বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

অগ্নি প্রতিরক্ষায় প্রয়োজনীয় পানি প্রবাহ ব্যবস্থা

লাইট হ্যাজার্ড-১ এর ভবনে স্প্রিংকলার/রাইজার/হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০০ লিটার হিসাবে ৩০ মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিতকরণ;

 লাইট হ্যাজার্ড-২ এর ভবনে স্প্রিংকলার/রাইজার/হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ১৯০০ লিঃ হিসাবে ৫০ মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিতকরণ।

অর্ডিনারি হ্যাজার্ড-১ ভবনে স্প্রংকলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ২৬৫০ লিঃ এবং রাইজার/হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ১৯০০  হিসাবে ৭৫ মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিতকরণ;

অর্ডিন্যারি হ্যাজার্ড-২ এর ভবেন স্প্রিংকলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ৩২০০ লিঃ এবং রাইজার/হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ১৯০০ লিঃ হিসাবে ৭৫ মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিতকরণ;
 
অর্ডিন্যারি হ্যাজার্ড-৩ এর ভবেন স্প্রিংকলার ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ৪৮০০ লিঃ এবং রাইজার/হোজরিল ব্যবস্থার ক্ষেত্রে প্রতি মিনিটে ১৯০০ লিঃ হিসাবে ৭৫ মিনিট পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিতকরণ;

হাই হ্যাজার্ড (এক্সাট্রা হ্যাজার্ড) এর ভবনের ক্ষেত্রে পানির প্রেশার এবং প্রয়োজনীয় পানির প্রবাহ বিষয়ে মহাপরিচালক সিদ্ধান্ত প্রদান করিবেন। তবে উক্ত ব্যবস্থার অর্ডিন্যারি হ্যাজার্ড-৩ এর চাইতে কম হইবে না;

এই পানির পরিমাণ একটি রাইজারের মাধ্যমে ১০০ বর্গমিটার ফ্লোর রিয়ার জন্য প্রযোজ্য হইবে। এই পানি প্রবাহের স্থায়িত্ব ৫১ মিটার উচ্চতার ভবনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ৫২ মিটার হইতে ১০২ মিটার পর্যন্ত এবং ১০২ মিটারের চেয়ে উঁচু ভবনের ক্ষেত্রে পানি প্রবাহের স্থায়িত্ব যথাক্রমে ১.২৫ গুণ এবং ১.৫০ গুণ নির্ধারিত হইবে। (বিঃদ্রঃ হ্যাজার্ডভিত্তিক ভবনের শ্রেণিবিন্যাস বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নির্ধারিত হইবে। নতুন স্থাপনার ক্ষেত্রে পানি প্রবাহের উপরোল্লিখিত সময়কাল ৩০ মিনিটের কম বিবেচনা করা যাইবেনা। স্প্রিংকলার ও রাইজার/হোজরিল ব্যবস্থা উভয়ই বিদ্যমান থাকিলে শুধু স্প্রিংকলার এর জন্য নির্ধারিত সর্বোচ্চ পানি প্রবাহ নিশ্চিত করিতে হইবে।)

অগ্নি প্রতিরক্ষার জন্য পানির উৎসঃ নি¤œলিখিত পানির উৎসের এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে, যাহার সহিত সরাসরি সংযোগ এমনভাবে থাকিতে হইবে, যাহাতে ওই বিধিতে উল্লেখিত পানি প্রবাহর শর্ত পূরণ করে- 
(ক) ওয়াটার মেইন-এর সাথে সরাসরি সংযোগ।
(খ) রুফ গ্রাভিটি ট্যাংক। বিশেষ বিবেচনায় উক্ত ট্যাংকের পানি বহুমুখী ব্যবহার করা যাইতে পারে। এই ক্ষেত্রে ট্যাকের নি¤œদিকের অন্যূন ৫০% পানি অগ্নিনির্বাপণ কাজের জন্য পৃথক সংযোগসহ সংরক্ষণ করিতে হইবে। 
(গ) আন্ডারগ্রাউন্ড/গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্ষেত্রে সরবরাহের পানি অপ্রতুল হইলে চাহিদার আলোকে এক বা একাধিক গভীর নলকূপ স্থাপন প্রযোজ্য হইতে।
(ঘ) গভীর নলকূপ, পুকুর, প্রাকৃতিক পানির যে কোন উৎস, যে কোন রিজার্ভার, সাঁতারের জন্য ব্যবহৃত জলাধার ইত্যাদি আইনের ধারা ১১তে বর্ণিত অগ্নিনির্বাপণকাজে ব্যবহারযোগ্য পানি হিসাবে অন্তর্ভুক্ত থাকিবে।

স্প্রিংকলার/হাইড্রেন্ট/রাইজার/ওয়াটার স্প্রে প্রজেক্টর/হ্ াভেলোসিটি ওয়াটার প্রজেক্টর/হোরিল ব্যবস্থায় ফায়ার পাম্প (বিদ্যুৎচালিত), ষ্ট্যান্ডবাই পাম্প (ডিজেল চালিত), জকি পাম্প ইত্যাদি অগ্নিনির্বাপণী পাম্প সংরক্ষণ করিতে হইবে;

উপরে উপরে উক্ত পানি প্রবাহ ব্যবস্থার বিষয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধানের জন্য প্রচলিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কিংবা অন্য কোনো আইনের আলোকে মহাপরিচালক কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত অনুসরণ করিতে হইবে।
***
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya