বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ফায়ার এক্সটিংগুইশার স্থাপনের নিয়মাবলি- সত্যের ছায়া

ইমারত, কলকারখানা, ফ্যাক্টরী, শিল্প এলাকা, বাণিজ্যিক ভবন এবং গুদামঘর, টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, বিশেষ  নিরাপত্তা রক্ষিত এলাকা, ক্যান্টনমেন্ট ইত্যাদি স্থানে দুর্ঘটনা জনিত অগ্নি

নির্বাপনের জন্য ফায়ার এক্সাটিংগুইশার স্থাপন করা প্রয়োজন হয়। অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন বিধিমালা-২০১৪ তে ফায়ার এক্সাটিংগুইশার স্থাপনের উপর জোর বা বাধ্যবাধকতা বিধান রয়েছে। তাছাড়া অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন বিধিমালা-২০২০ (প্রস্তাবিত) ত্রয়োদশ তফসিলে এ ব্যাপারে বিস্তারিত বিধানবলী উল্লেখ করা হয়েছে। নিম্নে ফায়ার এক্সটিংগুইশার স্থাপনের নিয়মাবলি উল্লেখ করা হলঃ


১। ফায়ার এক্সাটিংগুইশার দৃশ্যমান স্থানে স্থাপন করিতে হইবে;
২। ফায়ার এক্সটিংগুইশার তাৎক্ষণিক ব্যবহারের জন্য সকল অংশ হইতে প্রবেশযোগ্য স্থানে স্থাপন করিতে হইবে;
৩। ফায়ার এক্সটিংগুইশার প্রত্যেক ফ্লোরের এক্সিট অথবা স্টেয়ার ল্যান্ডিং-এর নিকটবর্তী স্থানে স্থাপন করিতে হইবে;
৪। ওয়ালমাউন্টেড ফায়ার ফায়ার এক্সটিংগুইশার সমূহ সাপোটিং ওয়াল বা কাঠের/ধাতব/প্লাস্টিকের তৈরি কেবিনেটে এমনভাবে স্থঅপন করিতে হইবে যেন ফায়ার ফায়ার এক্সটিংগুইশারের তলদেশ গ্রাউন্ড লেভেল হইতে ন্যূনতম ১০০০ মি.মি.- উর উপরে হয়;
৫। প্রত্যেক ফ্লোরের একই স্থানে ফায়ার ফায়ার এক্সটিংগুইশার স্থঅপন করাকে প্রাধিকার দিতে হইবে;
৬। ভবনের অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা যেমন রান্নাঘর, গুদাম, বৈদ্যুতিক বিভাজন পয়েন্ট, দাহ্যবস্তুু সংরক্ষিত এলাকা ইত্যাদি স্থানে ফায়ার ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করিতে হইবে;
৭। ফায়ার এক্সটিংগুইশার সংরক্ষিত এলাকা সকলের কাছে দৃশ্যমান করিবার জন্য এর পেছনের দেয়াল বা সারফেসে লাল-হলুদ রঙের জেব্রা ক্রসিং চিহ্নিত করিতে হইবে;
৮। ফায়ার এক্সটিংগুইশার সংরক্ষিত এলাকা দৃষ্টির আড়াল হয়ে যায় বা গমনাগমনে বাধা তৈরি হয় এমনভাবে কোনো মালামাল মজুদ করা যাইবে না বা কর্মএলাকা নির্ধারণ করা যাইবে না;
৯। ফায়ার এক্সটিংগুইশার স্থাপনের জন্য বর্ণি নিয়মগুলি অগ্নিনিরাপত্তার লক্ষ্যে স্থাপিত সকল সাজসরঞ্জাম স্থাপনের ক্ষেত্রেও  (যেখানে প্রযোজ্য) অনুসরণ করিতে হইবে;

এ বিভাগে আরো পড়তে পারেন ফায়ার এক্সটিংগুইশার পুনঃভর্তি বা পরিবর্তনের নিয়মাবলি

***
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya