রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গোসাইরহাটে জয়ন্তী নদীতে লঞ্চের সাথে ব্রিজের ধাক্কায় তিনজন নিহত ও দুইজন আহত।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা ব্রিজের সঙ্গে র্স্বর্ণদ্বীপ প্লাস নামের একটি

লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৩/১০/২০২২) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন (১)  জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, (২) টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও (৩) গোসাইরহাট উপজেলার শাহ আলী মোল্লার ছেলে তানজিল। আহতরা হলেন— হিরা, সাগর রাব্বি।  তারা সবাই একে অপরের বন্ধু ও পূর্বপরিচিত ছিলো।

নিহতের মধ্যে একজনের (
তানজিল) আগামীকাল বিয়ে হওয়ার কথা ছিলো। এই ঘটনায় এলাকায় শোকেয়া ছায়া বিরাজ করছে।

গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে।  আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছেন। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে।


লঞ্চটি গোসাইরহাটে পৌঁছলে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের ওপর পড়ে।  ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

সূত্রঃ অনলাইন।

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya