রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জেনে নিন ইন্ডিয়ান ভিসার ছবির সাইজ

বর্তমান বিশ্বে ইন্ডিয়া বা ভারত একটি উদয়ীমান অর্থনীতির দেশ। দেশটি অর্থনীতিতে দিন দিন সমৃদ্ধি অর্জণ করছে। ইন্ডিয়া তথা ভারত একটি বৃহৎ রাষ্ট্র যার প্রতিটি প্রদেশে রয়েছে আলাদা আলাদা ভাষাভাষি মানুষ এবং আলাদা আলাদা সাংস্কৃতি। ইন্ডিয়াতে রয়েছে অনেকগুলো প্রত্মতাত্বিক নির্দেশন ও ঐতিহাসিক স্থান, এ স্থানগুলোর মধ্যে অন্যতম হলো- আগ্রার তাজমহল, ভূস্বর্গ কাশ্মির, কুতুব মিনার, অজান্তা গুহা সমূহ ইত্যাদি। তাছাড়া বিশ্ব বাণিজ্যে ভারত একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। তাই প্রতি বছর লাখো-কোটি মানুষ ভারতে গমন করে থাকেন। তবে চাইলেই ভারত যাওয়া যায়না, তার জন্য কতগুলো আনুষ্ঠানিকতা সাড়তে হয়, এই আনুষ্ঠানিকতার অন্যতম অনুষঙ্গ হলো অনলাইনে এপ্লিকেশন ফরমে সঠিক সাইজের ছবি আপ্লোড করা। আবেদন ফর্মে আবশ্যি ছবি সংযোজন করা লাগে। কিন্তু আমারা অনেকে ছবির সঠিক সাইজ না জানার কারণে বিভিন্ন ঝামেলার সন্মুখীন হই। নিম্নে ভারত বা ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের ছবির সাইজ সম্পর্কে আলোচনা করা হলোঃ

চিত্রঃ নমুনা ছবি
ভারতীয় ভিসার ছবির সাইজঃ
ছবি অবশ্যই জেপিজি (JPEG) ফরম্যাটে হতে হবে।
সাম্প্রাতিক সময়ের তোলা বা তিন মাসের অধিক সময় নয় এমন ছবি আপলোড করতে হবে।
ছবির দৈর্ঘ্য = 2 ইঞ্চি বা 51 মিলিমিটার
ছবির প্রস্থ= 2 ইঞ্চি বা 51 মিলি মিটার
রেজল্যাশন= 300।
ছবির সাইজ সর্বনিম্ন 10 কেবি এবং সর্বোচ্চ 100 কেবি পর্যন্ত হতে পারে।

কিছু সাধারণ বিষয় যা জেনে রাখা ভালোঃ
·   ছবি হতে হবে ডিজিটাল এবং রঙ্গিন।
·   হার্ড কপি (প্রিন্ট কপিতে ছবি ষ্টাপলার করবেন না, তবে ঘাম দিয়ে আটকানো যেতে পারে।
· ছবি হতে হবে ভালোমানের ক্যামরা দিয়ে তোলা।
·  ল্যাব প্রিন্ট হলে ভালো হয়।
·   কোন ধরণে গ্রাফিক্স করা যাবেনা।
· চোখে সানগ্লাস, মুখে মাস্ক, মাথায়, টুপি, র্স্কাফ বা ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পরিধান না করাই ভালো; যদিও ধর্মপ্রাণ মানুষদের শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।
·  ঘাড়, মাথা বাঁকানো ছবি গৃহীত হয়না।
অনলাইনে ছবি আপলোড করার সময় অতিরিক্ত তারাহুড়া না করা ভালো।
· যে সমস্ত ফটোস্টুডিও এর পূর্ব থেকে বিভিন্ন এ্যাম্বাসির ছবি তোলার অভিজ্ঞতা আছে তাদের নিকট ছবি তুলতে হবে।

ছবি সম্পর্কে কোন ধরণের জানতে ইচ্ছে হলে অনলাইনে দেখে নিতে পারেন। অথবা আপনার পরিচিতি কেউ যদি পূর্বে অনলাইনে ছবি আপলোড করে থাকেন তাদের সাথে যোগাযোগ করে নিবেন। সাবধান কোন দালালের সাথে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি ভারতীয় এ্যাম্বাসিতে যোগাযোগ করে নিবেন।

ভারতীয় ভিসার আবেদন ফর্মের ছবির সম্পর্কে জানতে নিচের লিংকগুলো ক্লিক করতে পারেনঃ


কোন কিছু জানতে হলে নিচের নাম্বারে ফোন করুন:

তথ্য ও যোগাযোগ সেন্টারঃ 09612 333 666 এবং 09614 333 666 (ইন্ডিয়া ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার)


তাছাড় কোন প্রশ্ন থাকলে আমাকে মন্তব্য করুন। যথাযথ ‍উত্তর দেয়া হবে।

২টি মন্তব্য:

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya