বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

তদন্ত কাকে বলে, তদন্তের প্রকারভেদ, ধরণ, তদন্তের বিষয়, ধাপ এবং রিমান্ড বা তদন্ত কমিটি কর্তৃক সর্বাধিক জিঙ্গাসিত প্রশ্ন সমূহ- সত্যের ছায়া

দেশে অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে থানায় এবং আদালতে মামলার নথিভুক্ত হওয়ার পরিমানও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আদালত থেকে আসামীর রিমান্ড চাওয়া হচ্ছে উল্লেখযোগ্য হারে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ও প্রতিষ্ঠান পর্যায়


অপরাধগুলো নিজেরা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে থাকেন। নিম্নে তদন্ত কাকে বলে, তদন্তের প্রকারভেদ, ধরণ, তদন্তের বিষয়, ধাপ এবং রিমান্ড বা তদন্ত কমিটি কর্তৃক সর্বাধিক জিঙ্গাসিত প্রশ্ন সমূহ উল্লেখ করা হলোঃ

তদন্ত বলতে সাধারণত কোন অজ্ঞাত বিষয় যেমন, অপরাধ, অস্বাভাবিক ঘটনা, সমস্যা,  অভিযোগ, প্রতিবন্ধকতা, ব্যর্থতা, দায়িত্বহীনতা, কোন কিছু থেকে বিচ্যুতি হওয়া, পরাজয় ইত্যাদির  প্রকৃত কারণ খুঁজে বের করাকে বলে। ডিকশনারী অব ক্যামব্রিজ অনুযায়ী ‘একটি অপরাধ, সমস্যা, বিবৃতি, ইত্যাদি সাবধানে পরীক্ষা করার কাজ বা প্রক্রিয়া, বিশেষ করে সত্য আবিষ্কার করার জন্য।’ কলিন্স ডিকশনারী অনুযায়ী- ‘তদন্তের কাজ বা প্রক্রিয়া; তথ্য, ইত্যাদি আবিষ্কার করার জন্য একটি সতর্ক অনুসন্ধান বা পরীক্ষা।’ এক কথায় বলতে গেলে তদন্ত বলতে কোন কিছুর কারণ অনুসন্ধান করা।

তদন্তের প্রকারভেদঃ সাধারণ তদন্ত তিন প্রকার হয়ে থাকে, যেমন: (১) বর্ণনামূলক তদন্ত. (২) তুলনামূলক তদন্ত. (৩) পরীক্ষামূলক তদন্ত.।

তদন্তের ধরণ: তদন্ত আবার দুই ধরণের হয়ে থাকে, যথা ফিজিক্যাল তদন্ত বা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত এবং এ্যনালাইসিস বা তথ্যমূলক তদন্ত।

অপরাধের ক্ষেত্রে যে যে বিষয়ের উপর তদন্ত হয়ে থাকেঃ নরহত্যা, সাইবার ক্রাইম, ফরেনসিক তদন্ত, প্রতারণা, পারিবারিক ও যৌন সহিংসতা, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, ক্লুলেস মামলা, মাদকদ্রব্য, দলবদ্ধ সহিংসতা।

তদন্তের ধাপঃ

ঘটনাশনাক্তকরণ এবং শ্রেণীবিভাগ করা।ঘটনার মডেল দাড় করানো। 
ঘটনার প্যাটার্ন খুঁজা। 
ঘটনার  আলামত, সাক্ষী, জবানবন্ধী অনুসন্ধান করা ও রেকর্ড করা। 
ঘটনার বিষয়ে গবেষণা করা যেমন: 
পর্যায় ১: ফোকাস এবং পরিকল্পনা 
পর্যায় ২: তথ্য সোর্সিং 
পর্যায় ৩: তুলনামূলক বিশ্লেষণ 
পর্যায় ৪: চূড়ান্ত রিপোর্টি পেশ 
রিমান্ড বা তদন্ত কমিটি কর্তৃক সর্বাধিক জিঙ্গাসিত প্রশ্ন সমূহঃ 
ব্যক্তি বা সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে-
আপনার নাম?
আপনার পিতার নাম?
আপনার বর্তমান ঠিকানা?
আপনার স্থাায়ী ঠিকানা?
আপনার ভোটার আইডি কার্ড নম্বর?
আপনি কবে থেকে জনাব, ‘ক’ কে চিনতেন?
আপনার সাথে তার কিসের সম্পর্ক ছিলো?
ঘটনার সময় আপনি  কোথায় ছিলেন?
আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন?
সর্বশেষ কখন ভিকটিমের সাথে কথা হয়েছে?
তার সাথে আপনার কি নিয়ে বিবাদ ছিলো?
আপনি কেন এ ধরণের ঘটনা ঘটালেন?
ঘটনার সত্যতার সম্পর্কে যা জানেন তা বলুন।
ঘটনা ঘটার পর আপনি পলাতক ছিলেন কেন?
তাকে খুন করার পর আপনার অনুশোচনা জাগেনি?
খুন করার আগে কারো সাথে পরমার্শ করেছেন?
আপনার সাথে কেকে জড়িত ছিলো?
মূল পরিকল্পনাকারী কে?
ব্যবহৃত অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছেন?
অস্ত্রগুলো এখন কোথায় রেখেছেন?
আপনার সাথে যারা ঘটনা ঘটিয়েছে তারা এখন কোথায় আছে?
ঘটনায় ব্যয়কৃত অর্থ আপনাকে কে দিয়েছে?
পুলিশের অভিযান ও ঘটনার আপোষ মীমাংসার জন্য থানায় ও স্থানীয় নেতাদের কয় টাকা দিয়েছেন?
সেতো আপনার কোন ক্ষতি করেনি?
তাহলে হত্যার আগে ধর্বণ করেছেন কেন?
অথবা ধর্ষণ করে হত্যা করেছেন কে?
কে কে ধর্ষণ করেছে?
মেয়ের সাথে আপনার কয়দিনের সম্পর্ক ছিলো?
ধর্ষণের আগে বিয়ের প্রলোভন দেখিয়েছেন নাকি জোর করে ধর্ষণ করেছেন?

প্রতিষ্ঠানিক তদন্তের ক্ষেত্রে-
কত সাল থেকে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করিতেছেন?
কোম্পানীতে আপনি কি হিসাবে কাজ করছেন?
আপনি আপনার সহকর্মী আল মামুনকে কত দিন চিনেন?
জনাব ‘ক” সাহেবের সাথে আপনার উঠাবসা কেমন?
আপনার পদবী?
আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন?
তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আপনি কি তা জানেন?
আমরা জানতে পারি আল মামুন দুটি বি.ও. একাউন্ট অবৈধভাবে খুলিয়াছেন, আপনি কি তাহা জানেন?
আপনার সাথে কোন টাকা পয়সার লেনদেন আছে কিনা?
কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ দিয়েছে আপনি কি তা জানেন?
বর্তমানে রিকন্সিলেশনের মাধ্যমে আমরা ৫১,৮০,০০০ টাকার গড়মিল পেয়েছি, আপনি কি সেটা আগে থেকেই জানতেন?
আপনি কি তাকে কখনো টাকা পয়সা আত্মসাত করতে দেখেছেন?
আপনি কি তাকে কখনো এই দুটি বি.ও. একাউন্টে লেনদেন করতে দেখেছেন?
আপনার জানামতে তার কোন বি.ও. একাউন্ট আছে কিনা?
এই অর্থ আত্মসাতের ব্যাপারে আপনার মতামত কি?
আপনি কি মনে করেন এই টাকা আত্মসাতের কর্মটি প্রতারনার সামিল?

***

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya