পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ঢাকা টু শরীয়তপুর, বাস ভ্রমণ রিভিউ- সত্যের ছায়া।।

গ্লোরী এক্সপ্রেস পরিবহন লিমিটেডঃ 
যাত্রাবাড়ী থেকে গ্লোরী পরিবহনে সকাল সাতটায় উঠি, ছেড়ে যায় সাতটা দশে। সকালে রাস্তায় কোন জ্যাম ছিলোনা তাই ড্রাইভার ইচ্ছে মত টেনেছে। নয়টা বাজে শরীয়তপুর পৌছায়। 
গ্লোরী এক্সপ্রেস পরিবহন



🚎 বাসের কন্ডিশন ৮/১০
🚎 বাস স্টাপদের ব্যবহার ভালো।
🚎 বাসের স্পিড ভালো। 
🚎 কোন লোকাল প্যাসেঞ্জার তুলেনি।
🚎 ভাড়া ৩০০ টাকা নন এসি। 

শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডঃ
দুপুর আড়াইটার বাস কাউন্টারে আসি। বাসস্ট্যান্ডে এসি ও নন এসি দুই ধরণের সার্ভিস ছিলো।  নন এসি ২৫০ টাকা, এসি ৩০০ টাকা। ৩০০ টাকা দিয়ে এসি গাড়িতে উটলাম। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে যায়। পাঁচটা তিরিশে যাত্রাবাড়ি এসে পৌছায়। মাঝখানে কোথাও বিরতি দেয়নি।
শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহন


🚎 বাসের কন্ডিশন ৯/১০।
🚎 বাস স্টাপদের ব্যবহার ভালো।
🚎 বাসের স্পিড ছিলো মোটামুটি। 
🚎 কোন লোকাল প্যাসেঞ্জার তুলেনি।
🚎 ভাড়া ৩০০ টাকা এসি। 
 
শেষ কথাঃ বাসে করে সিঙ্গাপুর ( শরীয়তপুর) যাতায়াত করতে পেরে আমি গর্বিত। এমন উন্নত  রাস্তাঘাট আমি বাংলাদেশের কোথাও দেখেনি। যাত্রাপথে একজনযাত্রী বাসের ড্রাইভারকে বারবার অনুরোধ করে বাস থামিয়ে নিচে নেমে রাস্তার উপর চুমু খেয়েছেন। আর মন ভরে শরীয়তপুরের নেতাদের জন্য দোয়া করেছেন। 

বি.দ্রঃ আমার এই ভ্রমণটি ছিলো গত ৪ই আগষ্ট ২০২২ইং তারিখে। 


এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন