শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

ফলিত প্রাণিবিজ্ঞানের শাখা সমূহের পালন বিষয়ক বিদ্যা।

চাকুরী পরীক্ষায় প্রায় পালন বিষয় বিদ্যা থেকে প্রশ্ন করা হয়। যার কিছু বিষয় এবং ইংরেজি টার্ম  আমরা জানলেও অন্য বিষয়গুলো আমাদের অজানা থেকে যায়। ফলে প্রাইমারি ও অন্যান্য চাকুরী পরীক্ষায় অল্পের জন্য একটি নাম্বার থেকে বঞ্চিত হই। নিম্নে ফলিত প্রাণিবিজ্ঞানের শাখা সমূহের পালন বিষয়ক বিদ্যা এর ইংরেজি টার্ম এবং পারিভাষিক শব্দ উল্লেখ করা হলো।

(১) পিসিকালচার (Pisciculture/Fishery)- মৎস্যচাস বিজ্ঞান। 

(২) এপিকালচার (Apiculture)- মৌমাছি পালন বিজ্ঞান।

(৩) এভিকালচার (Aviculture)- পাখিপালন বিষয়ক বিজ্ঞান।

(৪) সেরিকালচার (Sericulture)- রেশমচাষ বিজ্ঞান।

(৫) প্রন কালচার (Prawn Culture)- চিংড়িচাষ বিষয়ক বিজ্ঞান।

(৬) পার্ল কালচার (Pearl Culture)- মুক্তাচাষ বিষয়ক বিজ্ঞান।

(৭) ফ্রগ কালচার (Frog Culture)- ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যা।

(৮) অ্যানিমাল হাজবেন্ডি (Animal Husbandry)- গবাদি পশু পালন বিদ্যা।

(৯) পোল্ট্রি ফার্মি (Paulty Farming) - হাঁস-মুরগি পালন বিদ্যা।

(১০) হর্টিকালচার (Horticulture)- উদ্যান পালন বিদ্যা।

(১১) পেস্ট কন্ট্রোল (Pest Control)- বালাই নিয়ন্ত্রণ। 



এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya