দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। 2017 সাল কে বিদায় জানোনোর প্রস্তুতি আমরা এক প্রকার সেড়ে ফেলেছি। এখন কেবল ঘড়ির কাটা রাত বারোটা অতিক্রম করার অপেক্ষা। 2017 সাল ছিল মানুষের আশা-বেদনার বছর। সিরিয়া সংকট, আইএসএস এর পরাজয়, মিয়ানমার কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন, লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে গমন এবং ভূমধ্য সাগরের মাঝে তাদের সলিল সমাধি, তুরস্কে ব্যর্থ অভুত্থানের চেষ্টা, বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি প্রক্সি রণকৌশল, অস্ট্রোলিয়ায় ছন্নছাড়া নির্বাচন, ইউরোপীয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ বা ব্রেক্সিট, ট্রাম্প কর্তৃক পূর্ব জেরুজালেম কে অন্যায়ভাবে ইস্রারাইলের রাজধানী ঘোষণা ইত্যাদি ছিল বিশ্বব্যাপী আলোচিত ঘটনার সার-সংক্ষেপ ।
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
Format of Undertaking
UNDERTAKING
(I) We, (X Ltd.. (address) represented by its
Managing Director/Chief Executive Officer} duly authorized by the Board of
Directors to execute this Undertaking,
(2) 1, [full name],
S/o or D/o [father’s name] / W/o [husband’s name], of [permanent address, at
present — present address], aged about years, by faith — ____________, by
profession — businessman, by nationality — Bangladeshi (by birth),
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
বদলে যাচ্ছে গ্রামীন জীবন যাত্রা, অবকাঠামোতে এসেছে ব্যাপক পরিবর্তণ।
বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোতে
ব্যাপক পরিবর্তন ঘটেছে; সাথে মানুষের জীবন যাত্রার ধরণ পাল্টিয়েছে। গ্রামীণ জনগণ এখন
শহরের সাথে তাল মিলানোর চেষ্টা করেছে। কিন্তু এই তাল মিলানোটা অর্থনৈতিক রেখার সাথে
সমানুপাতিক হারে না হওয়ার কারণে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শহুরে জীবন ধারণের
অনুসঙ্গ এখন গ্রামের নাগলের চলে এসেছে। গ্রামের মানুষ এখন আর কেউ ছাই, কয়লা বা
গাছের বাঁকল-পাতা দিয়ে দাঁত মাজে না। প্রতিটি অবস্থাপন্ন পরিবারে ফ্রিজ, এলইডি
টিভি, সিল্ডিন্ডার গ্যাসের চুলা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি হাতের নাগালে রয়েছে।
মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর
মার্কেটিং টার্গেট গ্রামীন জনগণ। আগেরকার দিনে গ্রামের মেয়েদের নানা সীমাবদ্ধতার মাঝে
জীবন কাটাতে হত এবং লেখা পড়া জানা মেয়েদের সংখ্যা ছিল নগন্য। সেখানে এখন প্রতিটি ঘরে
ঘরে মেয়েদের লেখা পড়া চলে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
টোরাজা উপজাতি- বছরের পর বছর মৃত দেহের সাথে বসবাস!
মৃত্যুর
পরে আত্মা নিয়ে রহস্যের শেষ নেই। প্রধান প্রধান ধর্মের মূল কনসেপ্ট (বিশ্বাস) হলো মৃত্যুর
পর আত্মা কৃতকর্ম অনুযায়ী স্বর্গে অথবা নরকে যায়| সেজন্য মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দেহেকে সমাধিস্থ
করে। প্রধান কয়েকটি ধর্ম ব্যতিত অন্য সব ধর্মের আত্মার প্রস্থানের মতবাদে কিছুটা ভিন্নতা
আছে; বিশেষ করে উপজাতীয়দের ধর্মীয় মতবাদে আত্মা সম্পর্কে ভিন্নতা দেখা যায়। কোন কোন
উপজাতী বিশ্বাস করে মৃত্যুর পর আত্মা পুনরায় আগমণ করে। আবার অনেক উপজাতী কিংবা আদিবাসী
বিশ্বাস করে মৃত্যুর সাথে সাথে আত্মা ইতি ঘটে। উপজাতী কিংবা আদবাসীদের বিশ্বাস অনুযায়ী
মৃত্যুর পর দেহ থেকে আত্মার বিদায় নিয়ে পরপারে চলে যায় কিংবা পুনরায় বিভিন্নরুপে পৃথিবীতে ফিরে আসতে পারে। এই বিশ্বাসগত কারণে তারা জাকজমকপূর্ণভাবে মৃতদেহের কুলখানি
করে আত্মার বিদায় দিয়ে থাকে। ইসলাম ধর্মেও মৃত দেহের জানাযা পড়ে যত তাড়াতাড়ি সম্ভব দেহকে কবরাস্থ করা হয়।
তবে আত্মার প্রস্থান বিশ্বাসে একটি উপজাতীদের মধ্যে ব্যতিক্রম আছে। তারা হলো দ্বীপ রাষ্ট্র ইন্দোনোশিয়ার সুলাওয়েসি দ্বীপের টোরাজা
উপজাতি। টোরাজা উপজাতিরা মৃত দেহের সাথে বসবাস করে মাসের পর মাস বছরের পর বছর। তাদের
বিশ্বাস অনুযায়ী, মৃত ব্যক্তিরা তাদের জীবনের একটি অংশ। মৃতরা তাদের ইহ জগৎের মায়া ত্যাগ
করতে সময় লাগে, তাই মৃত দেহ তাদের কাছে থাকা অধিক মঙ্গলজনক। অন্য দিকে মৃত ব্যক্তিদের কাছের আত্মীয় যারা আছেন তাদের মোহ বা মায়া ত্যাগ করতেও কিছুটা সময় লাগে। তাই উভয়ে পাশাপাশি থাকতে পারলে এই কষ্ট কিছুটা লাগব হয়। নিম্নে টোরাজা উপজাতিদের মৃতদেহের সাথে বসবাস সম্পর্কে আলোচনা করা হলোঃ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
কোদালপুর ইউনিয়ন পরিচিতি
নামকরণঃ কোদালপুর ইউনিয়নের নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। ধারণা করা হয়, প্রাচীনকালে নদীর বুকের চর জাগার কারণে এক শ্রেণির মানুষজন মাটিকাটা ও বালুকাটার সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। তাছাড়া অত্র এলাকার একটি সম্প্রদায় আদি কালে খাল কাটা ও রাস্তা নির্মাণ কাজে শ্রমিক হিসেবে জড়িয়ে পড়েন। এই সম্প্রদায়ের লোকজন যখন কাজ শেষে ঘরে ফিরত তখন তাদের হাতে ও কাঁধে কোদাল থাকত। এই কোদাল মেরামত ও বিপণী করার জন্য একটি বাজার ভিত্তিক ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল। সেই থেকে অত্র এলাকার নাম হয় কোদালপুর। পরবর্তীতে নদী ভাঙ্গার আগ পর্যন্ত এই সম্প্রদায় এখানে টিকে ছিল। কিন্তু নদী ভাঙ্গা শুরু হলে তারা অন্যত্র বিশেষ করে পার্শ্ববর্তী চাঁদপুর, হাইমচর, মুলাদী ও বরিশালে চলে যায়। নদী ভাঙ্গার কয়েক যুগ পর পুনরায় চর জাগলে আগের নাম (কোদালপুর) বহাল থাকে।
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন কিভাবে লিখতে হয় সমিতির নীতিমালা
বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রামে সমবায় সমিতির আধিক্য লক্ষণীয়। এই সমিতি পরিচালনা করার জন্য নিয়মনীতি জানা এবং তৈরী করা আবশ্যক। যাতে সমিতি সুষ্ঠভাবে পরিচালনা করা যায়। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সমিতির নিয়ম/সংবিধান/ধারা লিখতে গিয়ে প্রয়োজনীয় অনেক কিছু বাদ পড়ে যায়। আজকে সমবায় সমিতির নিয়ম/ধারা/সংবিধান লেখার সম্পর্কে আলোচনা করব।
চিত্রঃ সমবায় সমিতির নমুনা লোগো
প্রস্তাবনাঃ “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” একটি আর্থ সামাজিক
অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত
অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য,
অর্থ সঞ্চয় ও পরিচালা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ
এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। স্থানীয় এলাকার তরুন ও যুব
সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা
পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে
আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য
আলাপ আলোচনার মাধ্যমে “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” নামে একটি সমবায়
সমিতি গঠন করে।
সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ
চলার জন্য এর একটি
সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন
হয়ে পড়ে, সে লক্ষে
সমিতির সকল সদস্যগণ নিমোক্ত
ধারা/নিয়ম/সংবিধান প্রনয়ণ
করেন।
সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন কিভাবে লিখতে হয় বাড়ী ভাড়া চুক্তিনামা
বিস্মিল্লাহির রাহমানির রাহিম
বাড়ী ভাড়ার চুক্তিপত্র
নিয়ম:01তারিখঃ
১ম পক্ষঃ
মোঃআজিজুল ইসলাম (বাড়ীওয়ালা)
বাইপাইল, আশুলিয়া, ঢাকা।
(স্থায়ী ঠিকানাঃ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
২য় পক্ষঃ
মোঃ আহসান হাবীব (ভাড়াটিয়া)
ম্যানেজিং ডিরেক্টর
দেশ বিদেশ গার্মেন্টস লিঃ
আশুলিয়া, ঢাকা।
রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
জেনে নিন ইন্ডিয়ান ভিসার ছবির সাইজ
বর্তমান বিশ্বে
ইন্ডিয়া বা ভারত একটি উদয়ীমান অর্থনীতির দেশ। দেশটি অর্থনীতিতে দিন দিন সমৃদ্ধি অর্জণ
করছে। ইন্ডিয়া তথা ভারত একটি বৃহৎ রাষ্ট্র যার প্রতিটি প্রদেশে রয়েছে আলাদা আলাদা ভাষাভাষি
মানুষ এবং আলাদা আলাদা সাংস্কৃতি। ইন্ডিয়াতে রয়েছে অনেকগুলো প্রত্মতাত্বিক নির্দেশন
ও ঐতিহাসিক স্থান, এ স্থানগুলোর মধ্যে অন্যতম হলো- আগ্রার তাজমহল, ভূস্বর্গ কাশ্মির,
কুতুব মিনার, অজান্তা গুহা সমূহ ইত্যাদি। তাছাড়া বিশ্ব বাণিজ্যে ভারত একটি উল্লেখযোগ্য
স্থান দখল করে আছে। তাই প্রতি বছর লাখো-কোটি মানুষ ভারতে গমন করে থাকেন। তবে চাইলেই ভারত যাওয়া যায়না, তার জন্য কতগুলো আনুষ্ঠানিকতা সাড়তে হয়, এই আনুষ্ঠানিকতার অন্যতম অনুষঙ্গ হলো অনলাইনে এপ্লিকেশন ফরমে সঠিক সাইজের ছবি আপ্লোড করা। আবেদন ফর্মে আবশ্যি ছবি সংযোজন করা লাগে। কিন্তু
আমারা অনেকে ছবির সঠিক সাইজ না জানার কারণে বিভিন্ন ঝামেলার সন্মুখীন হই। নিম্নে ভারত
বা ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের ছবির সাইজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
গোসাইরহাট- অসংখ্য ভুলে ভরা গোসাইরহাট উপজেলার সরকারী ওয়েবসাইট
মাঝে মাঝে হাতে
কাজ না থাকলে নেটে ডু মেরে নানান কিছু জানতে চেষ্টা করি। আজকে গোসাইরহাট উপজেলার সরকারী
ওয়েব সাইটে ঢুকে মাথা নষ্ট হওয়ার উপক্রম। অসংখ্য ভুলবাল নিজিষ চোখে পড়ল। ভুল তথ্য ও
মনগড়া কিছু লেখা দেখলাম। এবার আসুন তার কিছু নমুনা ও স্কিন শর্ট দেখি।
সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
যোগাযোগ- সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, মাধ্যম ও পদ্ধতি সমূহ
যোগাযোগঃ মানুষ
পৃথিবীতে আর্বিভাবের পর থেকে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছে নিজেদের প্রয়োজনের কারণে। প্রথম অবস্থায় মানুষ ইশারায়
বা সাংকৃতিক ভাষায় যোগাযোগ রক্ষা করে চলতেন। পরবর্তীতে ভাষার পূর্ণ বিকাশ ঘটলে একে অপরের
সাথে শব্দ বা বাক্যের বিণিময়ে যোগাযোগ প্রচনলন শুরু হয়। বর্ণমালা আবিস্কারের পর মানুষ লিখিত যোগাযোগের
প্রচলন ঘটান। পরবর্তীতে যোগাযোগ প্রযুক্তি আবিস্কার হলে যোগাযোগ মাধ্যমের বিপ্লব
ঘটে। বর্তমানে, রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক
যোগাযোগ প্রবস্থা যোগাযোগ মাধ্যম কে করেছে অধিক গতিশীল। এতে যেমন সময় সাশ্রয় হয় এবং তথ্য আদান প্রদান ঘটে মহুর্তের মধ্যে। নিম্নে যোগাযোগ ব্যবস্থার নানা দিক
আলোচনা করা হলো।
চিত্র: যোগাযোগ ব্যবস্থার মডেল
যোগাযোগঃ যোগাযোগ
শব্দের ইংরেজী প্রতিশব্দ হলো- Communication, এই Communication kãwU j¨vwUb kã Communicare
থেকে এসেছে।
শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
পরিবার কাকে বলে এবং তার প্রকারভেদ
মানুষ সামাজিক জীব। তাই মানুষ কে সমাজে বসবাস করতে হলে পারিবারিক পরিচয় বহন করতে হয়। মানুষের জীবনে পারিবারিক শিক্ষা, শিষ্টাচার ব্যাপক ভূমিকা রাখে। মানুষ অলিখিতভাবে সামাজিক সন্মান, ক্ষমতা, এবং আঞ্চলিক কর্তৃত্ব অনেকটা পরিবার থেকে পেয়ে থাকে। পরিবারের বিভিন্ন প্রকারভেদ আছে। নিন্মে পরিবার এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো।
পরিবার: পরিবার হলো একটি প্রাচীনতম সংগঠন। পিতামাতা যৌন সম্পর্কের উপর ভিত্তি করে এই সংগঠন গঠন করে, এবং সন্তান সন্তানাদি উৎপাদন ও লালন পালনের মাধ্যমে তার অস্তিত্ব ধরে রাখে।
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
জেনে নিন প্যারোল ব্যবস্থার নানা দিক
‘পাপীকে নয় পাপকে ঘিনা কর’ এই মূল মন্ত্রে উজ্জবীত
হয়ে প্যারোল কার্যক্রম পরিচালিত হয়।উনিশ শতকের আগে প্যারোলের সাথে কেউ পরিচিত ছিলনা। মধ্যযুগে মূলত অপরাধীরা রাজ-রাণীর ইচ্ছা বা দয়ামায়ায় উপর ভিত্তি কের যন্ত্রণার কারাগার
থেকে মুক্তি পেতেন। উনিশ শতকের পর প্যারোল ব্যবস্থা আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়।
প্যারোল প্রর্বতনে স্কটল্যান্ডের আলেকজান্ডার ম্যাকোনিওচি
এর ভূমিকা অপরিসীম। তিনি
বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
চিঠি লেখার নিয়ম- বাংলা ২য় পত্র
সেই প্রাচীনকাল
থেকে মানুষ ভাবের আদান-প্রদানের জন্য চিঠি লিখে আসছে। চিঠির লেখার নতুন নতুন বৈচিত্র বা ফিচার যোগ হলেও বডি টেক্স আছে আগের মত। বর্তমানে ইলেকট্রিক চিঠির সাথে পাল্লা দিয়ে কাগজের চিঠি পত্র
চলছে সমানতালে। তাছাড়া আমরা আমাদের প্রয়োজনের তাগিদে একে অন্যকে ঠিঠি লিখি। চিটি লিখে একজন আরেকজন
কে ভালোলাগা মন্দ লাগা জানাই। বিভিন্ন সমস্যা তুলে ধরি। আদেশ উপদেশ ইত্যাদি প্রেরণ করি।আবার
কোন কোন চিঠিতে আবেদন নিবেদন জানানো হয়। আমরা সাধারণত দুটি ক্ষেত্র হিসেবে চিঠি লিখে থাকি, যথা:
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
জেনে নিন সিঙ্গাপুর ভিসার জন্য যে সাইজের ছবির প্রয়োজন
বর্তমানে বিশ্বের মধ্যে সিঙ্গাপুর একটি আলোচিত দেশ। এদেশে অনেকে আসে ব্যবসা-বাণিজ্যের জন্য। কেউ আসে সামাজিক দায়িত্ববোধ পালন করতে অথবা কেউ ভ্রমণে। তবে,
আমরা সিঙ্গাপুরের ভিসা ফরম পূরণ করতে গিয়ে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হই। এর অন্যতম কারণ হলো সংশ্লিষ্ট দেশের এ্যাম্বাসি কর্তৃক ছবি বা ফটোর জন্য যে সাইজ বা নিয়ম নীতি প্রদান করেন তা না জানা। আজকে আমরা সিঙ্গাপুর ভিসা ফরমে যে ছবি আপলোড/সংযোজন করা হয় তার মাপ/সাইজ সম্পর্কে জানবঃ
চিত্রঃ নমুনা ফটো
রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
A K Khan Economic Zone
Introduction
As one of the most Promising
(per capita) Growth Prospects Countries, branded as next
eleven (11) to be listed
after the BRIC nation, Bangladesh economy is growing more than 6% even in
current global economy dullness. The merit of geopolitical location between two
big potential consuming markets of China and India is
attracting the possible investors for various industries with 160million
population, the lowest labor cost and the Promotion Policy of Special Economic
Zone and Export Process Zone from Bangladesh Government. The
young population with 57% of workers under 25 and the
huge local market of big population will be
the key points of development
for future economy.
MARKETING PLAN FOR PRIVATE ECONOMIC ZONES
Marketing Strategy
It is most important for developer who will be responsible for marketing to establish the marketing strategy to find proper prospective investors throughout the world in the short period. The key factor for marketing strategy will be listed as per hereunder from the past successful case for PEZ.
বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টার (আন্তর্জাতিক বিতরণ কেন্দ্র) বা জিডিসি
‘গ্লোবাল
ডিস্ট্রিবিউশন সেন্টা’ সাধারণত
বন্দর নগরীতে প্রতিষ্ঠিত হয়ে
থাকে এবং ‘কম্পিউটার নেটওয়ার্কের’
মাধ্যমে বিভিন্ন মালামাল কোথায় কত দামে
কি পরিমাণে কখন পাওয়া যায়
তার একটি ডাটাবেজ (তথ্য
ভান্ডার) তৈরি এবং রক্ষণা
বেক্ষণ করা হয়।
তুলনামূলক কম দামে যথেষ্ট
পরিমাণ মালামালের চাহিদা যদি অন্যত্র
বেশি মূল্যে যথেষ্ট পরিমাণে
থেকে থাকে, ব্যবসায়িক কর্মকান্ডরূপে
তা কম দামে গ্লোবাল ডিস্ট্রিবিউশন
সেন্টারে আনায়ন করে পুনরায়
প্যাকিং করে বেশি দামে
যেখানে চাহিদা রয়েছে সেখানে
তা প্রেরণ করা (দেশে বা বিদেশে) ‘গ্লোবাল ডিস্ট্রিবিউশন
সেন্টারের’ মুখ্য ব্যবসা এবং
এই ব্যবসা গ্লোবাল ডিস্ট্রিবিউশন
সেন্টার/সিস্টেম নামে পরিচিত।
এ পদ্ধতি ইন্দোনেশিয়া, চায়না,
ফিলিপাইনে অত্যন্ত সাফল্য অর্জন করেছে। সাধারণত, ‘গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের’ মাধ্যমে ওয়্যার হাউজ (গুদাম)
অথবা স্পোসালাইজড বিল্ডিং (বিশেষায়িত ভবন) অথবা রেফ্রিজারেশন
(শীতাতাপ নিয়ন্ত্রিত) গুদামে অন্য
দেশ হতে পন্য সামগ্রী আনায়ন করে রক্ষণাবেক্ষণ
করা হয় এবং যেখানে তার চাহিদা
রয়েছে সেখানে প্রেরণ করা
হয়।
গ্লোবাল ডিস্ট্রিবিউশ সেন্টারের ধারণা
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
Global Distribution Center (GDC) & Global Distribution Center Project in Chittagong
Global distribution is a specialist distribution of technology for content rich industries that offers a unique personal service to resellers and systems integrators. Global Distribution Center works very closely with all the associated vendors, partners and resellers to meet the growing demands of users and businesses.
সোমবার, ২১ আগস্ট, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কর্মীদের প্রায়ই নানা কারণে অগ্রিম লোন/ধার বা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার প্রয়োজন পড়ে।
-
বর্তমান বিশ্বে যারা বাড়িওয়ালা তারা চাকুরী, বাসস্থান পরিবর্তন, ব্যবসায়ের কাজে কোন না কোন ভাবে
-
বন্ধকী ঋণ বা মর্টগেজঃ নিজের স্থায়ী সম্পত্তি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বন্ধক
-
রেজুলেশন কাকে বলে এবং রেজুলেশন কত প্রকার ও কি কি এবং ধারণ (Ordinary), বিশেষ ( special) এবং অ-সাধারণ রেজোলিউশন
-
যোগাযোগঃ মানুষ পৃথিবীতে আর্বিভাবের পর থেকে একে অপরের সাথে যোগাযোগ শুরু করেছে নিজেদের প্রয়োজনের কারণে। প্রথম অবস্থায় মানুষ ইশারায় বা সাংকৃ...
-
A letter must be written to the bank to issue a pay order. The letter is usually written
-
বাংলাদেশ একটি জনবহুল দেশ। বাংলাদেশে প্রচুর কর্মক্ষম তরুণ জণশক্তি রয়েছে যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে।
-
টেলিভিশন, ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। বিগত দিনে এই মিথ্যা সংবাদ আসলে তা ‘গুজব’
-
বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রামে সমবায় সমিতির আধিক্য লক্ষণীয়। এই সমিতি পরিচালনা করার জন্য নিয়মনীতি জানা এবং তৈরী করা আবশ্যক। যাতে স...