বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

গোসাইরহাটে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন ও আমাদের দায়বদ্ধতা

বিগত কয়েক বছর ধরে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা ও জয়ন্তী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব চলছে। অভিযোগ রয়েছে এই বালু উত্তোলনে নীরবতা পালন করেছে স্থানীয় প্রশাসন, আওয়ামী নেতা ও প্রভাবশালী ব্যক্তিগণ। যদিও কোদালপুর ৬নং ওয়ার্ডের ইমরান নামের এক যুবক এ নিয়ে ফেসবুকে প্রায় লেখালেখি ও প্রতিবাদ করত।  কালেভদ্রে গোসাইরহাট প্রশাসন রুটিন মাফিক অভিযান চালিয়ে দু’একজন গ্রেফতার ও ড্রেজার ধ্বংস করত, কিন্তু তা ছিলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।  

 


ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ভাষণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি।

৭ই মার্চের ভাষণটি হলো ১৯৭১ সালের ৭ই মার্চ রোজ রবিবার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক  ঢাকা শহরের রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমানে যেটা সোহওয়াদী উদ্যান নামে পরিচিত) অনুষ্ঠিত জনসভায় এক প্রদত্ত ঐতিহাসিক ভাষণ। যা বাঙালির মুক্তির সনদ নামে অভিহিত। শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি ২:৪৫ মিনিতে আরম্ভ করে বিকাল  ৩:০৩ সমাপ্ত করেন। উক্ত ভাষণে মোট শব্দ সংখ্যা ছিলো ১৩০৮টি এবং ভাষণটির ব্যাপ্তি ছিলো ১৮ মিনিট।

 


বুধবার, ২৯ জুন, ২০২২

স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭

 

 

 


স্থাবর সম্পত্তি অধিগ্রহণ হুকুমদখল আইন, ২০১৭


( ২০১৭ সনের ২১ নং আইন )

 

[২১ সেপ্টেম্বর, ২০১৭]

 

 

 

     

Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 রহিতক্রমে যুগোপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন


 

ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র

ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র

সেলিমা বেগম, স্বামী: ড. মোহাম্মদ আবদুল মজিদ, এ-১২, রমনা এষ্টেট কমপ্লেক্স, ১২৪, বড় মগবাজার ঢাকা। স্থায়ী ঠিকানা: ৪৯০/এ, গ্রীনওয়ে বড় মগবাজার, ঢাকা। জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-অবস্র প্রাপ্ত ডিজিএম , বাংলাদেশ ব্যাংক।
      

VDR & S VDR, ‍and Comparison between VDR & S-VDR recording data

VDR & S-VDR

Simplified Voyage Data Recorder (S-VDR), as defined by the requirements of IMO Performance Standard MSC.163(78),is a lower cost simplified version VDR for small ships with only basic ship’s data recorded. It is not required to store the same level of detailed data as a standard VDR, but nonetheless should maintain a store, in a secure and retrievable form, of information concerning the position, movement, physical status, command and control of a vessel over the period leading up to and following an incident.

অঙ্গীকারনামা লেখার নিয়ম

ব্যাংক লোন, সরকারী অফিস, সম্পত্তি হস্তান্তর, চুক্তিনামা, দলিল সম্পাদন, পারিবারিক দায়িত্ব বন্টন, সভা সমিতি, সংগঠনের পদ অলংকরণ, চলতি দায়িত্ব গ্রহন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ ইত্যাদি কাজে অঙ্গীকারনামা প্রদান করতে হয়। অঙ্গীকারনামকে শপথ এবং এক প্রকার চুক্তিও বলা যায়। লিখিত অঙ্গীকারনামা তিনশত টাকার দামের স্টাম্পে লিখতে হয়। নিম্বে অঙ্গীকারনামার একটি নমুনা ফরম্যাট দেয়া হলো।

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

করোনার চতুর্থ ঢেউ ঠেকানোর উপায় জানালেন ডা. এবিএম আব্দুল্লাহ।

করোনা ভাইরাতের নতুন ধরণ দ্রুত এবং ব্যাপকভাবে ছড়ায়, তাই সবাইকে সজাগ থাকতে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।  তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি প্রায় ১০ জনকে সংক্রমিত করতে পারে। তবে সংক্রমণের হার বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবিলায় লকডাউনের মতো পদক্ষেপের প্রয়োজন পড়বে না উল্লেখ করে তিনি বলেন, তবে বেপরোয়াভাবে চলাচল বা স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। তিনি করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবেলায় নিম্নোক্ত পরামর্শ দিয়েছেনঃ

  

মানচিত্র কি? মানচিত্রে কি কি উপাদান থাকে এবং মানচিত্র প্রণয়ন পদ্ধতি।

মানচিত্র কি?

আয়তাকার বা বর্গাকার কাগজে অংকিত পৃথিবী বা তার অংশের ছোট আকারের প্রতিরূপকে মানচিত্র বলে। তবে অধিকাংশ ক্ষেত্রে আয়তাকার কাগজেই হয়ে থাকে। মানচিত্র হচ্ছে পৃথিবীর বা অঞ্চলের দ্বিমাত্রিক প্রতিরুপ। উদাহরণ স্বরূপ বাংলাদেশের মানচিত্র বা পৃথিবীর মানচিত্র। ভূগোলক হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতির প্রতিরূপ। ইহা ত্রিমাত্রিক। পৃথিবীই ভূগোলকের একমাত্র উদাহরণ। বিভিন্ন বিষয়াবলীর উপর কতকগুলির মানচিত্র একত্রে করে এক সংগে বাধানো বইকে ভূচিত্রাবলী বা Atlas বলে।

                                           চিত্রঃ একটি ডিজটাল মানচিত্র (গুগল থেকে)
 

সোমবার, ২৭ জুন, ২০২২

একজন জেমস রেনেল, ১৭৪০ সালে ঢাকা শহরের প্রথম মানচিত্র এঁকেছিলেন যিনি।

 

মানচিত্রটি ১৭৪০ সালের ঢাকা শহরের আশপাশের নদী ও অন্যান্য স্থলভূমি সংক্রা্ন্ত ১ম সার্ভেয়ার জেনারেল রেনেলের তৈরি। মানচিত্রটি অরজিনাল বানান এবং কার্ডোগ্রাফিক্স পদ্ধতি সংরক্ষণ করা হয়েছে।


বাংলাদেশ আর্কাইভ থেকে তপুতি মুখোপাধ্যায়, সার্ক ফেলু দ্বার সংগৃহীত।

“স্মার্ট ও আধুনিক শরীয়তপুর” কি রাজনৈতিক স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশের সবচেয়ে অনুন্নত জেলার মধ্যে শরীয়তপুরের নাম সবার আগে চলে আসবে। শরীয়তপুর ঢাকা বিভাগের কাছের জেলারগুলোর মধ্যে অন্যতম। সেই প্রাচীন আমল থেকে শুরু করে ৪৭ এর দেশভাগ, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সহ প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী শরীয়তপুর। অথচ বাংলাদেশের অন্যান্য জেলার সামগ্রিক উন্নয়ন চিত্রের সাথে শরীয়তপুর জেলার সামগ্রিক উন্নয়ন তুলনা করলে শরীয়তপুর জেলাটি একবারে তলানীতে থাকবে। পাঠকদের সুবিধার্থে নিম্নে শরীয়তপুর জেলার কিছু জীবনমান উন্নয়ন সূচকের তথ্য উপাত্ত পেশ করলামঃ দরিদ্র মোট গ্রহস্থের ৪৪%, অতি দরিদ্র মোট গৃহস্থের ২১%,  স্বাক্ষরতার হার মোট জনসংখ্যার (+ বছর) ৩৮%, স্বাস্থ্যসম্মত পায়খানার সুবিধাপ্রাপ্ত ঘর মোট গৃহস্থের ৩৮%, গ্রামীণ পানি সরবারাহ (সক্রিয় টিউবওয়েল) প্রতি ৮৪ জনে একটি, স্বাস্থ্যসম্মত পায়খানার সুবিধাপ্রাপ্ত ঘর মোট গৃহস্থের (৩৬%), হাসপাতালের শয্যাপতি জনসংখ্যা (সরকারী), ৪৮৭৫ জন/শয্যা, নবজাতক মৃত্যুর হার, ৪৪জন প্রতি হাজারে।

 

    চিত্রঃ শরীয়তপুরের তিনজন নির্বাচিত সংসদ সদস্য

শনিবার, ২৫ জুন, ২০২২

ছোট ব্যবসার বড় আইডিয়া, নিশ্চিত আয়।

আমরা অনেকে আছি যারা ব্যবসায় আইডিয়া খুঁজতে খুঁজতে হয়রান। কি ব্যবসা করা যায়? কিভাবে শুরু করব, মানুষে কি বলবে,

How to check my own mobile number

Please check your own mobile nuber below this process: 

Grameenphone: *111*8*2# or *2#
Banglalink: *511# 
Robi: *140*2*4# 
Airtel:*121*6*3#

নিজের মোবাইল নাম্বার নিজেই জানুন।


শুক্রবার, ২৪ জুন, ২০২২

একুশ শতকের ধর্ম চিন্তা। আস্তিক ও নাস্তিক ধর্মের সাদৃশ্যতা।

পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরগামী গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জ রুটে বাস সার্ভিসের খবর।

২৬ শে জুন, ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুর রুটে বিআরটিসি বাস চলাচল করবে। বাস সার্ভিস আপাতত দুটি লাইনে সার্ভিস দিবে । 

বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

মিলন মেলা বা মৈত্রী মেলা কাকে বলে, মিলন মেলা অনুষ্ঠান পরিচালনা সূচি

মিলন মেলা বা মৈত্রী মেলা হলো এমন একটি অনুষ্ঠান যেখানে ব্যাচমেন্ট বা র্কোসমন্টে অথবা ক্লাসমেন্ট নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে একই সাথে মিলিত হয়ে একে অপরের সাথে কুশলাদি বিণিময় করে এবং নিজেদের মধ্যে পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মকান্ড যেমন সাংস্কৃতি অনুষ্ঠান, ভোজন এবং গ্রুপ ফটোতোলা  ইত্যাদি সম্পাদন করে। তবে অনেক মিলন মেলা অনুষ্ঠানে নির্ধারিত কর্মকান্ডোর বাইরেও বিভিন্ন পর্ব পালিত পারে। মিলন মেলা কে ইংরেজিতে গেট টুগেদার বলে।

 

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

অনলাইনে ইনভেস্ট করে আয় করুন

পরিচিত অনেক ভাই ব্রাদার আছেন যারা হুদাই মোবাইল টিপাটিপি করেন। তাদের জন্য আজকে আমি মোবাইলের মাধ্যমে অনলাইনে ইনকাম করার পথ দেখাচ্ছি। এখন মোবাইলের মাধ্যমে ইনকাম করা অনেক সহজ। এজন্য আপনার ধৈর্য ও পরিশ্রম করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক।

রবিবার, ১৯ জুন, ২০২২

তাল মিছরির যত উপকারিতা।

তালমিছরি। 
তাল মিছরি একপ্রকার সাদা বা হালক্কা সাদা রঙ্গের চিনি জাতীয় পদার্থ যা তালের রসকে নির্দিষ্ট সময় তাপমাত্রায় রেখে প্রস্তুত করা হয়। তাল মিছরি মিস্টি জাতয় স্টটিক দানাদার খাদ্য। তাল মিছরিকে প্রাকৃতিক চিনি বললে ভুল বলা হবেনা।তাল মিছরিতে গ্রাইসেমিক ইন্ডেক্স থাকে মাত্র ৩৫% এর মতো। ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণ রাখতে তাল মিছরি ভূমিকা রাখে। তাল মিছরিতে প্রচুর পরিমান মিনারেলস, ভিটামিনস, যেমন আইরন, ক্যালশিয়াম, পট্যাশিয়াম, জিঙ্ক, ফসফরাস আর আমাইনো এসিডস ইত্যাদি রয়েছে।

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya