সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

সংক্ষিপ্ত প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়, পর্বত, উপত্যাকা, জলপ্রপাত ও ঝর্ণা কোথায় অবস্থিত?

প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুন্ড ও হামহাম কোথায় অবস্থিত?

উত্তরঃ মৌলভী বাজার।

প্রশ্নঃ শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি (কক্সবাজার)।

প্রশ্নঃ হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি। 

প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যাকা এলাকা?
উত্তরঃ ভেঙ্গী ভ্যালি। 

হিমছড়ি যে শহরের নিকট অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
উত্তরঃ গারো পাহাড়।

প্রশ্নঃ গারো পাহাড় যে জেলায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ।

বাংলার দার্জিলিংখ্যাত পাহাড়?
উত্তরঃ চিম্বুক পাহাড় (কালা পাহাড়, পাহাড়ের রাণী)

প্রশ্নঃ সাঙ্গু ভ্যালি অবস্থিত? 
উত্তরঃ উত্তর চট্টগ্রামে।

প্রশ্নঃ বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামে। 

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা অবস্থিত? 
উত্তরঃ চচট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে।

প্রশ্নঃ ফয়'স লেক কোথায় অবস্থিত? 
উত্তর চট্টগামের পাহাড়তলীতে।


প্রশ্নঃ  বগা লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান জেলার রুমা উপজেলায়। 

প্রশ্নঃ কাপ্তাই হ্রদ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটি জেলায়।

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? 
উত্তরঃ কাপ্তাই হ্রদে।

প্রশ্নঃ শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটি জেলায়।

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? 
উত্তর তাজিংডং। 

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং (বিজয়) কোথায় অবস্থিত?  
উত্তরঃ রুমা, বান্দরবান জেলা।

প্রশ্নঃ কেওক্রাডং এর উচ্চতা কত?
উত্তরঃ ১২৩০ মিটার। 

প্রশ্নঃ কেওক্রাডং কোথায় অবস্থিত?
উত্তরঃ রুমা, বান্দরবান জেলা।

প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় সৃষ্টি হয়েছে?
উত্তরঃ পাত সংস্থান মতবাদ অনুযায়ী।

প্রশ্নঃ বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে? 
উত্তরঃ মৌলভী বাজারের কুলাউড়া পাহাড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE