বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট জানা যাবে যেভাবে- সত্যের ছায়া

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী

শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রাথিমিক শিক্ষা অদিদপ্তরের 2020 সালের জারিকৃত বিজ্ঞাপনের আলোকে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩ এর বিধান এবং মেধা ও কোটানীতি অনুসরণ করে প্রায় ৩৮০০০ জন প্রাথীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রাথীদের ফলফল আজকে প্রকাশে করা হবে। ইহা ছাড়াও নির্বাচিত প্রাথীদের মোবাইলে এসএমস চলে যাবে।

primary school assistant teacher recruitment exam result 2020

উল্লেখ্য যে, নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। ১ম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ-৪০ হাজার ৮৬২ জন, ২য় ধাপে- ৫৩ হাজার ৫৯৫ জন, ৩য় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

primary school assistant teacher recruitment exam result 2020

২০২০ সালে সাকূলারকৃত  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ১৪ ডিসেম্বর,২০২২ সালে প্রকাশিত হবে। সরকারী প্রাথমিক বিদ্যা্যলয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট জানতে নিচের লিংকগুলো ফলো করুণ।

primary school assistant teacher recruitment exam result 2020


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya