পরিচিতিঃ নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি একটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ০১ জানুয়ারী ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম খান বাহাদুর আলী হোসেন মাঝি। খান বাহাদুর আলী হোসেন মাঝি ছিলেন নীল কমল ইউনিয়নের প্রথম চেয়ারম্যানও।
নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় এর অবস্থান হচ্ছে পূর্ব চর কৃষ্ণাপুর, হাইমচর, চাঁদপুর। বিদ্যালয়টি হাইমচর উপজেলায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়টি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান কার্যক্রম চালু আছে। লেখাপড়ার পাশাপাশি স্কুলটি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।
নীলকমল
ওসমানিয়া উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীন একটি এমপিও (Monthly Pay
Order) ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির
এমপিও নাম্বার হলো ৭০৩০২১৩০১। ইআইএন নাম্বারঃ ১০৩৬৮৩। স্কুলটি ম্যানেজিং কমিটি দ্বারা
পরিচালিত হচ্ছে। এর ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজি বা সভাপতি। পাঠদানের স্তর মাধ্যমিক/উচ্চতর। বিদ্যালয়টির জেলা স্কুল র্যাকিং: ১০৪, বোর্ড র্যাকিং: ৪৬৩, জাতীয় স্কুল র্যাকিং
৭৮৫৭।
চিত্রঃ নীলকমল ওসমানিয়া বিদ্যালয়ের লোগো।
এক নজরেঃ
ইআইন এন (EIIN): ১০৩৬৮৩
স্বীকৃতি স্তরঃ মাধ্যমিক
এমপিও ভুক্ত কিনাঃ হ্যাঁ
বোর্ডঃ কুমিল্লা
পাঠদানের বিভাগঃ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন