চাকুরী পরীক্ষায় প্রায় পালন বিষয় বিদ্যা থেকে প্রশ্ন করা হয়। যার কিছু বিষয় এবং ইংরেজি টার্ম আমরা জানলেও অন্য বিষয়গুলো আমাদের অজানা থেকে যায়। ফলে প্রাইমারি ও অন্যান্য চাকুরী পরীক্ষায় অল্পের জন্য একটি নাম্বার থেকে বঞ্চিত হই। নিম্নে ফলিত প্রাণিবিজ্ঞানের শাখা সমূহের পালন বিষয়ক বিদ্যা এর ইংরেজি টার্ম এবং পারিভাষিক শব্দ উল্লেখ করা হলো।
(১) পিসিকালচার (Pisciculture/Fishery)- মৎস্যচাস বিজ্ঞান।
(২) এপিকালচার (Apiculture)- মৌমাছি পালন বিজ্ঞান।
(৩) এভিকালচার (Aviculture)- পাখিপালন বিষয়ক বিজ্ঞান।
(৪) সেরিকালচার (Sericulture)- রেশমচাষ বিজ্ঞান।
(৫) প্রন কালচার (Prawn Culture)- চিংড়িচাষ বিষয়ক বিজ্ঞান।
(৬) পার্ল কালচার (Pearl Culture)- মুক্তাচাষ বিষয়ক বিজ্ঞান।
(৭) ফ্রগ কালচার (Frog Culture)- ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যা।
(৮) অ্যানিমাল হাজবেন্ডি (Animal Husbandry)- গবাদি পশু পালন বিদ্যা।
(৯) পোল্ট্রি ফার্মি (Paulty Farming) - হাঁস-মুরগি পালন বিদ্যা।
(১০) হর্টিকালচার (Horticulture)- উদ্যান পালন বিদ্যা।
(১১) পেস্ট কন্ট্রোল (Pest Control)- বালাই নিয়ন্ত্রণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন