পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

দ্বিগু সমাস ও দ্বিগু সমাস চেনার উপায়- সত্যের ছায়া

সংখ্যা ও সমাহার দ্বিগুণ হলে দ্বিগু সমাস হয়। অর্থাৎ কোন বিষয় উপস্থাপনের সময় যদি তার পরিমাণ একের চাইতে অধিক হয় তাহলে সেটি দ্বিগু সমাস হবে। দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা বস্তুর বা বিষয়ের পরিমাণ নির্দেশ করে। যেখানে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য হবে। নিচে দ্বিগু সমাসের সংজ্ঞা এবং দ্বিগু সমাস চেনার উপায় বর্ণনা করা হলোঃ

মাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস  হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: তিন কালের সমহার=ত্রিকাল, চৌরাস্তার সমাহার= চৌরাস্তা, তিন মাথার সমাহার= তেমাথা, শত অব্দের সমাহার- শতাব্দী, পঞ্চবটের সমাহার- পঞ্চবটী, ত্রি (তিন পদের সহার) ত্রিপদী ইত্যাদি। এরূপ- অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহনী, তেরনদী, পঞ্চভূত, সাত সমুদ্র ইত্যাদি।

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন