বুধবার, ২ নভেম্বর, ২০২২

শিশুর সাথে কাজ যেভাবে করবেন, যেভাবে করবেন না- Sotterchaya

প্রতিটি বাবা মা তার শিশুর সাথে সঠিক ও সুন্দরভাবে কাজ এবং ভাবের আদান প্রদান করতে চান। কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ছোট্ট সোনামণিদের অসুবিধা সৃষ্টি হয়। আপনার শিশু আপনার কাজের অসুবিধাগুলো হয়ত বলতে পারেনা, তবে তারা তা মোকাবিলা করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শিশুর সাথে কাজ করবেন।

শিশুর সাথে কাজঃ শিশুদের সাথে কাজ বলতে শিশুদের সাথে প্রত্যাহিক আচার-আচরণ যেমন আদর-সোহাগ, স্তন পান, প্রয়োজনীয় বস্তু ও ভাবের আদান প্রদান,  গোসল ও মলত্যাগে সহায়তা এবং তাদের সাথে খেলায় অংশ গ্রহণ করাকে বুঝায়।

শিশুর সাথে কাজের সঠিক পদ্ধতিঃ শিশুর সাথে কাজ করতে গেলে তার অসুবিধা ও অস্বস্তির প্রতি খেয়াল রাখতে হবে। শিশু যেভাবে আরামবোধ করে সেভাবে কাজ করতে হবে। শিশুর সাথে কাজের সময় তার সাথে আদর সোহাগ ও হাসিখুশি মনোভাব নিয়ে করতে হবে। ভুল করলে ধমক দেয়া যাবেনা। দমক দিলে তার মেধা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং শেখার আগ্রহ হারিয়ে ফেলবে। শিশুর সাথে ভালো একটি সময় পার করলে তার শৈশব মধুর এবং ভবিষ্যৎ ভিত্তি দৃঢ় হয়। তাই শিশুর সাথে কাজ করতে গেলে শিশু সুলভ মনোভাব নিয়ে করতে হবে। নিম্নে চিত্রের মাধ্যমে শিশুর সাথে কিভাবে কাজ করতে হবে তার সচিত্র বিবরণ দেয়া হলোঃ

১। শিশুর পিছন থেকে বা তার স্বাভাবিক অবস্থান থেকে উঁচু স্থানে দাঁড়িয়ে কোন কিছু আদান প্রদান করবেন না। শিশুর সমান্তরালে বসে তার সাথে আদান প্রদান করুণ।


২। গোসল বা পরিস্কার পরিচ্ছন্নতা করার সময় তার থেকে উঁচু স্থানে দাঁড়িয়ে না করে শিশুর সমান্তরালে বসে করুন। এতে শিশুর জন্য স্বাভাবিক ও সহজ হবে।


৩। শিশকে তার পছন্দের বস্তুটি একত্রে না দিয়ে অল্প অল্প করে দিন। শিশুকে তার সক্ষমতার চাইতে অধিক বস্তু উত্তোলন করতে দেখলে না বলুন এবং তাকে বুঝানো উচিত এটা তোমার কাজ নয়। তুমি এটা পারবেনা। 

পরিশেষে, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট্ট সোনামণি  রয়েছে। সোনামণিদের ভালো মন্দ দেখভাল মা বাবার চাইত কেউ বেশি করেনা। একজন মা বুঝতে পারেন তার শিশুর কখন কি চাহিদা রয়েছে। তাই সবার আগে মায়ের বুঝা উচিত শিশুদের সঙ্গে কিভাবে কাজ করতে হবে। তাছাড়া মায়ের পাশাপাশি বাবা, বড় ভাই বোন ও খালা, ফুফুদেরও  জানা উচিত শিশুদের সাথে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে করা যাবেনা। মনে রাখা উচিত আপনার করা কাজ যেন শিশুর মেধা বিকাশে বাঁধা না হয়। আপনার কাজ হউক শিশুমনির আনন্দের কারণ- এই প্রত্যাশা করি।


ছবি সূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE