ঈদের ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকে বাড়ি ধরার মিছিলে যোগ দিয়েছেন পরিবারের সাথে গ্রামে ঈদ করবেন বলে। আপনার ঈদ জার্নি ভালো হউক এই প্রত্যাশা করি। তবে ছুটিতে যাওয়ার আগে কিছু কাজ অবশ্যই করবেন, এতে আপনার ঈদের ছুটি ভালোভাবে কাটবে।
কোরবানির ঈদ মানেই পরিবারের সাথে গ্রামে ঈদ করতে যাওয়া। ভ্রমণের দিন তাড়াহুড়ো না করে আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে রাখুন। পারলে আগে থেকেই একটি লিষ্ট করুন কি কি বাড়িতে নিতে হবে এবং বাড়ি যাওয়ার আগে বাসায় কি কি কাজ করতে হবে।
আপনার ব্যাগকে স্বাস্থ্যবান করে তুলতে- সাবান, শ্যাম্পু-কন্ডিশনার, পারফিউম, ব্রাশ, পেষ্ট ইত্যাদি ব্যাগে রাখতে পারেন। পুরুষ হলে ফোম (শেভিং ক্রিম) ও লেজর নিতে ভুলবেন না। মেয়ে হলে স্যানিটারি প্যাড, দরকারী প্রসাধনী সঙ্গে নিবেন।
নাড়ীর টানে যেহেতু গ্রামে যাচ্ছেন ঈদ করতে, তাই মোবাইল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, সম্ভব হলে ল্যাপটপ সাথে নিতে পারেন। যাত্রার দিনে আপনার রুটের সামগ্রিক খবরা খবর নিতে ভুলবেন না। দীর্ঘ যাত্রা হলে সাথে শুকনা খাবার রাখতে পারেন। বাহিরের খাবার থেকে নিজেকে যত সম্ভব দূরে রাখুন। এতে আপনার ঝামেলা কম হবে।
বাড়িতে যাওয়ার সময় আপনার ও পরিবারের স্বাস্থ্যগত অবস্থা খেয়াল রাখুন। নিয়মিত ঔষুধ সেবন করলে তা যথেষ্ট পরিমান আগে থেকে কিনে আনুন এবং সুন্দর করে ব্যাগে ভরে রাখুন। অসুস্থ্য অবস্থায় ভ্রমণ করবেন না।
বাসার চাবি, গেটের চাবি মনে করে ব্যাগে রাখুন, যাতে হাত দিলেই সহজে খুঁজে পান। আপনার পরিবারে ছোট শিশু থাকলে তার প্রয়োজনীয় খাদ্য, ফিডার, ফুড সাপ্লিম্যান্ট, ঘুমানোর বালিশ ইত্যাদি ব্যাগে ভরুন।
পরিবারের সদস্যের জন্য বিশেষ করে গ্রামের বাড়ির কারো জন্য কেনাকাটা করে থাকলে তা মনে করে আগেই ব্যাগে রাখুন। যদি ঢাকাতে ঈদের পোষাক ফেলে যান তাহলে আপনার আফশোসের সীমা থাকবেনা।
মোশন সিকনেস’ এর সমস্যা থাকলে বমির ঔষধ সাথে নিতে ভুলবেন না। তাছাড়া স্যালাইন, নাপা ট্যাবলেট, নরমাল ব্যাথার ট্যাবলেট, গজ তোলা ও স্যাভলন নিতে পারেন। চেষ্টা করবেন জানালার কাছে বসতে।
প্রয়োজনীয় টাকা পয়সা, গয়না, মূল্যবান কাগজপত্র সাথে ও সাবধানে রাখুন। অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাবেন না। প্রয়োজন ছাড়া অপরিচিত কারো সাথে কথা বলতে যাবেন না।
বাস, লঞ্চ, ট্রেন এবং বিমানের টিকিট অগ্রিম কিনে থাকলে তা হাতের নাগালে রাখুন। সম্ভব হলে আগে থেকেই ব্যাগে ভরুন। টিকিট ফেলে গেলে অনেক যন্ত্রণা পোহাতে হতে পারে।
পরিবহনে ওঠার আগে পরিবহনের নাম, নাম্বার, ছাড়ার সময় ইত্যাদি কাছের মানুষদের কে জানিয়ে রাখুন। এতে যাত্রাকালীন কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তাদের পক্ষে আপনাকে ট্রাকিং করা সহজ হবে।
পরিশেষে, আপনার যাত্রা শুভ হউক।
ঈদ মোবারক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন