ঢাকা শহরে বিল্ডিং করার পূর্বে যে সমস্ত কাগজপত্র তৈরী, প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ, এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় তা নিম্নরুপঃ
১ম স্টেপঃ
১। জনতা ব্যাংক থেকে ৩০০ টাকা ফরম-১০১ (Building /Land ) ব্যবহারে অনুমোদনের ছাড়পত্র করতে হবে।
২। প্রয়োজনীয় জমির কাগজ (দলিল/বিএস/এসএ/খাজনা/মৌজা ম্যাপ/ওয়াসা, গ্যাস, ইলেকট্রিসিটির) ইত্যাদি) জমা দিতে হবে।
৩। এ্যাপ্লিকেন্ট (আবেদনকারীর) এর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি/টিন সার্টিফিকেট।
৪। এ্যাপ্লিকেন্ট (আবেদনকারীর) এর ৩ কপি পার্সপোর্ট সাইজ ছবি সহ রাজউকে জমা দিতে হবে।
২য় স্টেপঃ
১। ল্যান্ড (জমির) ছাড়পত্রের পর বিল্ডিং এর নকশা করতে হবে।
৩য় স্টেপঃ
১। বিল্ডিং নকশা জমা এবং অনুমোদন করাতে হবে।
২। ফাইনালে বিল্ডিং Approval Letter রাজউক দিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন