নিকাহ নামা হলো মুসলিম সম্প্রদায়ের বিবাহ সম্পাদনের চুক্তি যা বাংলাদেশের ১৯৭৪
সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিষ্ট্রেশন) আইনের ৯ ধারা অনুযায়ী সম্পাদন করা হয়, যাতে বর ও কনে উভয়ের স্বাক্ষর ও সম্মতি থাকে এবং যাতে বর ও কনের আলাদা আলাদা দায়িত্ব ,কর্তৃব্য এবং অধিকার সমূহ রক্ষা করা হয়।
নিকাহনামা
[১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিষ্ট্রেশন) আইনের ৯ ধারা অনুযায়ী প্রতিলিপি]
১. ওয়ার্ড, শহর, ইউনিয়ন, তহশীল, থানা এবং জেলার নাম যেখানে বিবাহকার্য নিস্পন্ন হইয়াছেঃ ........................................................
২. নিজ নিজ বাস্থানসহ বর ও তাহার পিতার নামঃ ....................................
৩. বরের বয়স/ জন্ম তারিখ ঃ .................................................... জন্ম স্থান ঃ ........................
৪. নিজ বাসস্থানসহ কন্যা ও তাহার পিতার নাম ঃ ..............................................
৫. কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা নারী কিনাঃ ................................
৬. কন্যার বয়স/ জন্ম তারিখ ঃ .................................................. জন্ম স্থান ঃ ......................
৭. কন্যা কর্তৃক উকীল নিযুক্ত হইলে ঐ উকিলের পিতার নাম ও বাসস্থানের ঠিকানাঃ ........................................................................
৮. পিতার নাম, বাসস্থান ও কন্যার সহিত সম্পর্কের বর্ণনাসহ কন্যার উকীল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম ঃ
(১) .............................................................................................................................................................................
(২) .............................................................................................................................................................................
৯. বর কর্তৃক উকীল নিযুক্ত হইলে ঐ উকীলের ও পিতার নাম ও বাস্থানের ঠিকানাঃ .............................................................................
১০. পিতার নাম ও বাসস্থানসহ বরের উকীল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নামঃ
(১) .....................................................................................................................................................
(২) ...................................................................................................................................................
১১. বিবাহের সাক্ষীদের নাম, তাহাদের পিতার নাম ও বাসস্থানের ঠিকানা ঃ
(১) .....................................................................................................................................................
(২) ....................................................................................................................................................
১২. যে তারিখে বিবাহের কথাবার্তা ঠিক হইয়াছিল সেই তারিখঃ ....................................স্থানঃ ......
১৩. দেনমোহরের পরিমাণ ঃ ...................................................................
১৪. দেনমোহরের কি পরিমাণ মু’য়াজ্জল এবং কি পরিমাণ মু’অজ্জলঃ.....................................
১৫. বিবাহের সময় দেনমোহরের অংশ পরিশোধ করা হইয়াছে কিনা? যদি হইয়া থাকে তবে উহার পরিমাণ কত?
......................................................................................................................................................................
১৬. বিশেষ বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তিসূত্রে নির্ণীত মূল্যসহ কোন সম্পত্তি সম্পূর্ণ দেনমোহর বা উহার অংশ বিশেষের পরিবর্তে প্রদত্ত হইয়াছে কিনা?
..........................................................................................................................................................
১৭. বিশেষ শর্তাদি থাকিলে তাহা ঃ
.........................................................................................................................................................
.........................................................................................................................................................
১৮. স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করিয়াছেন কিনা? করিয়া থাকিলে কি কি শর্তে ঃ..........................................................................................................................................................
১৯. স্বামীর তালাক প্রদানের অধিকার কোন প্রকারে খর্ব হইয়াছে কিনা? .......................................................................
২০. বিবাহের সময় দেনমোহর, খোরপোষ ইত্যাদি সম্পর্কে কোন দলিল করা হইয়াছে কিনা? যদি হইয়া থাকে তবে ইহার সংক্ষিপ্ত বিবরণ .....................................................................................................................................
২১. বরের কোন স্ত্রী বর্তমানে আছে কিনা এবং থাকিলে অদ্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স মোতাবেক সালিসী কাউন্সিলের অনুমতি লইয়াছে কিনা? ............................................................................
২২. অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসী কাউন্সিলের নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতি পত্রের নম্বর ও তারিখ ঃ ...............................................................................
২৩. যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার নাম ও তাহার পিতার নাম ঃ ....................
২৪. বিবাহ রেজিষ্ট্রি করার তারিখঃ ....................................................স্থানঃ .....................
২৫. পরিশোধিত রেজিষ্ট্রি ফিঃ .....................................................
বর বা তাহার উকিলের স্বাক্ষর বরের উকিল নিয়োগের ব্যাপারে
সাক্ষীর স্বাক্ষর
কন্যার স্বাক্ষর কন্যার উকিলের স্বাক্ষর কন্যার উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর
বিবাহের সাক্ষীদের স্বাক্ষর ঃ
১. ........................................
২. ........................................
নিকাহ রেজিষ্ট্রারের স্বাক্ষর ও সীল
যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ান তাহার স্বাক্ষর
বাংলাদেশ ফরমস ও প্রকাশনী মুদ্রণাদেশ নং- ২৩/০৯-১০/তাং-২৪-০১-২০০৯
গর্ভমেন্ট প্রিন্টিং প্রেস প্রেসেস শাখা- ৮৭৩/০৯-১০/(লঃ)-৩১-০১-২০১০-৬,০০,০০০ কপি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন