শনিবার, ২৫ জুন, ২০২২
How to check my own mobile number
Please check your own mobile nuber below this process:
Grameenphone: *111*8*2# or *2#
Banglalink: *511#
Robi: *140*2*4#
Airtel:*121*6*3#
শুক্রবার, ২৪ জুন, ২০২২
পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরগামী গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জ রুটে বাস সার্ভিসের খবর।
২৬ শে জুন, ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুর রুটে বিআরটিসি বাস চলাচল করবে। বাস সার্ভিস আপাতত দুটি লাইনে সার্ভিস দিবে ।
বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
মিলন মেলা বা মৈত্রী মেলা কাকে বলে, মিলন মেলা অনুষ্ঠান পরিচালনা সূচি
মিলন মেলা বা মৈত্রী মেলা হলো এমন একটি অনুষ্ঠান যেখানে ব্যাচমেন্ট বা র্কোসমন্টে অথবা ক্লাসমেন্ট নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে একই সাথে মিলিত হয়ে একে অপরের সাথে কুশলাদি বিণিময় করে এবং নিজেদের মধ্যে পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মকান্ড যেমন সাংস্কৃতি অনুষ্ঠান, ভোজন এবং গ্রুপ ফটোতোলা ইত্যাদি সম্পাদন করে। তবে অনেক মিলন মেলা অনুষ্ঠানে নির্ধারিত কর্মকান্ডোর বাইরেও বিভিন্ন পর্ব পালিত পারে। মিলন মেলা কে ইংরেজিতে গেট টুগেদার বলে।
বুধবার, ২২ জুন, ২০২২
মঙ্গলবার, ২১ জুন, ২০২২
অনলাইনে ইনভেস্ট করে আয় করুন
পরিচিত অনেক ভাই ব্রাদার আছেন যারা হুদাই মোবাইল টিপাটিপি করেন। তাদের জন্য আজকে আমি মোবাইলের মাধ্যমে অনলাইনে ইনকাম করার পথ দেখাচ্ছি। এখন মোবাইলের মাধ্যমে ইনকাম করা অনেক সহজ। এজন্য আপনার ধৈর্য ও পরিশ্রম করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক।
রবিবার, ১৯ জুন, ২০২২
তাল মিছরির যত উপকারিতা।
তালমিছরি।
তাল মিছরি একপ্রকার সাদা বা হালক্কা সাদা রঙ্গের চিনি জাতীয় পদার্থ যা
তালের রসকে নির্দিষ্ট সময় তাপমাত্রায় রেখে প্রস্তুত করা হয়। তাল মিছরি মিস্টি জাতয়
স্টটিক দানাদার খাদ্য। তাল মিছরিকে প্রাকৃতিক চিনি বললে ভুল বলা হবেনা।তাল মিছরিতে
গ্রাইসেমিক ইন্ডেক্স থাকে মাত্র ৩৫% এর মতো। ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণ রাখতে তাল
মিছরি ভূমিকা রাখে। তাল মিছরিতে প্রচুর পরিমান মিনারেলস, ভিটামিনস, যেমন আইরন,
ক্যালশিয়াম, পট্যাশিয়াম, জিঙ্ক, ফসফরাস আর আমাইনো এসিডস ইত্যাদি রয়েছে।
বুধবার, ১১ মার্চ, ২০২০
দাঁত ব্যথার ঘরোয়া সমাধান।
বর্তমানে বাংলাদেশে দাঁত ব্যথার প্রকোপ বেশি। শীতকালে দাঁত ব্যাথা রোগির পরিমাণ বেড়ে যায়। দাঁত ব্যথা হলে প্রচন্ড যন্ত্রণা এবং মানুষিখ সমস্যা দেখা দেয়। দাঁত ব্যথার সাথে অনেকের দাঁত শিরশির করে, মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে। শীতকালে ঠান্ডা পানি মুখে লাগাতে পারেন না। দাঁতে সমস্যা শুরু হয় ক্ষয় রোগ থেকে। ক্ষয় রোগ হলে প্রথমত আমরা তেমন কোন পাত্তা দেই না।কিন্তু দাঁত ক্ষয় হতে হতে যখন পাল্প বা দন্তটিস্যু পর্যন্ত পৌঁছায় তখন বুঝা যায় যে এর মজা। শেষ পর্যন্ত দন্ত চিকিৎসকের কাছে গিয়ে নিজেকে সঁপে দেওয়া লাগে। এই সঁপে মানে হলে আর্থিক বিষয়টি।তবে ক্ষয় রোগ ছাড়াও দাঁত ব্যথা হতে পারে। সেক্ষেত্রে দাঁতে আঘাত, জীবানুর সংক্রমণ, মাড়ি দুর্বল ইত্যাদি অন্যতম। এবার আসুন দাঁত ব্যথার কিছু ঘরোয়া টিপ জেনে নেইঃ
লং বা লবঙ্গঃ লবঙ্গতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা চিবিয়ে খেলে দাঁতের যন্ত্রণা কমাতে
সাহায্য করে।
বুধবার, ২ অক্টোবর, ২০১৯
বাস্তবায়নের পথে এ কে খান অর্থনৈতিক অঞ্চল। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে লক্ষাধিক মানুষের।
এ কে খান ইকোনমিক জোন
চিত্র: এ কে খান অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের সাইট অফিস
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৮-০২-২০১৬ তারিখে উদ্বোধনকৃত এ কে খান এন্ড কোং লিঃ কর্তৃক নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে কম/বেশী ২০০ একর ব্যক্তি মালিকানাধীন জমিতে এ কে খান অর্থনৈতিক অঞ্চল প্রকল্প (এ কে খান কন্টেইনার টার্মিনাল সহ) বাস্তবায়নের কার্যক্রম চলমান আছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Recent Post
DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE
DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE
-
কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কর্মীদের প্রায়ই নানা কারণে অগ্রিম লোন/ধার বা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে।