বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

নবীজির সা. এর চোখে টপ ইলেভেন বা 'সেরা ১১ জন ব্যক্তি'- সত্যের ছায়া

নিম্নে নবী করীম সা. এর চোখে টপ ইলেভেন বা 'সেরা ১১ জন ব্যক্তির তালিকা দেয়া হলোঃ
১। তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কুরআন শিখে এবং শেখায়। (বুখারী, ৫০২৭)

২। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারী,৬০৩৫)

৩। তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারী, ২৩০৫)

৪। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না। (তিরমিজী,  ২২৬৩/২৪৩২)

৫। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট ভালো। (ইবনে হিব্বান, ৪১৭৭)

৬। তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। (সহীহুল জামে', ৩৩১৮).

৭। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে সালাতে কোমল-স্কন্ধ। (অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে তাকে  সুযোগ দেয়)। (আবূ দাঊদ, ৬৭২)

৮। সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। (জা-মিউল আহাদীস ১২১০১)

৯। সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর- উপকারী। (সহীহুল জা-মি', ৩২৮৯)

১০। শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহবীগণ প্রশ্ন করলেন-সত্যবাদী মুখ বুঝা গেলো, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে? নবীজি ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাক্বী, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহীহুল জা-মি',  ৩২৯১)

১১। আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। (তিরমিজী,১৯৪৪)

আল্লাহ আমাদেরকে নবীজী সা, এর উল্লেখিত গুণাবলী অর্জন করার তাওফিক দান করুন।

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE