রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কে জানত এটাই তাদের জীবনের শেষ সেল্ফি!

আজকে (২৩/১০/২০২২) ইং তারিখে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জয়েন্তী নদীতে সাইখ্যা ব্রিজের সাথে স্বর্ণদ্বীপ প্লাস নামের একটি লঞ্চের ধাক্কার লঞ্চের উপরে থাকা পানির টাঙ্কি ভেঙে পড়ে তিনজন নিহত হন। নিহত তিনজন হলেন (১)  জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, (২) টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও (৩) গোসাইরহাট উপজেলার শাহ আলী মোল্লার ছেলে তানজিল। আহতরা হলেন— হিরা, সাগর রাব্বি। নিহত  সবাই একে অপরের বন্ধু ও পূর্বপরিচিত ছিলো। তারা গাজীপুরে একটি মেসে ভাড়া থাকত। 


লঞ্চে উঠার আগে চার বন্ধুর সেল্ফি।
নিহত অপর দুই বন্ধু আসছিলো বন্ধুর (নিহত তানজিলের) বিয়েতে উপস্থিত থাকার জন্য। কিন্তু মৃত্যুদূত এসে তাদের জীবনটা নিয়ে গেল। হে আল্লাহ, নিহত সবাইকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুন। আমিন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE