শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

দালাল

ইন্ডিয়া, য়ূরোপ, আমেরিকার দালাল
কালো বিড়ালের মুখচ্ছবি,
চেতনার ঝাঁপি খুলে 
মিডিয়াতে সুশীলের ভেক। 

দালালদের তর্জণ গর্জণ
দিল্লির দরবার
মাথার উপর জেঁকে বসে
কাঠাল ভেঙে খায়।

বদ্ধ দুয়ার খুলেছে 
এসেছে আলোর ঝিলিক
আমরা করব জয়
নিশ্চয়।

তরুণের কণ্ঠে
সমবেত স্লোগান
দেশ রক্ষায় দিব প্রাণ
গণতন্ত্র মুক্তিপাক।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya