কে জানবঃ

চিত্রঃ নমুনা ফটো


সিঙ্গাপুরের ভিসা ফরমের সাইজ:
উচ্চতা = 45.0 মিলিমিটার
প্রস্থ = 35.0 মিলি মিটার
মুখ মন্ডল থেকে মাথা পর্যন্ত 30-35 মিলিমিটার হবে
ছবির মোট অংশের মধ্যে 40 শতাংশের মত মুখবয় 

1.     ছবি অবশ্যই ভালো মানের ক্যামেরা দিয়ে তুলতে হবে। যাতে পরিস্কার বা ঝকঝকে দেখা যায়। 
2.     প্রিন্টের ক্ষেত্রে  ল্যাব প্রিন্ট করা সবচেয়ে ভালো। থাকবে
3.     চোখে সানগ্লাস, মুখে মাস্ক, মাথায় স্কাপ কিংবা টুপি না দেয়া উচিৎ। ধর্মপ্রাণ মানুষদের বিশেষ শর্তে যদিও অনুমতি দেয়া হয়।তথাপি না দেয়াই উত্তম। পারলে মুখ মন্ডল যাতে ভালোভাবে দেখা যায় সেদিক খেয়াল রাখতে হবে। সাধারণ ক্ষেত্রে সামরিক তথা- বিমান বাহিনী, নৌ বাহিনী কিংবা সেনা বাহিনীর পোষাক পরা ছবি গৃহীত হয়না
4.     যেহেতু ভিসা আলাদা আলাদাভাবে ইস্যু করা হয় সেহেতু ছবি আলাদা আলাদা হওয়া বাঞ্চনীয়।অর্থাৎ একক ছবি হতে হবে। কোন প্রকার গ্রুপ ছবি বাঞ্চনীয় নয়
5.     ছবিগুলো অবশ্যই ম্যাট পেপারে হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা থাকা বাঞ্চনীয়। তবে হালকা কোন রঙ্গের ছায়া না থাকাই ভালো। কোন ধরণের এডিটিং বা গ্রাফিক্স করা যাবেনা
6.     কোন রকম বর্ডার থাকতে পারবেনা অর্থাৎ ছবি হবে বর্ডারলেস হবে
7.     ছবি অবশ্যই সাম্প্রাতিক কালের হতে হবে। তিন মাসের মধ্যে হওয়া বাঞ্চনীয়
8.     ছবি সঠিক পিক্সেলের হতে হবে। এক্ষেত্রে 300 পিক্সেল ব্যবহার করা আবশ্যক

* সিঙ্গাপুর ভিসার ছবির সাইজ
*সিঙ্গাপুর ভিসার ফটোর সাইজ
*সিঙ্গাপুর ভিসা ফর্মের ছবির মাপ 



কোন প্রশ্ন থাকলে  মন্তব্য ঘরে মন্তব্য করুন। যথাযথ উত্তর দেয়া হবে


1 টি মন্তব্য:

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE