বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

রেনেটার লভ্যাংশ বিণিয়োগকারীদের একাউন্টে প্রেরণ।

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনেটা লিমিটেডের তাদের শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ

সিডিবিএল এর মাধ্যমে ১০ জানুয়ারী ২০২৩ইং তারিখে একাউন্টে পাঠিয়েছে। উল্লেখ্য যে, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৪৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪০ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ছিলো। ইতিপূর্বে তাদের বোনাশ শেয়ার বিও একাউন্টে প্রেরণ করেছেন।৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

এই লভ্যাংশ ১৭ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুমোদন করা হয় এবং যার রেকর্ড ডেট ছিলো ১০ নভেম্বর, ২০২২। কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৬ টাকা ৯৭ পয়সা। এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE

DECLARATION ABOUT OVERDUE CLASSIFIED LIABILITY & MORTGAGE