বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মূল্যবোধ বা মূল্যবোধ শিক্ষা কাকে বলে? মূল্যবোধের উৎস ও বিকাশ সমূহ।

Definition of Values Education (মূল্যবোধ শিক্ষা)

মূল্যবোধ : যে চিন্তা - ভাবনা , লক্ষ্য , উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার - ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি।
সহজভাবে বলা যায়, ভাল - মন্দ , ঠিক - বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। মূল্যবোধের মধ্যে একটি আবেগীয় বৈশিষ্ট্য বিদ্যমান। অতএব কোনো ব্যক্তি সমাজের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন কোনো কিছুকে ভাল অথবা মন্দ জ্ঞান করে তখন সে দৃঢ় চিত্তেই করে এবং সে মনে করে এটি সমাজের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর তাই এ ব্যাপারে সে অনেকটা অনমনীয়ভাবে দৃঢ়চিত্তে আবেগীয় মানসিকতায় কোনো কিছুকে মূল্যায়ন করে। সুতরাং এককথায় বলা যায় মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড । 

M. R. William বলেছেন । মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড ।

ফ্রাঙ্কেল বলেন- “ মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ । "

এস ডব্লিউ পামফ্রে এর মতে- “ মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ । " 

আর.টি শেফারের মতে , " ভালো বা মন্দ , কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ । " 


মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্ক এবং মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সম্পর্কে সাধারণ ধারণা।

মূল্যবোধের বৈশিষ্ট্য : মূল্যবোধ ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রে বিকাশ লাভ করে । সামাজিক উন্নয়ন নির্ধারিত হয় । মূল্যবোধের অগ্রগতির সূচকে । মূল্যবোধ আইন নয় । এর বিরোধিতা বেআইনী নয়। মূল্যবোধ সমাজের বৃহৎ অংশ দ্বারা অনুমোদিত । এটা মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা । 

মানুষের কর্মকাণ্ডের ভাল - মন্দ বিচার করার ভিত্তিই হচ্ছে— মূল্যবোধ ।

মূল্যবোধ মানুষের আচার ব্যবহার , ধ্যান - ধারণা , চাল - চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি স্বরূপ । 

মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যসূত্রে আবদ্ধ করে । একই রীতিনীতি , আচার - অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সকলে পরস্পর মিলিত ও সংঘবন্ধ হয়ে জীবন যাপন করে । 

মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা , সমাজ পরিবর্তনের সাথে সাথে এ সমাজের মূল্যবোধ গুলোরও পরিবর্তন সাধিত হয় । 


আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্যবোধ বিদ্যমান। 

মূল্যবোধের নির্দিষ্ট কোনো বস্তুগত বা ধারণাগত মাধ্যম নেই , বিভিন্ন ধারণা বা বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে মূল্যবোধ জাগ্রত হয় । 

মূল্যবোধ পরিমাপের নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই , তবে মূল্যবোধ উৎকৃষ্ট সমাজ পরিমাপের অন্যতম মানদন্ড স্বরুপ।  

মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে — মূল্যবোধ । 

মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে উঠে । 

মূল্যবোধ ভাঙলে / অমান্য করলে শাস্তি হয় না । 
সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান— মূল্যবোধ । 

মূল্যবোধ হলো এক প্রকার— সামাজিক নৈতিকতা । 

মূল্যবোধের অবক্ষয় হলো— সুশৃঙ্খল পরিবেশের অভাব । 

মূল্যবোধকে সুদৃঢ় করার অন্যতম প্রধান উপায় হলো – শিক্ষা ।

সামাজিক উন্নয়ন নির্ধারিত হয়— মূল্যবোধের অগ্রগতির সূচকে ।

ব্যক্তি জীবনের গাইড লাইন হিসেবে ভূমিকা পালন করে –– মূল্যবোধ । 

মূল্যবোধের উৎস ও বিকাশ : মূল্যবোধ গড়ে উঠার পিছনে উৎস ভূমি হিসেবে যেসব বিষয় সহায়ক ভূমিকা পালন করে সেগুলো হলো : পরিবার , ধর্ম , সামাজিক রীতিনীতি , শিক্ষা প্রতিষ্ঠান , আইন , নীতিবোধের চর্চা , সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান , সভা - সমিতি , সামাজিক ন্যায় বিচার ইত্যাদি । 

শিশুর মূল্যবোধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হলো — পরিবার । 

মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে ধর্ম । 

বাংলাদেশ সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার বিধান করা হয়েছে ।

সামাজিক মূল্যবোধের প্রধানতম উৎসসমূহ হলো— প্রচলিত সামাজিক রীতিনীতি , প্রথা , ধ্যান ধারণা , ইতিহাস , ঐতিহ্য ইত্যাদি ।

মূল্যবোধের প্রধানতম প্রাতিষ্ঠানিক উৎস — শিক্ষালয় । 

গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং রাষ্ট্রের ভিত্তি হলো— সামাজিক ন্যায়বিচার ।

মূল্যবোধ সমাজ ভেদে ভিন্ন ভিন্ন হলেও কিছু কিছু মূল্যবোধ চিরন্তন বা সর্বজনীন। যেমন : সত্য , ন্যায় , সুন্দর ইত্যাদি । 
সামাজিক ন্যায় বিচারের মূলকথা হলো — আইনের চোখে সকলের সাম্যতা ।

সভা - সমিতি , সামাজিক অনুষ্ঠান , প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে ব্যক্তির মধ্যে মানুষের সামগ্রিক জীবন যাপন প্রণালীকে এক কথায় বলা হয়— সংস্কৃতি। 

মূল্যবোধ জাগ্রত করে — নীতিশাস্ত্র ।

সামাজিক মূল্যবোধের ভিত্তি –নৈতিকতা। 
কোনটি সমাজের জন্য ভাল এবং কোনটি মন্দ মানুষকে তার নির্দেশনা দান করে আইন ।

মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয় সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া ।




এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya