পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মেয়েদের ত্বক স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারী ক্রিম- Sotterchaya

আপনাদের জেনে রাখা ভালো মেয়েদের ত্বক স্থায়ীভাবে ফর্সা হওয়ার কোন ডাক্তারী ক্রিম

নেই, তবে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ত্বকের তৈলাক্ত দূর করা এবং ত্বকের শুষ্কতা দূর করার জন্য বাজারে বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন নামে ক্রিম পাওয়া পাওয়া যায়। প্রচলিত ক্রিমগুলো হলো ফেয়ার এন্ড লাভলী, পন্ডস, নেভিয়া, ওলে, গার্নিয়ার. ল্যাকমে, গোল্ডেন পার্ল, রিভলন ইত্যাদি।

১। ফেয়ার এন্ড লাভলী বা গ্লো এন্ড লাভলী বাংলাদেশে বহুল প্রচারিত ও ব্যবহৃত একটি ত্বক ফর্সাকারী ক্রিম। ক্রিমটির প্রস্তুতকারণ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।ক্রিমটি মেয়েদের জন্য কয়েকটি ভার্সণ রয়েছে। যেমন ফেরার এন্ড লাভলী এন্ডভান্সড মাল্টিভিটামিন- এক্সপার্ট ফেয়ারনেস সলিউশন, ফেরার এন্ড লাভলী আয়ূরবেদিক কেয়ার- ফেরারনেস এক্সপার্ট ফর সেনসেটিভ স্কিন, ফেরার এন্ড লাভলী ইনস্ট্যান্ট ফেয়ার লুক, মেকাপ ফিনিস, ফেরার এন্ড লাভলী ইউন্টার ফেয়ারনেস এবং গ্লো এন্ড লাভলী ইত্যাদি। আবার পুরুষদের জন্য দুটি ভার্সণ রয়েছে- ফেরার এন্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস- মাল্টি এক্সপার্ট ফেস ক্রিম এবং ফেরার এন্ড লাভলী ইনস্ট্যান্ট ফেয়ারনেস- র‌্যাপিড একশন ক্রিম।

ফেয়ার এন্ড লাভলী নিয়ে কিছু কথাঃ ফেরার এন্ড লাভলীঃ আমরা যখন ছোট ছিলাম তখন বিটিভিতে বিজ্ঞাপন দিত, কোন এক মেয়ে ফেরার এন্ড লাভলী মেখে এয়ার হোস্টেজ এ চাকুরী পেয়েছে। কিন্ত ‍ুবাস্তবে কোন মেয়ে ফেরার এন্ড লাভলী মেখে কোন বিজ্ঞাপন সংস্থা কিংবা বহুজাতিক কোম্পানীতে চাকুরী পেয়েছে এমন কোন রেকর্ড নেই।বিজ্ঞাপনের ভাষা দেখে পণ্যের গুনাগুন বিচার করতে যাবেন না। ব্যবহার করে তারপর অভিজ্ঞতা অর্জণ করুণ।

২।পন্ডস ক্রিম পন্ডস ক্রিমঃ পন্ডস ক্রিমও বাংলাদেশে বহুল ব্যবহৃত আরেকটি ত্বক ফর্সাকারী ক্রিম। ক্রিমটির প্রস্তুতকারক ইউনি লিভার বাংলাদেশ লিমিটেড। নামী ব্রান্ড এবং বিজ্ঞাপনের কারণে মার্কেটে পন্ডস ক্রিমের প্রচুর চাহিদা রয়েছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা পন্ডস ক্রিম মেখে বড় হয়। আবহাওয়া ও চাহিদার উপর ভিত্তি করে ক্রিমটির কয়েকটি ভার্সণ রয়েছে যেমন পন্ডস ক্রিমস নাসিং ময়েশ্চারজার, পন্ডস রিজুভিনেস স্কিন টাইটেনিং সেরাম, পন্ডস ফেসিয়াল ময়েশ্চাইজার রিজুভেনেস লিফটিং এন্ড ব্রাইটেনিং আই ক্রিম, পন্ডস ফেসিয়াল ময়েশ্চারিজারস রিজুভেনেস এডভান্সড হাইড্রাটিং নাইট ক্রিম, পন্ডস  ময়েশ্চারিজারস রিজুভেনেস এ্যান্টি উইরিনকল ক্রিম, পন্ডস ফেসিয়াল ময়েশ্চারিজারস ড্রাই স্কিন ক্রিমস, পন্ডস ফেসিয়াল ক্লিসজার কোল্ড ক্রিম ক্লিনজিং বাল্ম ইত্যাদি।

৩।নেভিয়া ক্রিম  বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে তরুণ ও তরুণীদের মধ্যে নেভিয়া ক্রিম জনপ্রিয়। ক্রিমটি সম্পর্কে ওয়েব সাইটে যা জানা যায় তা হলো -NIVEA ক্রিম একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা ত্বককে তাপ, ঠান্ডা, আর্দ্রতা এবং দূষণের মতো ক্ষতিকারক বাহ্যিক প্রভাব থেকে রক্ষা করে। এটি শুধু ত্বকের যত্নই করে না, ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রেখে ক্ষতিও রোধ করে। ফলে ত্বক স্বাভাবিকভাবেই সুন্দর ও যত্নশীল থাকে। নিভা ক্রিম হল একটি দৈনন্দিন, বহুমুখী ময়শ্চারাইজিং ক্রিম যা তৈলাক্ত ত্বকের জন্য রক্ষা করে এবং ক্ষতিগ্রস্থ ত্বক থেকে ত্রাণ দেয়, এটিকে সুস্থ রাখে। এটি অসংখ্য উপায়ে ব্যবহার করা যেতে পারে। এটি একটি জনপ্রিয় ডে ক্রিম এবং নাইট ক্রিম। এমনকি ঠান্ডা আবহাওয়ায় ঠোঁটে ফেটে গেলেও আপনি এটি ব্যবহার করতে পারেন। ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত NIVEA ক্রিম ত্বকে নিরাপদ। এটি ব্যবহার করা আপনাকে আপনার শরীরের শুষ্ক ত্বককে রক্ষা করতে এবং প্রশমিত করতে সাহায্য করবে, বিশেষ করে কনুই, হিল, কিউটিকল এবং শরীরের যে কোনও অংশে অতিরিক্ত হাইড্রেশন প্রয়োজন। আপনি এই নরম এবং মৃদু ময়েশ্চারাইজিং ক্রিমটি আপনার সংবেদনশীল ত্বক এবং শিশুদের সূক্ষ্ম ত্বকেও ব্যবহার করতে পারেন। নরম, কোমল এবং হাইড্রেটেড ত্বক পেতে নিয়মিত প্রয়োগ করুন। এই ক্রিমটিরও কয়েকটি ভার্সণ রয়েছে যেমন- নেভিয়া ক্রিম (কমন), নেভিয়া ফেস ক্লিনিং, নেভিয়া স্টোভেরিং সাইন (লিপ), নেভিয়া ফেস ক্লিং টোট্যাল ফেস ক্লিনআপ ইত্যাদি।

৪।গার্নিয়ার ক্রিম ত্বক সচেতন তরুণীদের মধ্যে বর্তমানে গার্নিয়ার ক্রিমও দিন দিন জনপ্রিয় হচ্ছে।গার্নিয়ার ক্রিম সম্পর্কে কোম্পানীর ওয়েব সাইটে যা বলা আছে- গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম ইউভি কালো দাগ, পিম্পলের দাগ কমিয়ে এবং সূর্যের ক্ষতি বিপরীত করে আপনার ত্বকের টোনকে সমান করে এবং উজ্জ্বল করে। এই শক্তিশালী সিরামটি ইউজু লেবুর নির্যাস দিয়ে মিশ্রিত করা হয় যা ত্বকের গভীরে যায় যাতে আপনি মাত্র ৭ দিনের মধ্যে দৃশ্যমান হালকা দাগ দেখতে পান। তাই ত্বকের যত্মে গার্নিযার ক্রিম ব্যবহার করতে পারেন।

৫। ওলে(Olay) ক্রিম এখন তরুণীরা প্রচুর পরিমান ব্যবহার করছেন। ওলে ক্রিম বাজারে বিভিন্ন ভার্সণ আছে। ভিন্ন ভিন্ন ক্রিমের ভিন্ন ভিন্ন ত্বকের ভার্সণ ও আবহাওয়ার উপর কাজ করে। যেমন ওলে ন্যাচরাল ওরা (Olay Natural Aura Day Glowing Radiance Cream) এর কাজ হলো ৭টি সুবিধা সহ ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বককে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ক্রিমটি B3, প্রো-B5 এবং E এবং SPF 15 এর ট্রাই-ভিটামিন বুস্ট দিয়ে তৈরি। ওলে অন্যান্য ভার্সণগুলো হলো- ওলে রিজেনোরিস্ট রিভিটালিজিং নাইট ময়েশ্চার, ওলে ময়েশ্চারিং ক্রিম ইত্যাদি।

৬। ল্যাকমে (Lakmeindia) ভারতীয় টিভি সিরিয়ালর প্রভাব প্রসারের ফলে বাংলাদেশে লেকমে ক্রিম দিন দিন মার্কেট বৃদ্ধি পাচ্ছে। ভারত থেক অনেকে লাগেজে করে ল্যাকমে ক্রিম বাংলাদেশে এনে অনলাইন এবং সুপাসসপে চড়া দামে বিক্রি করে। তবে বাজারে নকল ল্যাকমে ক্রিমও আছে। যেগুলো চক বাজারে তৈরী হয়। তবে অরজিন্যাল ল্যাকমে ক্রিমের ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে বহুল চাহিদা সম্পন্ন ল্যাকমে ক্রিম হলো- ল্যাকমে লুমি ক্রিম- ময়েশ্চার উইথ ব্রাইটার, যার গুণাগুন হলো যে সমস্ত মহিলারা বেড়াতে পছন্দ করেন এবং যারা দীর্ঘক্ষণ ঘরের বাইরে থাকেন তারা বাইরে যাওয়ার আগে  ক্রিমটি ব্যবহার করতে পারেন । এই ক্রিমটি আপনাকে যে কোনো অনুষ্ঠানের জন্য ত্বকের যত্নের সুবিধা সহ মেকআপের সেই নিখুঁত চেহারা দেয়। আপনার।
ল্যাকমে লুমি ক্রিম হল একটি অনন্য ময়েশ্চারাইজার যা আপনার ত্বককে তাত্ক্ষণিক 3D গ্লো দিতে হাইলাইটারের ইঙ্গিত সহ।

কিছু জিঙ্গাসাঃ

ফর্সা হওয়ার ডাক্তারী ক্রিম মেয়েদেরঃ ফর্সা হওয়ার ডাক্তারী কোন ক্রিম নেই। আপনার ত্বক যদি কোন কারণে ড্যামেজ, আগুনে পোড়ে যায়, রোদে ক্ষতিগ্রস্ত হয় কিংবা বিভিন্ন পরজীবীতে আক্রান্ত হয় কিংবা মেসতা, ছউদ, দাউদ ইত্যাদি হয় কিংবা স্থায়ী কোন দাগ থাকে তাহলে তাহলে ডাক্তারগণ বিভিন্ন ব্রান্ডের ওয়েন্টমেন্ট দিয়ে থাকেন। তবে এই সমস্ত অয়েন্টমেন্ট আক্রান্ত স্থান ছাড়া অন্য কোথাও ব্যবহার করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া তৈরী হয়। আপনি আপনার ত্বক পরিচর্যা করতে চাইলে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। বাহির থেকে ঘরে যাওয়ার পর মুখ ও হাত পরিস্কার পানি দিয়ে ধৌত করুণ। প্রচুর শাক সবজি খাবেন। বাজারে নামী ব্রান্ডের ক্রিম যেমন - ফেয়ার এন্ড লাভলী, পন্ডস, নেভিয়া, ওলে, গার্নিয়ার. ল্যাকমে ব্যবহার করতে পারেন। এই ক্রিম আপনার ত্বক ফর্সা না করলেও উজ্ব্বলতা বাড়াবে। কোন ডাক্তারই আপনাকে স্থায়ী ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম সাজেশন করবে না, যদি কেউ করে থাকে তাহলে সে উচ্চ পারদ, মার্কারী,  হাইড্রোকুইনোনযুক্ত ক্রিমের কথা সাজেশ করতে পারেন, তবে সে ডাক্তার নয় হাঁতুড়ে ডাক্তার।

৭ দিনে ফর্সা হওয়ার ক্রিমঃ মাত্র সাত দিনে ফর্সা হওয়ার কোন ক্রিম নেই। যদি থাকত তাহলে আফ্রিকার সব নিগ্রো কালো থেকে ফর্সা হয়ে যেত। আফ্রিকানরা শুধু কালো হওয়ার কারণে রেসিজমের ব্যাপক শিকার হয়। সুতরাং সাত দিনে ফর্সা হওযার ক্রিম না খুঁজে ত্বকের উজ্জ্বলতার বাড়ানোর জন্য বাজার থেকে বিভিন্ন ব্রান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। নামীদামী বিভিন্ন ব্রান্ড হলো- ফেয়ার এন্ড লাভলী, পন্ডস, নেভিয়া, ওলে, গার্নিয়ার. ল্যাকমে ইত্যাদি।

তৈলাক্ত ত্বকের জন্য ফর্সা হওয়ার ক্রিমঃ তৈলাক্ত ত্বকের জন্য বাজারে ফেয়ার এন্ড লাভলী, পন্ডস, নেভিয়া, ওলে, গার্নিয়ার. ল্যাকমে, টিব্বত ইত্যাদি ব্রান্ডের বিভিন্ন ক্রিম পাওয়া যায়। তবে ক্রিম কেনার আগে তা ত্বকের তৈলাক্ত দূর করার কার্যকারিতা আছে কিনা দেখে নিবেন।

মেয়েদের ত্বক ফর্সা করার সবচেয়ে ভালো ক্রিমঃ মেয়েদের ত্বক ফর্সা করার কোন ক্রিম নেই, তবে ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য ফেয়ার এন্ড লাভলী, পন্ডস, নেভিয়া, ওলে, গার্নিয়ার. ল্যাকমে ইত্যাদি ব্রান্ডের ক্রিম পাওয়া যায়, ব্যবহার করে দেখতে পারেন।

পরিশেষেঃবিএসটিআই বিএসটিআই দেশে অবৈধ উৎপাদিত ও বিদেশ থেকে আনিত বিভিন্ন ত্বক ফর্সাকারী স্কিন ক্রিমের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে দেখতে পান যে উক্ত ক্রিমে মাত্রাতিরিক্ত মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মার্কারি ও হাইড্রোকুইনোনের উপস্থিতি রয়েছে। অতপর বিএসটিআই অনেকগুলো ক্রিম নিষিদ্ধ করে তারমধ্যে গুয়াংজু টাটা বায়ো টেকনোলজি লিমিটেড-চায়না, ব্রান্ড 4k Plus- নামবিহীন প্রতিষ্ঠান, আনিয়া কসমেটিকস-পাকিস্তান, গোল্ড কসমেটিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-নাটোর, বাংলাদেশ, কিউ. সি. ইন্টারন্যাশনাল- পাকিস্তান, ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.)লিমিটেড -পাকিস্তান, নুর হারবাল কসমেটিকস (প্রা.) লিমিটেড-পাকিস্তান, গৌরী কসমেটিকস (প্রা.) লিমিটেড –পাকিস্তান ইত্যাদি। এসমস্ত ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন। তা নাহলে আপনার ত্বকে স্থায়ী ক্ষতি হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন