মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

ফাইল নাম এবং ফাইলের নামের প্রথম ও শেষ অংশকে কি বলে?

ফাইল নাম হলো একটি সুনির্দিষ্ট নাম বা টাইটেল যা ফাইলের কন্টেট বা বিষয় বস্তুর উপর
চিত্রঃ ফাইল নাম এবং ফাইল নামের শেষ অংশ
নির্ভর করে রাখা হয়। কম্পিউটার তার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এলগরিদম সিস্টেমের উপর ভিত্তি করে প্রত্যেকটি ফাইলের নামকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারে এবং সার্চ বা ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী সেই নামের ফাইলকে মনিটরে প্রদর্শণ করতে পারে।

ডিরেক্টরির নাম: ব্যবহারিক অর্থে সাধারণত ডাইরেক্টরি(Directory Names) শব্দটি কেবলমাত্র একটি বিশেষ ধরনের ফাইলকে বোঝানো হয় থাকে। একজন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটারে রক্ষিত প্রতিটি ফাইল সিস্টেম যেমন FAT32, CDFS, NTFS, exFAT, UDFS, FAT এবং একটি ডিরেক্টরি বা ফাইলের পাথে পৃথক উপাদানগুলির গঠন সম্পর্কে নির্দিষ্ট এবং ভিন্ন নিয়ম থাকতে পারে।

ফাইল নামের প্রথম অংশঃ একটি ফাইলের দুটি অংশ থাকে, প্রথম অংশটিকে সম্পূর্ণ শিরোনাম বা লিপিবদ্ধ নাম বলে। যেমন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে পেইজ ওপেন করে তিতাস গ্যাস কোম্পানী বরাবর একটি দরখাস্ত বা এপ্লিকেশন লিখব তখন এর নাম দিব তিতাস গ্যাস এপ্লিকেশন Titas Gas Application বা লেটার টু তিতাস গ্যাস (Letter to Titas Gas)। ফাইলটি সেইভ করার পর তখন তার নাম দাড়াবে তিতাস গ্যাস এপ্লিকেশন. ডিওসিএক্স বা Titas Gas Application.docx  এখানে তিতাস গ্যাস এপ্লিকেশন Titas Gas Application হলো ফাইলটির নাম এবং .docx হল ফাইলের নাম এক্সটেনশন।

ফাইল নামে শেষ অংশঃ ফাইল নামের শেষ অংশটিকে ফাইলের বর্ধিত অংশ বা ফাইল এক্সটেনশ বলে। প্রোগ্রাম এবং সফটওয়্যারের উপর ভিত্তি করে ফাইলের এক্সটেনশন লিপিবদ্ধ হয়ে থাকে। যেমন পিডিএফ ভার্সনের ফাইলের নামের শেষ অংশে পিডিএফ (.pdf), জেপিজি ফাইলের নামের শেষ অংশ জেপিজি (.jpj), মাইক্রোসফট ওয়ার্ড এর শেষ অংশ ডিওসিএক্স (.docs) থাকে। আরো কয়েকটি ফাইলের নামের শেষ অংশ এখানে দেয়া হলোঃ .html, .eps, .docs, .AI, .psd, .png, .ps, .txt  ইত্যাদি। 
***

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya