রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

শিল্প এলাকা ও বহুতল ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা সমূহ।

বিএনবিসির নিয়ম অনুসারে (যেখানে যেমন প্রযোজ্য) শিল্প প্রতিষ্ঠানের ম্যানুয়াল কলপয়েন্টসহ

ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম, ফায়ার লিফট, ফায়ার কন্ট্রোল রুম, অ্যাসেম্বলি এরিয়া, ফায়ার ডোর, সেফটি লবি, রিফিউজ এরিয়া, সার্ভিস ডাক্ট, পিত্র সিস্টেম, লাইটেনিং প্রটেকশন সিস্টেম, ধূমপান ও খোলাবাতি ব্যবহার নিষিদ্ধকরণ সাইন, দৃশ্যমান স্থানে জরুরি প্রতিষ্ঠানসমূহের ফোন নম্বরের তালিকা, স্বতন্ত্র ব্যাকআপ পাওয়ার সংয্ক্তু ইমার্জেন্সি লাইট ও এক্সিট সাইন স্থাপন এবং এক বা একাধিক স্থানে বহির্গমন পথের নকশা (Evacuation Plan) প্রদর্শণের ব্যবস্থা রাখিতে হইবে। এগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবার জন্য উপর্যুক্ত জনবল সংরক্ষণ করিতে হইবে।

শিল্প প্রতিষ্ঠানের কর্ম-এলাকা ১০,০০০ বর্গফুট কিংবা কর্মরত জনবল ২০০০ বা তাহার অধিক হইলে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনবল সরঞ্জামসহ একটি ফায়ার কন্ট্রোল রুম সংরক্ষণ করিতে হইবে;

রাসায়নিক পদার্থের কারখঅনা ও গুদামের জন্য Automatic High Velocity Water Suppression System/ Foam Suppression System/Gaseous Suppression System/Dry Chemical Suppression System ইত্যাদির মধ্য হইতে দাহ্যবস্তু এবং আগুনের ঝুকি বিবেচনায় মহাপরিচালক কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উল্লিখিত যে-কোনো ব্যবস্থা অন্যান্য অগ্নি নির্বাপণ ব্যবস্থাদির সহিত সংরক্ষণ করিতে হইবে;

শিল্প কারখানা, অন্যান্য বহুতল ভবন ও বাণিজ্যিক ভবনে বৈদ্যুতিক সাব-স্টেশন/ট্রান্সফরমারের অগ্নিনির্বাপণ ব্যবস্থা হিসেবে e Automatic Clean agent suppression System স্থাপন করিতে হইবে। ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত, টানিং, অগ্ িনির্বাপন ও উদ্ধার কাজের সুবিধার জন্য শিল্প প্রতিষ্ঠানের প্রিমিসেসের অভ্যন্তরে অথবা ভবনের যেকোনো একপাশে ন্যূনপক্ষে ৪.৫ মিটার প্রশস্ত রাস্তা থাকিতে হইবে, তবে প্রধান সড়ক ন্যূনপক্ষে ৯ মিটার হইতে হইবে;

যেকোনো ভবনের বেজমেন্ট এবং ওয়্যারহাউজ ও ওয়ার্কশপে অটো স্মোক অ্যান্ড হিট ভেন্টিং সিস্টেম স্থাপন করতে হবে। তপসিলে বর্ণিত হয় নাই এমন কোন অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থার বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা গ্রহণ করিতে অথবা বিএনবিসি অনুসরণ করিতে হইবে।

মহাপরিচালক বা তৎদ্বারা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থল পথ, নৌ পথ ও আকাশ পথে চলমান সকল ধরণের যানবাহনে প্রাথমিক অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কিছু অমীমাংসিত বিষয়ে বাস্তবতার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান বা আদেশ জারি করিতে পারিবেন।

এবিভাগে আরো পড়তে পারেন:








এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya