দেশে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে থানায় এবং আদালতে মামলার নথিভুক্ত হওয়ার পরিমানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আদালত থেকে আসামীর রিমান্ড চাওয়া হচ্ছে উল্লেখযোগ্য হারে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ও প্রতিষ্ঠান পর্যায়
তদন্ত বলতে সাধারণত কোন অজ্ঞাত বিষয় যেমন, অপরাধ, অস্বাভাবিক ঘটনা, সমস্যা, অভিযোগ, প্রতিবন্ধকতা, ব্যর্থতা, দায়িত্বহীনতা, কোন কিছু থেকে বিচ্যুতি হওয়া, পরাজয় ইত্যাদির প্রকৃত কারণ খুঁজে বের করাকে বলে। ডিকশনারী অব ক্যামব্রিজ অনুযায়ী ‘একটি অপরাধ, সমস্যা, বিবৃতি, ইত্যাদি সাবধানে পরীক্ষা করার কাজ বা প্রক্রিয়া, বিশেষ করে সত্য আবিষ্কার করার জন্য।’ কলিন্স ডিকশনারী অনুযায়ী- ‘তদন্তের কাজ বা প্রক্রিয়া; তথ্য, ইত্যাদি আবিষ্কার করার জন্য একটি সতর্ক অনুসন্ধান বা পরীক্ষা।’ এক কথায় বলতে গেলে তদন্ত বলতে কোন কিছুর কারণ অনুসন্ধান করা।
তদন্তের প্রকারভেদঃ সাধারণ তদন্ত তিন প্রকার হয়ে থাকে, যেমন: (১) বর্ণনামূলক তদন্ত. (২) তুলনামূলক তদন্ত. (৩) পরীক্ষামূলক তদন্ত.।
তদন্তের ধরণ: তদন্ত আবার দুই ধরণের হয়ে থাকে, যথা ফিজিক্যাল তদন্ত বা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত এবং এ্যনালাইসিস বা তথ্যমূলক তদন্ত।
অপরাধের ক্ষেত্রে যে যে বিষয়ের উপর তদন্ত হয়ে থাকেঃ নরহত্যা, সাইবার ক্রাইম, ফরেনসিক তদন্ত, প্রতারণা, পারিবারিক ও যৌন সহিংসতা, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, ক্লুলেস মামলা, মাদকদ্রব্য, দলবদ্ধ সহিংসতা।
তদন্তের ধাপঃ
ঘটনাশনাক্তকরণ এবং শ্রেণীবিভাগ করা।ঘটনার মডেল দাড় করানো।প্রতিষ্ঠানিক তদন্তের ক্ষেত্রে-
কত সাল থেকে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করিতেছেন?
কোম্পানীতে আপনি কি হিসাবে কাজ করছেন?
আপনি আপনার সহকর্মী আল মামুনকে কত দিন চিনেন?
জনাব ‘ক” সাহেবের সাথে আপনার উঠাবসা কেমন?
আপনার পদবী?
আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন?
তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আপনি কি তা জানেন?
আমরা জানতে পারি আল মামুন দুটি বি.ও. একাউন্ট অবৈধভাবে খুলিয়াছেন, আপনি কি তাহা জানেন?
আপনার সাথে কোন টাকা পয়সার লেনদেন আছে কিনা?
কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ দিয়েছে আপনি কি তা জানেন?
বর্তমানে রিকন্সিলেশনের মাধ্যমে আমরা ৫১,৮০,০০০ টাকার গড়মিল পেয়েছি, আপনি কি সেটা আগে থেকেই জানতেন?
আপনি কি তাকে কখনো টাকা পয়সা আত্মসাত করতে দেখেছেন?
আপনি কি তাকে কখনো এই দুটি বি.ও. একাউন্টে লেনদেন করতে দেখেছেন?
আপনার জানামতে তার কোন বি.ও. একাউন্ট আছে কিনা?
এই অর্থ আত্মসাতের ব্যাপারে আপনার মতামত কি?
আপনি কি মনে করেন এই টাকা আত্মসাতের কর্মটি প্রতারনার সামিল?
***
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন