রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ওয়্যারহাউজ বা মালগুদামের অভ্যন্তরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের শর্তাবলি এবং মালামাল সংরক্ষণের নিয়মাবলী।

ওয়্যারহাউজ বা মালগুদামের অভ্যন্তরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের শর্তাবলিঃ ওয়্যারহাউজে ব্যবহৃত Power Cable এর ক্ষেত্রে ন্যূনতম Flame Retardent (FR) 
ক্যাবল ব্যবহার করিতে হইবে। ওয়্যারহাউজে সিলিং- এ কোন উন্মুক্ত বাতি (Naked Lamp)  ব্যবহার করা যাইবে না। ওয়্যারহাউজে SDB/Switch Board ওয়ারহাউজের বাইরের দেওয়ালে স্থাপন করিতে হইবে।
 

ওয়ারহাউজে Surface Wiring করার সময় Metallic Conduct  ব্যবহার করিতে হইবে অথবা Concealed Wiring ব্যবহার করিতে হইবে। ওয়ারহাউজ Automatic Fire Detection ও Alarm System  এর আওতায় থাকিতে হইবে। ওয়ারহাউজের অভ্যন্তরে  ব্যবহৃত বৈদ্যুতিক সাজ-সরঞ্জামদির (Bangladesh Standard/IEC (International Electro-technical Commission) স্ট্যান্ডার্ড অনুযায়ী হইতে হইবে। ওয়্যারহাউজের অভ্যন্তরে বৈদ্যুতিক সাজ-সরঞ্জামাদি স্থাপনের কাজ প্রচলিত BNBC অনুযায়ী বৈদ্যুতিক লাইসেন্সধারী ব্যক্তি/প্রতিষ্ঠান দ্বারা করাইতে হইবে এবং এর কার্যকারিতা বছরে কমপক্ষে একবার কোন স্বীকৃত প্রতিষ্ঠান দ্বারা যাচাই করাইতে হইবে।

ওয়ারহাউজ বা মালগুদামের মালামাল সংরক্ষণ:
মালগুদাম হিসাবে ব্যবহৃত ভবনের অভ্যন্তরে মালামাল সেপারেশন, সেগ্রিগেশন ও আইসোলেশন ব্যবস্থায় সংরক্ষণ করিতে হইবে। এক্ষেত্রে সরকারের প্রচলতি অপরাপর আইন ও বিধি মানিয়া চলিতে হইবে। দেয়াল থেকে অন্যূন ১৮ ইঞ্চি দূরে মালামাল সংরক্ষণ করিতে হইবে। মালামাল ডানেজ পদ্ধেিত পাটাতন ও র‌্যাকে সংরক্ষণ করিতে হইবে। 

মালগুদামের মাঝখানে গ্যাংওয়ে থাকিবে এবং গ্যাংওয়ের প্রশস্ততা হইবে ন্যূনতম ৬ ফিট। ইহা ছাড়া উভয় র‌্যাকের মাঝে ন্যূনতম ৩৬ ইঞ্জি ফাঁকা রাখিতে হইবে। অক্সিডাইজিং, অতি দাহ্যশীল এবং বিপজ্জনক দাহ্যশীল পদার্থ ও রাসায়নিক দ্রব্যসমূহ প্রতিটি পৃথক পৃথক কক্ষে, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করিতে হইবে, এসএিস অনুসরণ করিতে হইবে এবং প্রতিটি কক্ষ বিধি অনুযায়ী ভেন্টের ওপেনিং স্থাপন ও পর্যাপ্ত ভেল্টিলেশন  ব্যবস্থা থাকিতে হইবে। গুদামে সংরক্ষিত মালামালের স্তূপ বা স্টক-এর উচ্চতা ছাদ ইতে ৩ফুট নিচে অথবা স্প্রিংকলার হেড হইতে ন্যূনতম ১৮ ইঞ্চি নিচে থাকিবে। গুদামের অভ্যন্তরে মেইন ওপেনিংয়ে বা প্রবেশদ্বারের নিকটবর্তী ৩০০ বর্গফুট জায়গা খালি রাখিতে হইবে। 

প্রতিটি গুদামের বাহিরে মালামাল অস্থায়ী সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা থাকিতে হইবে। গুদামের কোন অংশ অফিস, রান্না কক্ষ বা বসবাস কক্ষ হিসেবে ব্যবহার করা যাইবে না। গুদামের অভ্যন্তরে স্পিøট বা উইন্ডো এসি সংযুক্ত করা যাইবে না। তবে অধিদপ্তরের অনুমতিক্রমে দাহ্যবস্তুর ধরণ অনুযায়ী বিশেষ ক্ষেত্রে স্প্লিট বা উইন্ডো এসি ব্যবহার করা যাইতে পারে। 
****
এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya