বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়া চুক্তিপত্র বাতিল করার নমুনা ও নিয়ম- সত্যের ছায়া

বর্তমান বিশ্বে যারা বাড়িওয়ালা তারা চাকুরী, বাসস্থান পরিবর্তন, ব্যবসায়ের কাজে কোন না কোন ভাবে

ভাড়াটিয়া। বাসাবাড়ি ভাড়া নিতে হলে চুক্তিপত্র সম্পাদন করতে হয়। সেই চুক্তিপত্রে লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিল করার ধারা উল্লেখ থাকে। তাই বাড়ি বা বাসা ছেড়ে দিতে হলে ভাড়াটিয়াকে অবশ্যই লিখিত নোটিশের মাধ্যমে জানানো উচিত। নচেৎ পরবর্তীতে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়। নিম্নে লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিলপত্র লেখার নমুনা ও নিয়ম উল্লেখ করা হলোঃ-

নমুনাঃ১

তারিখ: ২৪/০৫/২০১৬ইং


প্রাপক,  
মিসেস শাহানা আবির
বাড়ী নং - ট ১৮৬/২, নিঝুম ভিলা,
বালুর চর, দক্ষিণ/মধ্যবাড্ডা,
বাড্ডা, ঢাকা - ১২১২।

বিষয়ঃ  লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিল করার প্রসঙ্গে।

জনাব, উর্পযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে,  আপনার মালিকানাধীন বাড়িটি (বাড়ী নং - ট ১৮/২, নিঝুম ভিলা, বালুর চর, দক্ষিণ/মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা - ১২১২;) ১লা  ফেব্রুয়ারী ২০১৫ইং তারিখে  আপনার সাথে এবিসি এন্ড কোম্পানী লিমিটেড, কর্পোরেট অফিস; গুলশান এভিনিউ, গুলশান -১, ঢাকা- ১২১২ এর একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে দুই বছরের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়। কিন্তু বর্তমানে আমাদের সমস্যার কারণে চুক্তি পত্রের ধারা ৬, পাতা-২ অনুযায়ী দুই মাসের অগ্রিম নোটিশ দেওয়ার মাধ্যমে আপনার বাড়িটি আগামী ৩১ শে জুলাই ২০১৬ইং তারিখে ছেড়ে দিতে/খালি করে দিতে আমরা ইচ্ছুক।

অতএব, বাড়ির খালি করার ব্যাপারে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করে বাধিত করবেন।


নিবেদক,
.............................................
মোঃ আলম
প্রধান নিরাপত্তা কর্মকর্তা
এবিসি এন্ড কোম্পানী লিমিটেড


নমুনাঃ২

তারিখ: ২৪/০৫/২০১৬ইং


প্রাপক,  
মোঃ আবির
বাড়ী নং - ট ১৮/3, দক্ষিণ/মধ্যবাড্ডা,
বাড্ডা, ঢাকা - ১২১২।

সূত্রঃ ২০/১১/২০২০ তারিখে সম্পাদিত চুক্তিপত্র।

বিষয়ঃ বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিল করার প্রসঙ্গে।

জনাব,

সালাম নিবেন, আমি, প্রথম পক্ষ, মিঃ হক সাহেব, আপনার মালিকানধীন বাড়ী নং - ট ১৮/3, দক্ষিণ/মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা – ১২১২, বাড়িতে ২০/১১/২০২০ সালে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে দুই বছরের জন্য বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছি। চুক্তিপত্রের শর্তের ধারা, পাতা ২  এর ৩ অনুযায়ী চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পূর্বে বাড়ি ছেড়ে দিতে ইচ্ছুক কিনা জানানোর শর্ত রয়েছে। তাই অত্র পত্রের মাধ্যমে জানানো যাচ্ছে যে, চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই আপনার বাড়িটি আমরা ছেড়ে দিব, অর্থাৎ খালি করে দিবে। আপনি চাইলে আমাদের সাথে সম্পাদিত চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর থেকে অন্য কোন পক্ষের নিকট ভাড়া, বিক্রি বা হস্তান্তর করতে পারবে। চুক্তিপত্রের শর্ত ১০ অনুযায়ী শেষ দুই মাসের ভাড়া অগ্রিম প্রদানকৃত দুই মাসের টাকার থেকে সমন্বয় করে নিবেন।ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল আমি, ভাড়াটিয়া প্রদান করিব।


অতএব, বাড়ির খালি করার ব্যাপারে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করে বাধিত করবেন।


 নিবেদক,
...............
মোঃ হোসেন
ভাড়াটিয়া
ফ্লোর-৩,বাড়ী নং - ট ১৮/3,
দক্ষিণ/মধ্যবাড্ডা,
বাড্ডা, ঢাকা - ১২১২।


 নমুনাঃ ৩

তারিখ: ২৪/০৫/২০১৬ইং


প্রাপক,  
মোঃ কবির
বাড়ী নং- ০৫, রোড নং-১,
বাড্ডা, ঢাকা- ১২১২।

সূত্রঃ ২১/১২/২০২২২ তারিখে সম্পাদিত চুক্তিপত্র।

বিষয়ঃ নোটিশের মাধ্যমে বাসা খালি করা প্রসঙ্গে।

জনাব,

সূত্রোক্ত চুক্তিপত্র ও উল্লেখিত বিষয়ে জানানো যাচ্ছে যে, আমার কর্মস্থল পরিবর্তণ হওয়ার কারণে আপনার সাথে সম্পাদিত চু্ক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই চুক্তির পত্রের ধারা ০৮ অনুযায়ী বাসা খালি করার দুই মাস আগে আপনাকে লিখিতভাবে অবহিত করা হলো।উক্ত দুইমাসের ভাড়া চুক্তিপত্রের শর্ত ০৯ অনুযায়ী অগ্রিম প্রদানকৃত টাকা থেকে সমন্বয় করে নিবেন।

অতএব, বিষয়টি আপনাকে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী লিখিতভাবে জানানো গেল।

নিবেদক,


..............
মোঃ জীবন
ভাড়াটিয়া
বাড়ী নং- ০৫, রোড নং-১,
বাড্ডা, ঢাকা- ১২১২।

লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিল করা নিয়মঃ লিখিত নোটিশের মাধ্যমে বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাতিল করতে হলে ভাড়াটিয়াকে অবশ্যই বাড়ি মালিককে মেয়াদ পূতির শেষ হওয়ার দুই মাস আগে লিখিত নোটিশের মাধ্যমে জানাতে হবে। নোটিশে অবশ্যই চুক্তিপত্রের কোন ধারা মতে বাতিল করা হচ্ছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। যদি চুক্তিপত্রের মেয়াদ পূতির মধ্যখানে বাসা বা বাড়ি ছেড়ে দিতে ইচ্ছুক হলে অবশ্যই কি কারণে ছেড়ে দেয়া হচ্ছে এবং চুক্তি পত্রের কোন ধারা মোতাবেক ছেড়ে দেয়া হচ্ছে তা অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে। লিখিত নোটিশ কোন তারিখ থেকে ছেড়ে দেয়া হচ্ছে তাও উল্লেখ করতে হবে।

২টি মন্তব্য:

  1. যদি কোনো ভাড়াটিয়া ফ্ল্যাটের মেইনটেনেন্স দিতে অস্বীকার করে তাকে কি রকম নোটিশ পাঠানো হবে তার নমুনা।

    উত্তরমুছুন
  2. যদি কোন দোকাব দারের চুক্তি মেয়াদের ৪মাস বাকী থাকে থাকে কি ভাব দোকান থেকে বাহির করা যায়

    উত্তরমুছুন

Recent Post

Sample Notice of Share Transfer

Intimation of Intended Share Gift by Mr. DK Khan, Managing Director,  ST Securities Limited