মিলন মেলা বা মৈত্রী মেলা হলো এমন একটি অনুষ্ঠান যেখানে ব্যাচমেন্ট বা র্কোসমন্টে অথবা ক্লাসমেন্ট নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে একই সাথে মিলিত হয়ে একে অপরের সাথে কুশলাদি বিণিময় করে এবং নিজেদের মধ্যে পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মকান্ড যেমন সাংস্কৃতি অনুষ্ঠান, ভোজন এবং গ্রুপ ফটোতোলা ইত্যাদি সম্পাদন করে। তবে অনেক মিলন মেলা অনুষ্ঠানে নির্ধারিত কর্মকান্ডোর বাইরেও বিভিন্ন পর্ব পালিত পারে। মিলন মেলা কে ইংরেজিতে গেট টুগেদার বলে।
মিলন মেলা-২২
ব্যাচ/র্কোস/ক্লাস/ বভিাগরে নাম
তারিখঃ
আয়োজন/ ব্যবস্থাপনায়ঃ
অনুষ্ঠান ধারাবাহিকতাঃ
ক্র: নং সময় দায়িত্ব মন্তব্য
০১ ২:০০-২:০৫ কেন্দ্রীয় দোয়া/মোনাজাত ঘোষক-
০২ ২:০৫-২:১৫ নব দম্পতিদের স্বাগতম
০৩ ২:২০-২:৫৫ মধ্যাহ্ন ভোজন এবং মোর্শেদ
০৪ ৩:০০-৪:১০ সাংস্কৃতিক অনুষ্ঠান ২য় পর্ব
০৫ ৪:১০-৪:১৫ সমবেত সংগীত অনুষ্ঠান
০৬ ৪:১৫-৪:৩০ সমাপনী বক্তব্য:
০৭ ৪:৩০-৪:৪৫ গ্রুপ ছবি তোলা:
(ক) অফিসার বৃন্দ
(খ) স্ত্রী বৃন্দ
(গ) সন্তান বৃন্দ
০৮। চলমান কার্যক্রমঃ
(ক) ভিডিও
(খ) স্টীল ফটোগ্রাফ
(গ) স্কাইপি দ্বারা বাইরে অবস্থানরত ৯ কোর্সমেটের সাথে যোগাযোগ।
(ঘ) ফ্যামিলি ডাইজেষ্ট পুরণ (অফিসার/স্ত্রীকৃত পুরণীয়)।
(ঙ) ব্যানার সেট করা।
নোটঃ
১। বাদ্যযন্ত্র সমূহ- ১১টা-১১:৩০ এর মধ্যে স্থাপন।
২। প্রজেক্টার ১১টা হতে ১১:৩০ এর মধ্যে স্থাপন
৩। মূল পর্বের অনুষ্ঠান সাজানো।
৪। ফুলের তোড়া আনা।দায়িত্ব বন্টন
অনুষ্ঠান শুরু: ১৪:০০ ঘটিকা অনুষ্ঠান সমাপ্তিঃ ১৬:৪৫ ঘটিকা
ক্রঃনং বিবরণ নাম
১ প্রজেক্ট সংগ্রহ ইসলাম
২ প্রজেক্ট স্থাপন শওকত/আহমেদুল
৩ বাদক ও পিএ সরঞ্জাম মোর্শেদ
৪ ভিডিও এবং স্থিরচিত্র শওকত
৫ ফুলের তোড়া চৌধুরী/ইসলাম
৬ ফ্যামিলি ডাইজেষ্ট শফিক/নাবিল/মাহাদি
৭ বিভিন্ন স্যুভেনিয়র গ্রহণ ও সঠিক দায়িত্ব বন্টন চৌধুরী/রোজারিও/অর্ণব/জুবায়ের
৮ খাবার টেবিল ঠিক ২টায় তৈরী শামস/মোতাহার
৯ মঞ্চে ১ম পর্ব ইসলাম/হক/মোর্শেদ
১০ মঞ্জে ২য় পর্ব ইসলাম/শামস/নাবিল
১১ জবপবঢ়ঃরড়হ শফিক +
১২ ড্রাইভারদের প্যাকেট দেওয়া মোতাহার +
১৩ ব্যানার তৈরী করণ চৌধুরী
১৪ বাদক+ মোর্শেদ+হোষ্ট ৬/৭= ২০ জনের খাবার পৃথক রাখা মমিন
১৫ যাবতীয় হিসাব রক্ষণ ইসলাম/চৌধুরী/শামস
খাবার মেন্যু
মোট জনবল (অফিসার ও পরিবার)ঃ ১৬৫ জন।
ক্রঃনং বিবরণ
১ কালোজিরা চাউলের সাদা ভাত
২ মিক্সড ভেজিটেবল (ইন্ডিয়ান)
৩ ঘন ডাউল
৪ চিকেন কারী (বয়লার)
৫ আইড় মাছের দো-পেয়াজা
৬ গরুর মাংসের ভুনা
৭ গ্রীণ সালাদ
৮ পানি
৯ পেপসি/সেভেন আপ
১০ কফি
১২ কেক উপহার- নকীব ভাবী
ড্রাইভার= ৩৮ জন
১ মোরগ পোলাও
২ পেপসি ২৫০ এম এল
৩ পানি
সমবতে সংগীত (সকল র্কোসমটে ও ভাবীবৃন্দ)
তীর হারা এই ঢউেয়রে সাগর
পাড়ি দবেো র।ে-------- ২
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরছে,ি
শক্ত হাতে র।ে----------------২
জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণরে মায়া সাঙ্গ কর,ে
জীবনরে স্বাদ নাহি পাই।। ও-------ও---------ও---------ও
ঘরবাড়রি ঠকিানা নাই,
দনিরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠকি নাই।
জানি শুধু চলতে হব,ে
এ তরী বাইতে হব,ে---২
আমি যে সাগর মাঝি র।ে
তীর হারা এই-------------
জীবনরে রঙে মনকে টানে না, (২)
ফুলরে ওই গন্ধ কমেন জাননিা, (২)
জোছনার দৃশ্য চোখে পড়ে না,-- না---- না--- না--
তারাও তো ভুলে কভু ডাকে না – আ--- আ—
জীবনরে রঙ্গে মনকে টানে না----
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙ্গে পড়ে ২
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।
ও---- ও----- ও------
হাতছানি দয়ে বদ্যিুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দখেি ওই ভোররে পাখি গায়।
তবু তরী বাইতে হবে ,
খয়ো পাড়ি দতিইে হবে,
যত ঝড় উঠুক সগারে- এ--- এ --- এ
তীর হারা এই ------ শক্ত করে এ—
তীর হারা-------- (৪)
সমবতে সংগীত- নবীন প্রজন্ম
মা আ আ গো
ভাবনা কনে?
আমরা তোমার শান্তি প্রয়ি শান্ত ছলেে
তবু; শত্রু এলে,
অস্ত্র হাতে- ধরতে জানি
তোমার ভয় নইে মা- আমরা
প্রতবিাদ করতে জানি
মা----------- কনে?
আমরা, হারবো না হারবো না
তোমার মাটরি একটি কণাও ছাড়বোনা
আমরা চরিদনিই হাসি মুখে
মরতে জান-
তোমার ভয় নইে মা- আমরা
প্রতবিাদ করতে জানি
মা------ গো
আমরা, পরাজয় মানবো না
র্দুবলতায় বাঁচতে শুধুই জানবো না (২)
আমরা, আকাশ হতে
বজ্র হয়ে পড়তে জানি
তোমার ভয় নইে মা- আমরা
প্রতবিাদ করতে জানি
মা----- গো
আমরা অপমান সইবো না
ভীররে মতন ঘররে কোণে রইব না (২)
আমরা পাজর দয়িে
র্দুগ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নইে মা- আমরা
প্রতবিাদ করতে জান।ি
মা আ--- আ---- গো
------- জানি ই।
আমরা তোমার শান্তি প্রয়ি শান্ত ছলেে (৪/৫)
সমবতে সংগীত- নবীন প্রজন্ম
মাগো ভাবনা কনে
আমরা তোমার শান্তি প্রয়ি শান্ত ছলেে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নইে মা, আমরা
প্রতবিাদ করতে জান(ি২)
মা--------------- কনে?
আমরা হারবনা,হারবনা
তোমার মাটরি একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দয়িে র্দূগ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নইে মা
আমরা প্রতবিাদ করতে জানি
মা---- গো
আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘররে কোণে রইবনা(২)
আমরা আকাশ থকেে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নইে মা
আমরা প্রতবিাদ করতে জানি
আমরা পরাজয় মানবনা
র্দূবলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চরিদনিই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নইে মা
আমরা প্রতবিাদ করতে জানি
মা----আ----গো
আমরা তোমার শান্তি প্রয়ি শান্ত ছলেে
শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নইে মা
আমরা প্রতবিাদ করতে জান!ি!! (৪/৫)
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন