পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আলাওলপুর ইউনিয়নে ধরা পড়ল ৭ ফুট লম্বা বিলুপ্ত প্রায় মিঠাপানির কুমির- সত্যের ছায়া


আজ (১৪ নভেম্বর, ২০২২) গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন

৬নং ওয়ার্ডের পাজাল কান্দির মোহাম্মদ সাখাওয়াত ঢালীর মাছের প্রজেক্ট থেকে ৭ ফুট লম্বা একটি বড় সাইজের  মিঠা পানির কুমিরকে স্থানীয় লোকজন ধরেছেন। কুমিরটিকে দেখতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক জমায়েত হচ্ছে। খবরে জানা যায় কুমিরটি এর আগে কাউকে আক্রমণ করেনি। তাকে দেখতে খুবই শান্তশিষ্ট দেখাচ্ছে। তবে সতর্ক নজর রাখছেন স্থানীয়রা। ইতিমধ্যে বন বিভাগকে খবর দেয়া হয়েছে। বন বিভাগ ১৫ নভেম্বর,২০২২ ইং তারিখে সকাল দশটায় সরেজমিনে প্রর্দশণে আসবেন। তার আগে কুমিরটিকে ভালো করে বেঁধে রাখা হয়েছে এবং দুইজন আনসার সদস্যকে নিরাপত্তার জন্য  পাহাড়ায় নিযুক্ত করা হয়েছে। কুমিরটি কোথায় অবমুক্ত করা হবে বা তার ব্যাপারে কি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবেন বন বিভাগ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন