সোমবার, ১০ অক্টোবর, ২০২২

গাড়ি দুর্ঘটনার শিকার হলে কিভাবে জিডি ও ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পাবেন- Sotterchaya

প্রতিদিন দেশে কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


জীবনের ক্ষতিপূরণ কিছুর মাধ্যমে পূরণ করা সম্ভব না হলেও গাড়ির ইন্স্যুরেন্স আওতাধীন ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। গাড়ি দুর্ঘটনায় ইন্স্যুরেন্স বাবদ ক্ষতিপূরণ পেতে গেলে প্রথমে গাড়ির ড্রাইভার কর্তৃক কি কারণে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে তার লিখিত বিবরণ লিখতে হবে। তারপর সেই বিবরণের উপর ভিত্তি করে দুর্ঘটনার নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে। সেই জিডির (সাধারণ ডায়েরির) কপি দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানী বরাবর আবেদন করা করতে হবে। তাহলেই গাড়ির দুর্ঘটনায় ইন্স্যুরেন্স বাবদ ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। আজকে আলোচনা করব কিভাবে ড্রাইভার কর্তৃক দুর্ঘটনার বিবরণ লিখতে হয় এবং কিভাবে থানায় জিডি ও ইন্স্যুরেন্স কোম্পানী বরাবর আবেদন করতে হয়।

১। ড্রাইভার কর্তৃক দুঘটনার বিবরণঃ

তারিখঃ ১০/১০/২০২২

বরাবর

ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন

মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ

২৫৭, গুলশান এভিনিউ

গুলশান-১, ঢাকা-১২১২।

বিষয়: গাড়ি দুর্ঘটনার বিবরণ।

মহোদয়,

আপনার সদয় অবগতি জানানো যাচ্ছে যে, আমি মোঃ সফিকুর ইসলাম, কর্মী সনাক্তরণ নাম্বারঃ ১২০৩০০১৮, ড্রাইভার, মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ, ড্রাইভিং লাইসেন্স নং-ঈএ০০২৫০৪৫খ০০০০৭, আমি আমাদের অফিসের গাড়ী নং ঢাকা মেট্রো গ-৩৩-৫৫৮০ নিয়মিত চালাই। গতকাল ০৯/১০/২০২২ইং আনুমানিক রাত ০৯:৪৫ ঘটিকায় বনানী, ঢাকা থেকে উত্তরা যাওয়ার পথে খিলক্ষেত এলাকায় চলন্ত অবস্থায় সামনের একটি পিকআপ ভ্যান হঠাৎ করে ব্রেক করলে আমিও তৎক্ষণাৎ ব্রেক করি। কিন্তু সামনে থাকা পিকআপ ভ্যানটির সাথে আমার গাড়ির দূরত্ব কম থাকার কারণে পিকভ্যান এর সাথে আমার গাড়িটি সজোড়ে ধাক্কা খায়। এতে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। অতঃপর গাড়ি থেকে নেমে আমি দেখতে পাই যে, আমার গাড়ির সামানের বামদিকের বাম্পার এবং হেড লাইট ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। উল্লেখ্য যে, আমি গাড়ি থেকে নামতে নামতে সামনে থাকা পিকআপ ভ্যানটি পালিয়ে যায়, ফলে তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। 

উক্ত দূর্ঘটনার বিষয়টি আপনার সদয় অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।

ধন্যবাদান্তে,

 

মোঃ সফিকুর ইসলাম,

কর্মী সনাক্তরণ নাম্বারঃ ১৪০৩০০১৮

মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ

 

২। কোম্পানীর প্রতিনিধি বা মালিক কর্তৃক থানায় সাধারন ডায়েরী লিখার নিয়মঃ

 তারিখ ১০/১০/২০২২ইং

বরাবর,

ভারপ্রাপ্ত কর্মকর্তা,

খিলক্ষেত থানা, ঢাকা।

বিষয় সাধারন ডায়েরী গ্রহন করা প্রসঙ্গে।

 

মহোদয়,

আপনার সদয় অবগতির  জন্য জানানো যাচ্ছে যে, মোঃ সফিকুল ইসলাম, কর্মী সনাক্তকরণ নাম্বার ১৪০৩০০১৮, ড্রাইভিং লাইসেন্স নং- ঈএ০০২৫০৪৫খ০০০০৭, ড্রাইভার , মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ । সে , মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ এর ঢাকা মেট্রো গ-৩৩-৫৫৯১ গাড়িটির নিয়মিত চালক। গতকাল ০৯/১০/২০২২ইং আনুমানিক রাত ০৯:৪৫ ঘটিকায় বর্ণিত গাড়িটি নিয়ে বনানী, ঢাকা থেকে উত্তরা যাওয়ার পথে খিলক্ষেত এলাকায় চলন্ত অবস্থায় সামনের একটি পিকআপ ভ্যান হঠাৎ করে ব্রেক করলে আমাদের গাড়ির ড্রাইভারও  তৎক্ষণাৎ ব্রেক করে। কিন্তু সামনে থাকা পিকআপ ভ্যানটির সাথে আমাদের গাড়ির দূরত্ব কম থাকার কারণে আমাদের গাড়িটি সামনে থাকা পিকআপ ভ্যানটির সাথে সজোড়ে ধাক্কা খায়। এতে আমাদের গাড়ির চালক কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। অতঃপর গাড়ি থেকে নেমে আমাদের ড্রাইভার দেখতে পান যে, আমাদের গাড়ির সামানের বামদিকের বাম্পার এবং হেড লাইটটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। উল্লেখ্য যে, আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নামতে নামতে সামনে থাকা পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়, ফলে পিকআপ ভ্যানটি সনাক্ত করা সম্ভব হয়নি। 

দূর্ঘটনাটি আপনার থানায় সাধারণ ডাইরি হিসাবে নথিভুক্ত করার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

রহমান হক

ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন

মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ

২৫৭, গুলশান এভিনিউ

গুলশান-১, ঢাকা-১২১২।

 

৩। কোম্পানীর প্রতিনিধি বা মালিক কর্তৃক থানায় সাধারন ডায়েরী লিখার নিয়মঃ

তারিখ ২৬/০৬/২০১৯ইং

বরাবর,

ব্যবস্থাপনা পরিচালক

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ

হেড অফিসঃ প্যারামাউন্ট হাইটস (৯ম এন্ড ১০ম ফ্লোর)

৬৫/২/১ বক্স কালভার্ট রোড, পুরণা পল্টন, ঢাকা।

বিষয়: ইন্স্যুরেন্স আওতাধীন গাড়ি দুর্ঘটনার ফলে ক্ষতিপূরণের জন্য আবেদন।

মহোদয়,

আপনার সদয় অবগতি জন্য জানানো যাচ্ছে যে, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর নিবন্ধনভুক্ত (সার্টিফিকেট নং টওঈ/খউই/গঠ/চঠ/ঈঊজঞ-০০১১৭/১২/২০১৮, ঝও ঘড়. ১২৫৮২৪) । মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ এর ঢাকা মেট্রো গ-৩৩-৫৫৯১ গাড়িটি গত ০৯/১০/২০২২ইং আনুমানিক রাত ০৯:৪৫ ঘটিকায় বনানী, ঢাকা থেকে উত্তরা যাওয়ার পথে খিলক্ষেত এলাকায় চলন্ত অবস্থায় সামনের একটি পিকআপ ভ্যান হঠাৎ করে ব্রেক করলে আমাদের গাড়ির ড্রাইভারও  তৎক্ষণাৎ ব্রেক করে। কিন্তু সামনে থাকা পিকআপ ভ্যানটির সাথে আমাদের গাড়ির দূরত্ব কম থাকার কারণে আমাদের গাড়িটি সামনে থাকা পিকআপ ভ্যানটির সাথে সজোড়ে ধাক্কা খায়। এতে আমাদের গাড়ির চালক কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। অতঃপর গাড়ি থেকে নেমে আমাদের ড্রাইভার দেখতে পান যে, আমাদের গাড়ির সামানের বামদিকের বাম্পার এবং হেড লাইটটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। উল্লেখ্য যে, আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নামতে নামতে সামনে থাকা পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়, ফলে পিকআপ ভ্যানটি সনাক্ত করা সম্ভব হয়নি। 

এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুলশান থানা, ঢাকা বরাবর একটি সাধারণ ডায়েরী (জিডি) নথিভুক্ত করা হয়েছে (কপি সংযুক্ত)।

উক্ত দূর্ঘটনার বিষয়টি আপনাদের সদয় অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইন্স্যুরেন্স আওতাধীন ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করছি।

ধন্যবাদান্তে,

রহমান হক

ব্যবস্থাপক, মানব সম্পদ ও প্রশাসন

মেসার্স শুক্কুর মিয়া কোম্পানী লিঃ

২৫৭, গুলশান এভিনিউ

গুলশান-১, ঢাকা-১২১২।


আর যা যা করবেনঃ গাড়ি দুর্ঘটনার শিকার হলে প্রথমে আপনি নিজের দিকে খেয়াল করুণ, তারপর অন্যান্য যাত্রীদের প্রতি। আপনি যদি সুস্থ্য থাকেন তাহলে নিকটস্থ মানুষের কাছ থেকে সাহায্য চান। প্রয়োজনে জরুরী  নাম্বার ৯৯৯ নাম্বার ফোন করুণ। নিকটস্থ থানায় অভিযোগ করতে ভুলবেন না। ইন্স্যুরেন্স কোম্পানীকে ফোন করুণ। দুঘটনার ছবি ও ভিডিও ধারণ করুণ। যে যায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ি সেই যায়গায় রাখবেন। শারীরিকভাবে জখন হলে নিকটস্থ হাসপাতালে যাবেন। গাড়ির ড্রাইভার হলে সাথে সাথে গাড়ির মালিককে ফোন করে বিষয়টি জানাবেন।



এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya