পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

আদি মানবের এই ছবি দেখলে তাদের নিয়ে আপনি নতুন করে ভাবতে বাধ্য হবেন- Sotterchaya

কণ্যা সন্তান যে বাবার নিকট পরম মমতা এবং আদরণীয় ছিলো তা আধুনিক মানুষ আর্বিভাবেই আগে বিলুপ্ত হয়ে যাওয়া আরেকটি মানুষ প্রজাতির সেই সময়কার আঁকা ছবি দেখলে বুঝতে পারবেন। একদল গবেষক রাশিয়ার একটি প্রাচীন গুহায় প্রত্নতাত্ত্বিক খননকার্য পরিচালনা করে

একটি চমেৎকার এবং অক্ষত ছবি পেয়েছেন, যাতে দেখা যাচ্ছে যে আদি মানুষদের একটি প্রজাতি নিয়ান্ডারথাল এর একজন পুরুষ তার কণ্যাকে পরম মমতায় কাঁধে চড়িয়েছেন এবং তিনি কণ্যাকে কাঁধে চড়িয়ে শিকারে বের হয়েছেন। ছবিতে পিতা ও কণ্যাকে পরিপাটি দেখাচ্ছে। তাদের রুচিবোধ এবং পরিশীলতা ছিল যথেষ্ট মার্ক করার মতো। এই ছবিটি 
প্রাচীন মানব পরিবারের প্রথম "অপরিবর্তণশীল এবং দারুণ একটি" ছবি বলেছেন খনন কার্যের সাথে জড়িত একজন গবেষক। গুহাতে প্রত্নতাত্ত্বিকগণ দেখতে পেয়েছেন তারা  মৃতদেহের কবর দিতেন। সেখানে তাদের ব্যবহৃত অনেক সরঞ্জাম ও  অলংকার পাওয়া গিয়েছে। ছবির আসল সময়কাল বের করার জন্য গবেষকরা রেডিও কার্বন ডেটিং (Radiocarbon_dating) পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। 

আদি মানুষদের নিয়ে আপনি কি ভাবছেন?

ছবিঃ এনডিটিভি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন