পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট।

আন্তর্জাতিক খবর অনুযায়ী রাশিয়া ইউক্রেন

যুদ্ধে বর্তমানে কিয়েভ বাহিনী কিছুটা সাফল্য পেয়েছে।  পূর্বাঞ্চল ফ্রন্টে তারা ভালো পজিশনে আছে। আন্তর্জাতিক গণমাধ্যম খবরে  নিম্নের বুলেট ও কী-পয়েন্টগুলো ভেসে উঠেছে-
  • ইউক্রেন বলেছে, তারা রবিবার ডোনেটস্ক অঞ্চলের লাইমান শহরের প্রধান নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।
  • ইউক্রেন দেশটির পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টে যুদ্ধে এগিয়ে আছে। 
  • ক্রেমলিন মুখপাত্র  বলেছেন, কয়েকটি  অঞ্চলে কৌশলগত কারণে রাশিয়ার সেনারা পিছু  হটেছে। সেনা সংখ্যা বৃদ্ধি করে পুনরায়  নিয়মিত আক্রমণ পরিচালনা করা হবে।  
  • রাশিয়াপন্থী এক কর্মকর্তারা সোমবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলে আক্রমনের ধার বাড়িয়েছে। তারা কয়েটি গ্রাম র্উদ্ধার করেছে। 
  • যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বির্পযয় তখনি শুরু হলো যখন থেকে রাশিয়ার আইনসভা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে  ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের চারটি অংশকে সংযুক্ত করে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুমোদনের প্রক্রিয়া সমাপ্ত করেছে। যদিও  পশ্চিমা সরকারগুলি পুতিনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নতুন করে রাশিয়ার উপর  নিষেধাজ্ঞার  আরোপ করেছে এবং তারা বলেছে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্গণ। 
পশ্চিমা গণ মাধ্যমে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে পুতিন বেশ চাপে রয়েছেন এবং তিনি যেকোনো মুহুর্তে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারেন। যদিও পুতিনের গত কয়েক দিনের কথা বার্তায় তেমনটা আভাস পাওয়া গেছে। দোনেস্ক ও লুহানস্কের চারটি অঞ্চলকে কথিত গগণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে একত্রী করণ প্রক্রিয়ার তিনি বলেছেন, রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় তিনি সব ধরণের পদক্ষেপ নিবেন। সূত্রঃ সিএনএন, আল-জাজিরা, তাস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন