বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সমিতির ভর্তির আবেদন ফরম

বাংলাদেশ সহ সারা বিশ্বে নতুন নতুন সমিতি গড়ে উঠেছে  এই সমিতির মধ্যে গ্রাম সমিতি, সমবায় সমিতি, বাজার সমিতি, রাজনৈতিক সংগঠন ভিত্তিক সমিতি, পেশাগত সমিতি ইত্যাদি উল্লেখযোগ্য সমিতিট গঠন করলে সমিতিতে সদস্য সংখ্যা ভর্তির প্রয়োজন হয় সদস্য সংখ্যা ভর্তির জন্য প্রয়োজন হয় ভর্তির আবেদন ফরম নিম্নে সমিতির ভর্তি আবেদন ফরম এর একটি ফরম্যাট দেয়া হলোঃ

 

ভর্তি আবেদন ফরম

তারিখ:

বরাবর,
সভাপতি
.......... সঞ্চয় সমবায় সমিতি

....................., শরীয়তপুর।

বিষয়: সদস্য পদ পাওয়ার জন্য আবেদন

জনাব,
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আমি আপনার সমিতির ধারা/নিয়মগুলো ভালোভাবে পড়েছি এবং নিজে সু-বিবেচনা করে আপনার সমিতির সদস্য হওয়ার জন্য মন:স্থির করেছি। তাই  নিমোক্ত তথ্যের আলোকে আমাকে আপনার  সমিতির সদস্য পদ দিতে যেন আপনার সু-মর্জি হয়

. নাম :   
. পিতার নাম :   
. মাতার নাম :   
. জাতীয়তা :   
. জন্ম তারিখ :   
. লিঙ্গ:   
. পেশা (পদবী সহ):   
. জাতীয় পরিচয়পত্র নং:   
. বর্তমান ঠিকানা :   
১০. স্থায়ী ঠিকানা:   

১১. নমিনির নামঃ ........... জাতীয় পরিচয়পত্র নংঃ .................................., ঠিকানাঃ ......................, নমিনির সাথে সম্পর্কঃ.............
 

আবেদন কারীর পূর্ণ নাম: ........................................................................................................................................

মোবা:................................................. -মেইল.................................................................................................

স্বাক্ষর:............................................................... তারিখ:......................................................................................

অঙ্গীকারনামঃ উপরোক্ত তথ্যবলি আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে এবং সুস্থ্য মস্তিস্কে প্রদান করেছি। যেকোন ধরণের ভুল তথ্য প্রদানের জন্য আমি নিজেই দায়ী থাকিব। ভুল তথ্য প্রদানের জন্য সমিতি আমার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে পারিবে।

 

বি:দ্রঃ এটা আমি কমন ফরমেট দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামত পরিবর্তন করে নিতে পারেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE