রবিবার, ২১ আগস্ট, ২০২২

জেন্ডার (The Gender)- ইংলিশ গ্রামার।

জেন্ডার (লিঙ্গ): English Grammar- এ যে Sense ( সূত্র বা নিয়ম ) দ্বারা Noun বা Pronoun কে পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নয় অথবা উভয়কেই চিহ্নিত করা যায়, তাকে Gender বা লিঙ্গ বলে।

Gender এর প্রকারভেদ: Gender ৪ প্রকার । যেমন : Masculine Gender (পুং লিঙ্গ ): যেসব Noun বা Pronoun দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদেরকে Masculine Gender বলে। যেমন: Karim, Brother, Boy, Grandfather ইত্যাদি ।

Feminine Gender ( স্ত্রীলিঙ্গ ): যে সব Noun বা Pronoun দিয়ে স্ত্রী জাতি বুঝায় তাদেরকে Feminine Gender বলে। যেমন: Mother, Sister, Aunt, She ইত্যাদি ।

Common Gender (উভয়লিঙ্গ): যে সব Noun বা Pronoun দিয়ে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বুঝায় তাদেরকে Common Gender বলে। যেমন: Student, Friend, Child, Cousin, Orphan, Parent ইত্যাদি ।

Neuter Gender ( ক্লীবলিঙ্গ ): যে সব Noun বা Pronoun স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাদেরকে Neuter Gender বলে। যেমন: Chair, Table, It, That ইত্যাদি ।

Transformation of gender : Masculine gender কে সাধারণত নিচের তিনটি উপায়ে Feminine gender- এ পরিণত করা হয় । সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে। যথা: Man- woman, boy- girl, he - she ইত্যাদি ।

Masculine Noun এর শেষে 'ess' যোগ করে। যেমন:Author Authoress, God Goddess, Poet - Poetess, Heir - Heiress ইত্যাদি। 

Compound Noun এর Masculine অংশটির Feminine করে। যেমন:brother-in sister - in- law, he-goat- she-goat, mankind womankind, step Jaw father step- mother ইত্যাদি । 

ভিন্ন শব্দ ব্যবহার করে : 

Masculine

Feminine 

Bachelor ( অবিবাহিত পুরুষ ) 

Beau ( সুন্দর পুরুষ ) 

Boar ( শূকর ) 

Buck ( হরিণ ) 

Bull , Ox ( ষাড় ) 

Bridegroom ( বর ) 

Cock ( মোরগ ) 

Dog ( কুকুর ) 

Drake ( পাতিহাস ) 

Drone ( পুং মৌমাছি ) 

Duke ( সম্রাট ) 

Gander ( রাজহংস ) 

Horse (ঘোটক ) 

Hart (হরিণ ) 

Lad (বালক) 

Master (প্রভু , শিক্ষক) 

Monk , Friar (সন্ন্যাসি) 

Nephew (ভাইপো) 

Ram / Wether (ভেড়া) 

Sloven (নোংরা পোশাক পরা পুরুষ)

Stag (হরিণ) 

Tailor (দরজী) 

Widower (বিপত্নীক)

Wizard (যাদুকর)

 

Maid / Spinster (কুমারী) 

Belle (সুন্দরী স্ত্রীলোক) 

Sow (শূকরী) 

Doe (হরিণী) 

Cow (গাভী) 

Bride (কনে ) 

Hen (মুরগি) 

Bitch (কুকুরী) 

Duck (পাতিহাসী ) 

Bee ( স্ত্ৰী মৌমাছি ) 

Duchess ( সম্রাজ্ঞী ) 

Goose ( রাজহংসী ) 

Mare ( ঘোটকী ) 

Roe ( হরিণী ) 

Lass ( বালিকা ) 

Mistress ( প্রভুপত্নী , শিক্ষয়িত্রী ) 

Nun ( সন্ন্যাসিনী ) 

Niece ( ভাইঝি ) 

we ( ভেড়ী ) 

Slut ( নোংরা মহিলা ) 

Hind ( হরিণী ) 

Seamstress ( মহিলা দর 

Widow ( বিধবা ) 

Witch ( যাদুকরী )

 

 Masculine Noun এর শেষে 'ess' যোগ করেঃ 

Masculine

Feminine

Author (লেখক)

Baron বারন (সম্ভ্রান্ত পুরুষ)

count (সম্মানিত ব্যক্তি)

Giant (দানব)

God (দেবতা(

Heir (উত্তরাধিকারী) 

Host (অতিথি)

Jew (ইহুদি পুরুষ)

 Lion (সিংহ) 

Patron (পৃষ্ঠপোষক)

Poet (কবি)

Priest (ধর্মযাজক)

Prince (রাজপুত্র)

Shepherd (পুংরাখাল)

Manager (ব্যবস্থাপক)

Authoress (লেখিকা)

Baroness (সম্ভ্রান্ত মহিলা)

countess (সম্মানিত মহিলা)

Giantess (দানবী)

Goddess (দেবী)

Heiress (উত্তরাধিকারিনী) 

Hostess (অতিথি সেবিকা)

Jewess (ইহুদি মহিলা)

 Lioness (সিংহী) 

Patroness (পৃষ্ঠপোষিকা)

Poetess (মহিলা কবি)

Priestess (মহিলা ধর্মযাজক)

Princess (রাজকণ্যা)

Shepherdess (স্ত্রী রাখাল)

Manageress (মহিলা ব্যবস্থাপক)

 

Masculine Noun এর শেষে যদি or , er ro , ary থাকে তাহলে তাকে Feminine করার সময় o , C , a উঠে গিয়ে । এর পর ess যুক্ত হয় ।

  Masculine

Feminine

Masculine

Actor (অভিনেতা)

Hunter (পুরুষ শিকারী)

Director (পরিচালক)

Enchanter (যাদুকর)

Governor (অভিভাবক)

Instructor (পুং উপদেষ্টা) Inspector ( পরিদর্শক)

Tiger (বাঘ)

Traitor (বিশ্বাসঘাতক)

Tutor (শিক্ষক)

Negro (কাফী পুরুষ)

Porter (মুটে, কুলি)

Waiter (পরিচারক)

Actress ( অভিনেত্রী )

Huntress (মহিলা শিকারী)

Directress / Directrix (পরিচালিকা )

Enchantress (যাদুকরী)

Governess (অভিভাবিকা)

Instructress (স্ত্রী উপদেষ্টা)

Inspectress (পরিদর্শিকা)

Tigress (বাঘিনী)

Traitress (বিশ্বাসঘাতিনী)

Tutress (শিক্ষিকা)

Negress (কাফী মহিলা)

Portress (মুটেনী)

Waitress (পরিচারিকা)

 বিদেশি ভাষার কিছু Noun এদের Feminine সহ ইংরেজিতে প্রবেশ করেছে ।

Masculine

Feminine

Administrator (পরিচালক )

Czar (জার রাশিয়ার সম্রাট)

Don (মহাশয়)

Hero (বীর)

Sultan (সুলতান)

Executor (নির্বাহক)

Administratrix পরিচালিকা)

Czarina (রাশিয়ার সম্রাজ্ঞী )

Dona (মহাশয়া )

Heroine (বীরাঙ্গনা)

Sultana (মুসলিম সম্রাজ্ঞী )

Executrix (নির্বাহিকা)

কিছু কিছু Noun আছে যাদেরকে Feminine- এ রূপান্তরিত করতে হলে কোন নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা যায় না ।

Masculine

 

Abbot

Marquis / Marquess (সম্ভ্রান্ত ব্যক্তি)

Emperor (সম্রাট)

Murderer (পুরুষ খুনী)

Abbess (মঠাধ্যক্ষ )

Marchioness (সম্রান্ত মহিলা) 

Empress (সম্রাজ্ঞী)

Murderess (মহিলা খুনী)

ইংরেজিতে কতগুলো Word আছে যা সব সময় Feminine হিসেবে ব্যবহৃত হয়। Termagant (কলহপ্রিয় মহিলা); Shrew (ঝগড়াটে যুবতী); Brunette (কালোচুল , কালো চুল বিশিষ্ট রমনী); Laundress (ধোপানী); Blonde মহিলা); Siren (কুহকিনী), Drab (নোংড়া মেয়ে); Coquette (ছিনাল মহিলা) ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya