সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় Nilkamal Osmania High School

নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় (Nil Kamal Osmania High School)

পরিচিতিঃ নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি একটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  ০১ জানুয়ারী ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম খান বাহাদুর আলী হোসেন মাঝি। খান বাহাদুর আলী হোসেন মাঝি ছিলেন নীল কমল ইউনিয়নের প্রথম চেয়ারম্যানও।

নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় এর অবস্থান হচ্ছে পূর্ব চর কৃষ্ণাপুর, হাইমচর, চাঁদপুর। বিদ্যালয়টি হাইমচর উপজেলায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়টি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদান কার্যক্রম চালু আছে। লেখাপড়ার পাশাপাশি স্কুলটি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।

নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা  এর অধীন একটি এমপিও (Monthly Pay Order) ভুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির এমপিও নাম্বার হলো ৭০৩০২১৩০১। ইআইএন নাম্বারঃ ১০৩৬৮৩। স্কুলটি ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। এর ব্যবস্থাপক হচ্ছে ম্যানেজি বা সভাপতি। পাঠদানের স্তর মাধ্যমিক/উচ্চতর। বিদ্যালয়টির জেলা স্কুল র‌্যাকিং: ১০৪, বোর্ড র‌্যাকিং: ৪৬৩, জাতীয় স্কুল র‌্যাকিং ৭৮৫৭।



চিত্রঃ নীলকমল ওসমানিয়া বিদ্যালয়ের লোগো।

এক নজরেঃ

নামঃ নীল কামাল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়।
ঠিকানাঃ পূর্ব চর কৃষ্ণাপুর, হাইমচর, চাঁদপুর। ২৬২ নং নির্বাচনী এলাকা।
ইআইন এন (EIIN): ১০৩৬৮৩
প্রতিষ্ঠাঃ ১৯২৮। কোন কোন সূত্র মতে ১৯৪৮ সালে। তবে ১৯২৮ সালটি সঠিক হবে। ১৯৪৮ সাল হয়ত নদী ভাঙ্গণের পর ঠিকানা পরিবর্তণের তারিখ।
স্বীকৃতির তারিখঃ ০১/০১/১৯৫০
স্বীকৃতি স্তরঃ  মাধ্যমিক
এমপিও ভুক্ত কিনাঃ  হ্যাঁ
বোর্ডঃ কুমিল্লা
পাঠদানের বিভাগঃ  বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা।
মোবাইলঃ01818984575
ইমেলইঃ sh103683@gmail.com

কিছু কথাঃ নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়টির চলার পথ এতো সহজ ছিলোনা। প্রথম অবস্থায় আর্থিক সংস্থাপন ছিলো বড় চ্যালেঞ্জ, তাছাড়া টেকসই স্থায়ী ভবন নির্মাণ করা ছিলো দুরহ ব্যাপার। প্রতিষ্ঠার পর থেকে  স্কুলটি নদী ভাঙ্গণের ব্যাপক স্বীকার হয়েছে। স্কুলটি এই পর্যন্ত মোট পাঁচ বার ভেঙ্গেছে। সর্বশেষ ভাঙ্গার পর বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya