সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশের অভ্যন্তরে বেসরকারী উদ্যোগে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আই.সি.ডি) এবং কন্টেইনার (সি.এফ.এস) স্থাপনের শর্তসমূহ

নিম্ল লিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের অভ্যন্তরে বেসরকারী উদ্যোগে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল (আই.সি.ডি) এবং

কন্টেইনার (সি.এফ.এস) স্থাপনের স্থাপন ও পরিচালনা করতে জাতীয় রাজস্ব বোর্ড সম্মত হয়ঃ

শর্ত

(১) প্রতিষ্ঠানটিকে যথাযথভাবে নিবন্ধিত একটি লিমিটেড কোম্পানী হতে হবে;

(২) উদ্যোক্তাগণের আমদানী/রপ্তানী কার্যক্রম পরিচালনা এবং /অথবা কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষেত্রে অন্ততঃ ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে;

(৩)  প্রস্তাবিত আই.সি.ডি টি অন্ততঃ ১৫  (পনের) বিঘা জমির উপর অবস্থিত হতে হবে;

(৪)  প্রস্তাবিত আই.সি.ডি.টির ধারন ক্ষমতা অন্ততঃ ১৫০০ (পনের শত) টি.ই.ইউ.এস (১টি.ইউ.এস.= ১টি ২০ (বিশ ফুট) কন্টেইনার হতে হবে।

(৫) লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় এর নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হতে হবে;

(৬) প্রস্তাবিত আই.সি.ডি-টির কন্টেইনার এবং আমদানী ও রপ্তানী পণ্য পরবহনের জন্য উপযুক্ত সড়ক সংযোগ থাকতে হবে;

(৭) প্রস্তাবিত আই.সি.ডি-টি চট্টগ্রাম বন্দর এলাকা থেকে অনধিক ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত হতে হবে;

(৮) প্রস্তাবিত আই.সি.ডি টিতে উপযুক্ত কন্টেইনার ইয়ার্ড, পণ্য লোডিং ও আনলোডিং এর জন্য প্রয়োজনীয় সুবিধা, শুল্ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যদের জন্য অফিসকক্ষসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকতে হবে;

(৯) প্রস্তাবিত আই.সি.ডি-তে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্ভাব্য দূর্গটনা প্রতিরোধ এবং মোকাবেলার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদপত্র দাখিল করতে হবে;

(১০) প্রস্তাবিত আই.সি.ডি তে- সোনালী ব্যাংকের শাখা স্থঅপন সংক্রান্ত ব্যাংকের সম্মতিপত্র এবং ব্যাংকের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা থাকতে হবে;

(১১) আই.সি.ডি তে- সোনালী ব্যাংকের শাখা স্থাপন সংক্রান্ত ব্যাংকের সম্মতিপত্র এবং ব্যাংকের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা থাকতে হবে;

(১২) কোন আবেদনকারী চাইলে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টম হাউসের কমিশনার প্রয়োজনীয় অবকাঠামোগত, কায়িক, যন্ত্রপাতি, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সৃষ্টির লক্ষ্যে পর্বানুমতি প্রদান করতে পারবেন । তবে সে ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় জমি, সড়ক যোগাযোগ ব্যবস্থা, আর্থিক- সংগতি ইত্যাদিসহ প্রকল্পটির সার্বিক বিষয়ে এর গ্রহণযোগ্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্সের নিশ্চিত করতে হবে;

(১৩) পূর্বানুমতি পাওয়ার পর শর্ত, মানদন্ড ও নীতিমালার নিরীখে উপযুক্ত বিবেচিত হলেই কেবল শুল্ক কর্তৃপক্ষ লাইসেন্স প্রদানের বিষয়টি বিবেচনা করবে;

(১৪) পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য প্রস্তাবিত আই.সি.ডি-তে পর্যাপ্ত ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে;

(১৫) আবেদনকারী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আয়কর সংক্রান্ত সনদপত্রের সাথে দাখিল করতে হবে;

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya